সোমবার ● ২১ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » ময়মনসিংহ » ভালুকায় তালাবদ্ধ ঘরে আগুনে পুড়ে শিশু তিন ভাইবোনের মৃত্যু
ভালুকায় তালাবদ্ধ ঘরে আগুনে পুড়ে শিশু তিন ভাইবোনের মৃত্যু
ময়মনসিংহ প্রতিনিধি :: ময়মনসিংহের ভালুকায় তালাবদ্ধ বসতঘরে আগুনে পুড়ে শিশু তিন ভাইবোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রবিবার ২০ ফেব্রুয়ারি রাত সোয়া ৯টার দিকে ভালুকা উপজেলার সিডস্টোর উত্তর বাজার এলাকায় ভয়াবহ এ অগ্নিকান্ডে মর্মান্তিক এ ঘটনা ঘটে।
নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলার দ্বীপশূন্য গ্রামের বাসিন্দা সুমন মিয়ার নিহত সন্তানরা হলো-শিশু বড় মেয়ে খাদিজা (৫), ছোট ময়ে রাদিয়া (২) ও ছেলে রায়হান (৩)।
সুমন মিয়া ভালুকা উপজেলার সিডস্টোর উত্তর বাজার এলাকার সৌদি প্রবাসী শহিদ মিয়ার বাসায় ভাড়াটিয়া হিসেবে থেকে স্ত্রী সন্তান নিয়ে বসবাস করে নিজে টেইলারিং ট্রেনিং সেন্টারে এবং তার স্ত্রী মদিনা বেগম স্থানীয় ক্রাউন ফ্যাক্টরীতে হেলপার হিসেবে চাকরী করেন।
স্থানীয়রা জানান, রাতে কে বা কারা আতশবাজি করে এবং তা থেকেও আগুনের সূত্রপাত হতে পারে।আর শিশু তিনটিকে ঘরে তালাবন্ধ রেখে তার মা মদিনা বেগম বাইরে গিয়েছিলেন।
নিহত শিশুদের মা মদিনা বেগম বলেন, সন্তানদের বাসায় রেখে অফিসে চলে যাই। আগুনের খবর পেয়ে বাসায় এসে সন্তানদের লাশ পেয়েছি। তবে শিশুদের বাবা কোন কথা বলতে পারেনি।
ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আল মামুন এ বিষয়টি নিশ্চিত করেছেন।
আল মামুন জানান, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এরপর সমস্ত ঘরে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এ ঘটনায় ৫টি পরিবারের সব কিছু পুড়ে গিয়ে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এর মধ্যে বড়ক্ষতি তিন সহোদরের মর্মান্তিক মৃত্যু!
ভালুকা থানার ওসি কামাল হোসেন বলেন, আগুন লাগার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে হাজির হয়েছি। প্রাথমিক ভাবে একটি অপমৃত্যু মামলা রুজু হবে। শিশুদের বাবা কোন ধরনের মামলা করবে না বিধায় বিনা ময়নাতদন্তে মরদেহ স্বজনদের কাছে হস্তন্তর করা হবে।
ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা খাতুন জানান, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। সার্বিক বিষয়ে খোঁজ খবর নেয়া হচ্ছে।
এদিকে অগ্নিকান্ডের ঘটনার পরপরই ঘটনাস্থলে ছুটে আসেন হবিরবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. তোফায়েল আহমেদ বাচ্চু, ভালুকা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, স্থানীয় সংসদ সদস্য কাজিম উদ্দিন আহমেদ ধনু।