সোমবার ● ২১ মার্চ ২০১৬
প্রথম পাতা » অপরাধ » গাইবান্ধায় পুলিশি হেফাজতে ইরানের তিন নাগরিক
গাইবান্ধায় পুলিশি হেফাজতে ইরানের তিন নাগরিক
রাজেশ বাসফোর,গাইবান্ধা প্রতিনিধি:: ভ্রমণে এসে গণধোলাইয়ের শিকার হলেন ইরানের তিন নাগরিক৷ গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানা পুলিশ তাদের উদ্ধার করে হেফাজতে নেয়৷ রোববার রাত সাড়ে ৯টার দিকে গোবিন্দগঞ্জ পৌর শহরের ইসলামী ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে৷প্রত্যক্ষদর্শীরা জানান, ইসলামী ব্যাংক গোবিন্দগঞ্জ শাখার সামনে দাড়িয়ে থাকা তিন ইরানি নাগরিকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে ক্ষুদ্ধ হয়ে ওঠেন স্থানীয় কতিপয় লোকজন৷ এক পর্যায়ে তারা ওই তিন ইরানিকে গণধোলাই দেন৷
গোবিন্দগঞ্জ থানার ডিউটি অফিসার এএসআই আব্দুল খালেক জানান, খবর পেয়ে বিক্ষুব্ধ জনতার রোষানল থেকে তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসা হয় ৷ তবে তাত্ক্ষনিকভাবে তাদের নাম ঠিকানা জানাতে পারেননি তিনি৷
স্থানীয় সূত্রে জানা যায়, তিনজন ইরানি বেশ কয়েকদিন আগে বাংলাদেশে ভ্রমণে আসেন৷ এরপর থেকে তারা এদেশের বিভিন্ন জেলা ভ্রমণ করছেন৷ এক পর্যায়ে গোবিন্দগঞ্জ উপজেলায় আসলে তাদের প্রতারক ভেবে কতিপয় লোকজন মারধর করেন৷ বেশ কয়েক মাস আগে অনুরূপ কয়েকজন মানুষ ইসলামী ব্যাংকের তৃতীয় তলায় এনজিও খুলে কয়েক লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে বলে মনে করছেন স্থানীয়রা৷
বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ওসি মোজাম্মেল হক জানান, ওই তিন ইরানিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে৷ জিজ্ঞাসাবাদে তারা প্রতারণার সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করেছেন৷