শুক্রবার ● ১৮ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » ঝালকাঠি » ঝালকাঠিতে সংখ্যালঘুর সম্পত্তিসহ পূজামন্ডব দখলের পাঁয়তারা
ঝালকাঠিতে সংখ্যালঘুর সম্পত্তিসহ পূজামন্ডব দখলের পাঁয়তারা
গাজী মো.গিয়াস উদ্দিন বশির,ঝালকাঠি প্রতিনিধি :: ঝালকাঠিতে সংখ্যালঘুর সম্পত্তি দখলের পাঁয়তারা করছে স্থানীয় প্রভাবশালী কতিপয় ব্যক্তিরা।
জানাগেছে, গত ১৭/০১/২০২২ ইং সকালে ঝালকাঠি পৌর মেয়র বরাবরে জমি পরিমাপ করার জন্য একটি আবেদন করেন ও পৌরসভার সরকারি ফি জমাদিয়ে দুলাল কৃষ্ণ পাল পিতা: কালিপদ পাল এই আবেদন করিলে। প্রতিপক্ষ তাহমিনা বেগম গং পিতা,মৃত মন্নান উদ্দিন কবিরাজ হোল্ডিং ২৭৯ পশ্চিম ঝালকাঠি। পৌরসভার নোটিস পেয়ে ১৫ দিনের সময় চেয়ে একটি আবেদন করেন। এরপরে গত ইং ৬/০২/২০২২ তারিখে ঝালকাঠি বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে এমপি মামলা নং ৮৭/২২ (ঝাঃ) আদালতের স্বারক নং ২৪০ দায়ের করে। আদালত উভয়পক্ষকে স্থিতাবস্থা বজায় রাখার আদেশ প্রধান করেন।
অপরদিকে ভূক্তভুগী দুলাল কৃষ্ণ পাল বলেন,আমার মা বেলা রানি পাল,পিতা মৃত কার্তিক চন্দ পাল এবং অশ্বিনী কুমার পাল, এর নামের সম্পত্তির এস এ খতিয়ান ৬, জেল নং ১২৭ মৌজা পশ্চিম ঝালকাঠি । দাগনং ২৬৫.২৬৬,২৯৬,১একর ৯৯শতক সম্পত্তির ভিতরে আমার জমির পরিমাণ ৩৮ শতাংশ। ভোগদখল ও কালি মন্ডবসহ গাছ পালা আছে।
তিনি আরো বলেন,আমি ঝালকাঠি পৌরসভায় জমি সীমানা নির্ধারণের জন্য আবেদন করার পর থেকে আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভূগিতেছে। আমার প্রতিপক্ষ তহমিনা তার কথিত সন্ত্রাসী বাহিনী দিয়ে আমাকে হুমকি ধামকি দিয়ে যাচ্ছে। আমি সংখ্যালঘু বিধায় আমাকে ঐ এলাকা থেকে বিতারিত করার চেষ্টা চালাছে।
তহমিনা বেগম উপরের উল্লেখিত সম্পত্তি থেকে আব্দুস সালাম পিতা ইউসুফ আলী খলিফার অংশ বিক্রয় করলে উক্ত জমির ক্রয় সুত্রে মালিক হয় ইিঙ্গুউদ্দিন। তাহার ওয়ারিশ সূত্রে তিন ছেলে আব্দুর রব,আব্দুল মালেক ও আব্দুল গনি। হিঙ্গুলউদ্দিনের এক পুত্র আব্দুল গনির অংশ থেকে ক্রয় করে ১১ শতাংশের মালিক হয় প্রতিপক্ষ তহমিনা বেগম।
কিন্তু এস এ কার্তিক পাল ও অশ্বিনী পালেরা সংখ্যালঘু বিধায় এই সম্পত্তির কোন যোগসূত্র না থাকলেও প্রতিপক্ষ তহমিনা বেগমেরা দুলাল কৃষ্ণ পালের বিরুদ্ধে একের পর এক মামলা হামলা দিয়ে হয়রানি ও পূজা মন্ডব বেঙ্গে ফেলাল হুমকি দিচ্ছে।
এ ঘটনায় ভুক্তভোগী দুলাল কৃষ্ণ পালের পরিবার হয়রাণী বন্ধের দাবী ও তাহার জমির সীমানা নির্ধারণ করার জন্য প্রশাসন সহ স্থানীয় এমপি আলহাজ্ব আমির হোসেন আমুর হস্তক্ষেপ কামনা করছেন।
এ ব্যাপারে অভিযুক্ত তহমিনা বেগমের মোবাইল নং ০১৭১৬৪৮২৪৯৮ নাম্বারে একাধিক বার যোগাযোগ করলেও ফোন রিসিভ করেনি।