বুধবার ● ৯ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » সকল বিভাগ » বিশ্বনাথে বলাৎকারের চেষ্টার অভিযোগে গ্রেফতার-১
বিশ্বনাথে বলাৎকারের চেষ্টার অভিযোগে গ্রেফতার-১
বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে ১৩ বছরের এক অটোরিকশা চালককে বলাৎকারের চেষ্টার অভিযোগে করিম মিয়া (৪৫) নামে একজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
গত সোমবার (৭ ফেব্রয়ারি) সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে উপজেলার দশঘর ইউনিয়নের বাউসী গ্রামের ডালারপাড় শ্মশান এলাকায়।
এ ঘটনায় ওই চালকের মা বাদী হয়ে আজ বুধবার (৯ ফেব্রয়ারি) বিশ্বনাথ থানায় মামলা (নং ১১) দায়ের করেছেন।
মামলা দায়েরের পূর্বে প্রাথমিক অভিযোগের প্রেক্ষিতে গতকাল রাত ৮টায় অভিযুক্ত করিম মিয়াকে আটক করে পুলিশ। পরে দায়ের করা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।
জানা যায়, গ্রেফতার করিম মিয়া দশঘর ইউনিয়নের বরুনী (পূর্বপাড়া) গ্রামের মৃত ইন্তাজ আলীর ছেলে।
মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, তার ছেলে দশঘর ইউনিয়নের পীরের বাজারে ভাড়া অটোরিকশা চালিয়ে আসছে। ঘটনার দিন করিম মিয়া পীরের বাজার থেকে সাবাজপুর গ্রামে যাওয়ার জন্যে তার ছেলের অটো ভাড়া করে।
যাওয়ার পথে স্থানীয় বাউসী গ্রামের ডালারপাড় শ্মশান এলাকায় পৌঁছে অটো থামিয়ে সে তার ছেলেকে কুপ্রস্তাব দেয়। তাতে রাজী না হলে টাকার প্রলোভন দেখায় করিম মিয়া।
তাতেও রাজী না হওয়ায় জোরপূর্বক তার ছেলেকে শ্মশানের পাশের শুকনো জমিতে নিয়ে বলাৎকারের চেষ্টা চালায় সে। ছেলের চিৎকারে লোকজন এগিয়ে এসে করিম মিয়ার হাত থেকে তাকে উদ্ধার করেন। এ সময় ঘটনাস্থল থেকে পালিয়ে যায় করিম মিয়া।
করিম মিয়াকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী আতাউর রহমান বলেন, তাকে আজ (বুধবার) সকালে সিলেটের আদালতে প্রেরণ করা হয়েছে। জবানবন্দী দেওয়ার জন্যে ভিকটিমকেও আদালতে পাঠিয়েছি।
বিশ্বনাথে নারী নির্যাতন মামলার আসামি র্যাবের হাতে গ্রেফতার
বিশ্বনাথ :: সিলেটের বিশ্বনাথে নারী ও শিশু নির্যাতন এজাহার নামীয় মামলার প্রধান আসামি সাহেল উদ্দিন রনিকে গ্রেফতার করেছে সিলেট র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র্যাব) ৯।
গতকাল (৮ ফেব্রুয়ারি) মঙ্গলবার সন্ধায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিশ্বনাথ পুরান বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
জানা গেছে, সে উপজেলার সদর ইউনিয়নের জানাইয়া গ্রামের মৃত আকবর আলীর ছেলে সাহেল উদ্দিন রনি।
বিশ্বনাথ থানার মামলা নং-১৭- তাং ২৮-১২- ২০২১ ইং।
এ ব্যাপারে কথা হলে বিশ্বনাথ থানার এসআই রুমেল আহমেদ বলেন, রাতে আসামিকে থানায় হস্তান্তর করা হয়েছে। আজ বুধবার (৯ ফেব্রুয়ারী) দুপুরে নিয়মিত মামলা দেখিয়ে সিলেট আদালতের মাধ্যমে আসামিকে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।