শুক্রবার ● ১৮ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » ঢাকা » শরীফ উদ্দিন এর চাকুরীচ্যুতি দূর্নীতির বিরুদ্ধে দুদকের নৈতিক অবস্থানকে ধ্বংস করেছে
শরীফ উদ্দিন এর চাকুরীচ্যুতি দূর্নীতির বিরুদ্ধে দুদকের নৈতিক অবস্থানকে ধ্বংস করেছে
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, সরকার ‘দুষ্টের দমন ও শিষ্টের পালন’ এর পরিবর্তে উল্টো পথে হাঁটছে এবং দূর্নীতিবাজ ও দূর্বৃত্তদের প্রধান আশ্রয় কেন্দ্রে পরিনত হয়েছে। এর সর্বশেষ প্রমান হচ্ছে দুদকের উপসহকারী পরিচালক শরীফ উদ্দিন এর চাকুরীচ্যুতি এবং তার প্রাণনাশের হুমকি।
শরীফ উদ্দিন এর চাকুরীচ্যুতিকে রীতিমতো অবিশ্বাস্য ঘটনা হিসেবে আখ্যায়িত করে তিনি বলেন, চিহ্নিত দূর্নীতিবাজ, অবৈধ দখলদার ও লুটেরা মাফিয়াদের পক্ষে অবস্থান নিয়ে দুদক এক কলংকিত নজির স্থাপন করেছে।এই ঘটনা দূর্নীতির বিরুদ্ধে দুদকের ন্যুনতম নৈতিক অবস্থানকে ধ্বংস করেছে।
তিনি ক্ষোভের সাথে উল্লেখ করেন, সরকার একদিকে দূর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স এর কথা বলছে,আর অন্যদিকে দূর্নীতিবাজ মাফিয়া সন্ত্রাসীদেরকে কোলেপিঠে করে বড় করে তুলছে।
তিনি বলেন, দূর্নীতিকে সরকার তার শাসনের সংস্কৃতিতে পরিনত করেছে। তিনি দূর্নীতি ও দূর্বৃত্তায়নের বিরুদ্ধে গণপ্রতিবাদ - গণসংগ্রাম জোরদার করার আহবান জানান।
আজ বিকালে পার্টির ঢাকা মহানগর কমিটির সভায় তিনি উপরোক্ত বক্তব্য রাখেন।
মহানগর কমিটির সভাপতি আকবর খান এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় আরও বক্তব্য রাখেন পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী,কমিটির সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন মোশতাক, কামরুজ্জামান ফিরোজ, মোহাম্মদ সালাউদ্দিন, জোনায়েদ হোসেন, মোহাম্মদ রিয়েল, মোহাম্মদ কাঞ্চন মিয়া ও সালাউদ্দিন আহমেদ প্রমুখ।