সোমবার ● ২১ মার্চ ২০১৬
প্রথম পাতা » খাগড়াছড়ি » মাটিরাঙ্গায় শিক্ষকের চাঁদাবাজির সংবাদ প্রকাশ করায় প্রতিবেদকের বিরুদ্ধে বিবাদীর নোটিশ
মাটিরাঙ্গায় শিক্ষকের চাঁদাবাজির সংবাদ প্রকাশ করায় প্রতিবেদকের বিরুদ্ধে বিবাদীর নোটিশ
মাটিরাঙ্গা প্রতিনিধি :: (২১ মার্চ ২০১৬ : বাংলাদেশ সময় দুপুর ২.১০মিঃ) সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকমসহ অনলাইন মিডিয়া ও প্রিন্ট মিডিয়ায় মাটিরাঙ্গা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেকের বিরুদ্ধে চাঁদাবাজি অভিযোগ শীর্ষক সংবাদ প্রকাশিত হওয়ায় মাটিরাঙ্গার কিছু সংখ্যাক শিক্ষক সাংবাদিকের বিরুদ্ধে ক্ষোভের জানিয়ে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আবেদন করেছে ৷
সংবাদে অভিযুক্ত শিক্ষক আব্দুল মালেকের বদলে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি-মাটিরাঙ্গা এর সভাপতি মো. এরশাদ আলীসহ ৭৬ জন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষিকা স্বাক্ষরিত একটি তাদের ভাষায় অভিযোগপত্র দায়ের করা হয়েছে প্রতিবেদক অন্তর মাহামুদের বিরুদ্ধে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহীর কার্যালয়ে ৷
এ নিয়ে শহর জুড়ে চলছে চায়ের কাপে ঝড় ৷ অভিযোগপত্র আমলে নিয়ে সংবাদে প্রকাশিত বিষয়টি তদন্তেরর জন্য মাটিরাঙ্গা উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডা: আসাদুজ্জামানকে প্রধান করে এক সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে ৷
গঠন করা তদন্ত কমিটি প্রধান ডা: আসাদুজ্জামান, উপজেলা নির্বাহী অফিসার, মাটিরাঙ্গা,স্মারক নং- ০৫.৪২.৪৬৭০.০০৭.০০০০.০২১.২০১৬-১১২৩ তারিখ ১৬.০৩.২০১৬ খ্রি: সুত্রে গত ২০.০৩.২০১৬ইং তারিখে স্মারক নং-ইউএলও/মাটি/খাগড়া/২০১৬/৫৮(৭) মূলে সরেজমিনে তদন্তের স্বার্থে শুনাণীতে উপস্থিত থাকার জন্য প্রকাশিত সংবাদের প্রতিবেদককে অনুরোধ করেছেন ৷
সুত্রে জানা গেছে, উপজেলা প্রশাসন কর্তৃক গঠনকরা তদন্ত কমিটির তদন্ত প্রতিবেদন প্রশাসনিক ভাবে ব্যবস্থা গ্রহনের জন্য কর্তৃপক্ষের বরাবরে উপস্থাপন করা হবে ৷