বৃহস্পতিবার ● ১০ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » শিরোনাম » বিশ্বনাথে পৌর কৃষক লীগের কর্মী সভায়
বিশ্বনাথে পৌর কৃষক লীগের কর্মী সভায়
বিশ্বনাথ প্রতিনিধি : বাংলাদেশ কৃষক লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা দেওয়ান জয়নাল আবেদীন বলেছেন, বঙ্গবন্ধু কন্যা বাংলার সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নেতৃত্বে বাংলাদেশে যে উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়িত হচ্ছে, এতে করে এক সময় কাজের জন্য বাংলাদেশে আসবে বিদেশিরা।
তিনি আরও বলেন, কৃষক লীগের নেতারা সচ্চতা ও জবাবদিহিতার মাধ্যমে নিজেদের উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করে যান বলেই আজ কৃষক লীগের স্থান হয়েছে সবার অন্তরে। সামনের সংসদ নির্বাচনে নিজেদের এলাকায় প্রধানমন্ত্রীর মনোনীত নৌকার মাঝিদের বিজয়ী করে আওয়ামী লীগের নেতৃত্বে আবারও সরকার গঠনের জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি বৃহস্পতিবার বিকেলে সিলেটের বিশ্বনাথে পৌর আওয়ামী লীগের কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথাগুলো বলেন। পৌর শহরের নতুন বাজারস্থ অটোরিক্সা স্ট্যান্ডের সামনে অনুষ্ঠিত কর্মীসভায় উদ্বোধকের বক্তব্য রাখেন জেলা কৃষক লীগের সভাপতি শাহ নিজাম উদ্দিন। প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক সামছুল ইসলাম।
কর্মীসভায় কৃষক লীগ নেতা বিকাশ মালাকারকে আহবায়ক ও জয়নাল আবেদীন, জয়নাল আবেদীন কুদ্দুস, আব্দুল মছব্বির, আলী আফসান দুলাল, হাবিবুর রহমান, শাহাবুদ্দিনকে যুগ্ম আহবায়ক করে ৬৫ সদস্য বিশিষ্ট বিশ্বনাথ পৌর আওয়ামী লীগের আহবায়ক কমিটি গঠন করা হয়।
উপজেলা কৃষক লীগের সভাপতি ছোরাব আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল হান্নান বদরুলের পরিচালনায় কর্মীসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদ, যুগ্ম সম্পাদক ও দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমির আলী, রামপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর।
সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন উপজেলা কৃষক লীগের সহ সভাপতি হাজী আহমদ আলী ও স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান।
আলোচনা সভা শেষে উপজেলা কৃষক লীগের সহ সভাপতি হাজী আহমদ আলীর যুক্তরাজ্য থেকে স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সংবর্ধনা প্রদান করা হয়।
এসময় কৃষক লীগের পক্ষ থেকে তাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
কর্মীসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ সুমন, যুক্তরাজ্যের ডরসেট আওয়ামী লীগের সভাপতি এআর চেরাগ আলী, উপজেলা কৃষক লীগের সহ সভাপতি সাহাব উদ্দিন, যুগ্ম সম্পাদক মারফত আলী, উপজেলা শ্রমিক লীগের সভাপতি হাজী আমির আলী, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, যুগ্ম সম্পাদক শাহজাহান সিরাজ, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আশিক আলী, উপজেলা সেচ্ছসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহ বদরুল আলম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক।
এসময় আওয়ামী লীগ নেতা শানুর আহমদ জয়দু, শ্রমিক লীগ নেতা আজাদ মিয়া, আলউদ্দিন, আব্দুল আজিজ, যুবলীগ নেতা গিয়াস উদ্দিন, মুহিবুর রহমান সুইট, রাজু আহমদ খান, সেচ্ছাসেবক লীগ নেতা রফিক আলী, শামীম আহমদ, ছাত্রলীগ নেতা জাকির হোসেন, কয়েছ আহমদ প্রমুখ নেতৃবৃন্দসহ আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিশ্বনাথে স্বাস্থ্য কমপ্লেক্সে সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাইয়ের উদ্বোধন
বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে ৯ লক্ষ ৩৯ হাজার ৫০০ টাকা ব্যয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাই সিস্টেম স্থাপনের শুভ উদ্বোধন করেছেন উপজেলা চেয়ারম্যান এএস নুনু মিয়া।
আজ বৃহস্পতিবার ১০ ফেব্রুয়ারী বেলা ২টায় কাদিপুরস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।
স্থানীয় সরকার ও জাইকার অর্থায়নে, উপজেলা পরিষদের বাস্তবায়নে এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কারিগরি তত্ত্বাবধানে এ অক্সিজেন সাপ্লাই সিস্টেম স্থাপন করা হয়।
এতে করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশটি বেডে একসাথে বিশজন রোগিকে অক্সিজেন সেবা দেয়া যাবে বলে জানান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আব্দুর রহমান মূসা।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান, উপজেলা সহকারি কমিশনার (ভুমি) আসমা জাহান সরকার, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদ, সদর ইউপি চেয়ারম্যান ছয়ফুল হক, দৌলতপুর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আমির আলী, রামপাশা ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর, অলংকারি ইউপি চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল, দশঘর ইউপি চেয়ারম্যান এমাদ উদ্দিন খান, উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাক, উপজেলা প্রকৌশলী আবু সাঈদ, মহিলা বিষয়ক কর্মকর্তা সামসুন্নাহার, সমবায় কর্মকর্তা কৃষ্ণা রাণী তালুকদার, জনস্বাস্থ্য কর্মকর্তা সনজিত কুমার, জাইকার ইউডিএফ রাজু আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ সুমন, ত্রাণ সম্পাদক হাজি আব্দুল মতিন, উপ-দপ্তর সম্পাদক নুরুল হক মেম্বার, পৌর আওয়ামী লীগের সদস্য দবির মিয়া, সাইদুল ইসলাম, সেচ্ছাসেবক লীগ নেতা সিজিল মিয়া, উপজেলা পরিষদ কার্যালয়ের সিও গোলাম কিবরিয়া প্রমূখ।
উদ্বোধন শেষে দোয়া পরিচালনা করেন উপজেলা মসজিদের সানি ইমাম নাঈম আহমেদ। এরপরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বেডগুলো ঘুরে দেখেন অতিথিবৃন্দ।