মঙ্গলবার ● ৮ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » ঢাকা » গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড অস্বীকারের সংস্কৃতি সরকার ও দেশের জন্য আত্মঘাতী হয়ে উঠছে
গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড অস্বীকারের সংস্কৃতি সরকার ও দেশের জন্য আত্মঘাতী হয়ে উঠছে
বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের নেতৃবৃন্দ আজ গণমাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে গুম হওয়া বাংলাদেশীদের অনেকেরই ভূমধ্যে সাগরে সলিল সমাধি হয়েছে - এই মর্মে পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন এবং বলেছেন গুম হওয়া ব্যক্তিদের নিয়ে এই ধরনের উপহাস খুব নিষ্টুর,অশালীন ও বিকৃত মানষিকতার বহিঃপ্রকাশ। সরকারের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে থেকে এই ধরনের বক্তব্য চরম দায়িত্বহীনতারও নজির।এই বক্তব্য গুম হওয়া পরিবারসমূহের জন্য খুবই বেদনার ও কষ্টের, কাটা ঘায়ে নুনের ছিটা দেওয়ার মত।স্বরাষ্ট্রমন্ত্রীও একইভাবে গুম, খুন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডকে অস্বীকার করে যে বক্তব্য দিয়েছেন তাও সত্যের অপলাপ।গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ যদি এ ধরনের বক্তব্য দিতে থাকেন তাহলে সরকারের বিশ্বাসযোগ্যতা আর কিছু থাকেনা।
নেতৃবৃন্দ বলেন, ৬৮ জন গুম হওয়া ব্যক্তিদের সম্পর্কে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায় যখন উদবেগ - উৎকন্ঠা প্রকাশ করে তাদেরকে উদ্ধারে সরকারের কাছে সুনির্দিষ্ট তথ্য জানতে চেয়েছে তখন সে ব্যাপারে বিশ্বাসযোগ্য ও কার্যকরি পদক্ষেপ না নিয়ে সরকার পুরো বিষয়টিকে অস্বীকার ও চেপে যেতে চাইছে।
অস্বীকারের এই সংস্কৃতি আখেরে সরকারের জন্যেও আত্মঘাতী হতে পারে। নেতৃবৃন্দ অস্বীকারের এই সংস্কৃতি থেকে বেরিয়ে এসে প্রতিটি গুম ও বিচারবহির্ভূত হত্যাকান্ডের স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত, গুম হওয়া ব্যক্তিদের উদ্ধার , ঘটনায় দায়ী ব্যক্তিদেরকে আইনের আওতায় এনে তাদের উপযুক্ত বিচারের দাবি জানিয়েছেন। বিবৃতি প্রদান করেন জোটের সমন্বয়ক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক শাহ আলম, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, বাসদ- মার্কসবাদীর সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক মানস নন্দি, ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন নান্নু, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, ওয়ার্কার্স পার্টি - মার্কসবাদীর সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ ও সমাজতান্ত্রিক আন্দোলনের সভাপতি হামিদুল হক।