রবিবার ● ২০ মার্চ ২০১৬
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে ট্রেন ও ট্রাকের ধাক্কায় অজ্ঞাতনামা ২ যুবক নিহত
গাজীপুরে ট্রেন ও ট্রাকের ধাক্কায় অজ্ঞাতনামা ২ যুবক নিহত
গাজীপুর জেলা প্রতিনিধি :: গাজীপুরে ট্রেন ও ট্রাকের ধাক্কায় অজ্ঞাতনামা দুই যুবক নিহত হয়েছেন৷
২০ মার্চ রবিবার সকালে মহানগরের ভাওয়াল গাজীপুর ও ১৯ মার্চ শনিবার দিবাগত রাতে কোনাবাড়ি এলাকায় এ পৃথক দু’টি দুর্ঘটনা ঘটে৷
ঘটনার সত্যতা নিশ্চিত করে জয়দেবপুর রেলওয়ে জংশন ফাঁড়ির ইনচার্জ এএসআই মো. দাদন মিয়া জানান, ২০ মার্চ রবিবার মহানগরের ভাওয়াল গাজীপুর এলাকায় ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই ওই যুবকের মৃত্যু হয়৷ খবর পেয়ে সকাল সাড়ে আটটায় লাশ উদ্ধার করা হয়৷ তবে কোন ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে তার মৃত্যু হয়েছে তা জানা যায়নি৷ নিহতের বয়স আনুমানিক ৩৫ বছর৷ নিহতের কোনো পরিচয় পাওয়া যায়নি৷
তার পরনে সাদা-হলুদ চেক লুঙ্গি ও ছাই রঙের হাফ শার্ট রয়েছে ৷ রেলওয়ে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠিয়েছে বলেও জানান এএসআই৷
অপরদিকে গাজীপুরের কোনাবাড়িতে ১৯ মার্চ শনিবার দিবাগত রাতে ট্রাকের ধাক্কায় এক যুবক নিহত হয়েছে৷ আনুমানিক ৩৩ বছর বয়সের নিহত ওই যুবকের পরিচয় পাওয়া যায়নি৷
সালনা হাইওয়ে থানার ওসি মোঃ দাউদ খান জানান, শনিবার রাত পৌণে ৮টার দিকে গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ি এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পার হওয়ার সময় এক যুবককে কালিয়াকৈর গামী একটি ট্রাক ধাক্কা দিয়ে পালিয়ে যায়৷ এতে ঘটনাস্থলেই ওই যুবক নিহত হয়৷ আনুমানিক ৩৩ বছর বয়সের নিহত ওই যুবকের পরিচয় তাত্ক্ষণিকভাবে পাওয়া যায়নি৷ তবে তার পরনে জিন্সের প্যান্ট ও কালো রংয়ের টি-সার্ট রয়েছে৷ পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ (শতামেক) হাসপাতালে পাঠিয়েছে৷