রবিবার ● ৬ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » করোনা আপডেট » মমেক হাসপাতালের করোনা ইউনিটে করোনা ও উপসর্গে আরও ২ জনের মৃত্যু
মমেক হাসপাতালের করোনা ইউনিটে করোনা ও উপসর্গে আরও ২ জনের মৃত্যু
ময়মনসিংহ প্রতিনিধি :: ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক)হাসপাতালের করোনা ইউনিটে করোনা ও উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১জন করোনা আক্রান্ত হয়ে এবং ১জন করোনা উপসর্গে মারা যান।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় মমেক হাসপাতালে পিসিআর ও অ্যান্টিজেন টেস্টে ১৫২ নমুনা পরীক্ষা করে ৫০ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩৩ শতাংশ।
রোববার ৬ ফেব্রুয়ারী সকালে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের (ফোকাল পার্সন) আবাসিক কর্মকর্তা ডা. মোহাম্মদ মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করছেন।
তিনি জানান, মৃতরা হলেন-ময়মনসিংহ সদরের আবুল খালেক (৮৪) ও গাজীপুর সদরের ওয়াহাব (৫০)। জেলাওয়ারী মৃতদের মধ্যে ১ জন ময়মনসিংহ ও ১ জন গাজীপুর জেলার বাসিন্দা।
ডা. মোহাম্মদ মহিউদ্দিন খান মুন আরও জানান, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে বর্তমানে আইসিইউতে ৪ জনসহ রোগী ভর্তি আছেন ৯৮ জন। এর মধ্যে ৫৬ জনের করোনা পজিটিভ। এ ছাড়া নতুন ভর্তি হয়েছেন ২৭ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১ জন।
এদিকে ময়মনসিংহ জেলা সিভিল ডা. মোহাম্মদ নজরুল ইসলাম জানান, ময়মনসিংহ জেলায় গত ২৪ ঘণ্টায় পিসিআর ও অ্যান্টিজেন টেস্টে নমুনা পরীক্ষা করে ১৫২ নমুনা পরীক্ষা করে ৫০ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩৩ শতাংশ।