সোমবার ● ৭ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » খাগড়াছড়ি » পানছড়িতে রাত পোহালেই ভোট, সকল প্রস্তুতি সম্পন্ন
পানছড়িতে রাত পোহালেই ভোট, সকল প্রস্তুতি সম্পন্ন
খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়ি উপজেলায় রাত পোহালেই ৭ফেব্রুয়ারি সোমবার হতে যাচ্ছে নির্বাচন। এরই মধ্যে নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে উপজেলা নির্বাচন অফিসারসহ সকল কর্মকর্তারা।
সপ্তম ধাপের এ নির্বাচনে উপজেলার ৫ইউপিতে আওয়ামীলীগ ও স্বতন্ত্র মিলে চেয়ারম্যান পদে ২৪জন, সাধারণ সদস্য পদে ১৪৬ ও সংরক্ষিত মহিলা পদে লড়বে ৫৩জন।
নির্বাচন কমিশনের নির্দেশনা অনুসারে ৫ফেব্রুয়ারী শনিবার প্রচার প্রচারণার ছিল শেষ দিন। এ নিয়ে প্রার্থীদের পাশাপাশি ব্যাস্ত সময় পার করছে উপজেলা নির্বাচন অফিস ও আইন-শৃংখলা বাহিনী।
পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. আনচারুল করিম জানান, দূর্গম পাহাড়ের চড়াই উৎরাই পার হয়ে ৪৬কেন্দ্র তিনি নিজেই পরিদর্শন করেছেন। যৌথ বাহিনীর একটি মহড়া আজ পুরো পানছড়িতে পরিদর্শন করেছে।
নির্বাচন অফিসার রিকল চাকমা জানান, সুষ্ঠু ও সুন্দর নির্বাচন উপহার দেয়ার জন্য উপজেলা নির্বাচন অফিস সমস্ত প্রস্তুতি সম্পন্ন করেছে।
১নং লোগাং ও ২নং চেংগী ইউপির রিটানিং অফিসারের দায়িত্বে রয়েছেন উপজেলা কৃষি অফিসার মো. নাজমুল ইসলাম মজুমদার। ৩নং পানছড়ি, ৪নং লতিবান ও ৫নং উল্টাছড়ি ইউপিতে রিটানিং অফিসারের দায়িত্বে রয়েছেন নির্বাচন অফিসার রিকল চাকমা। তিনি জানান, ৬ফেব্রুয়ারী স্ব-স্ব কেন্দ্রের দায়িত্বরতদের নির্বাচনী সরঞ্জামাদী বুঝে দেয়া হয়েছে।