রবিবার ● ৬ মার্চ ২০২২
প্রথম পাতা » ঝালকাঠি » বদলে যাচ্ছে ঝালকাঠি সদর হাসপাতাল : রোগীর প্রেসক্রিবশনের ছবি তোলা বন্ধ
বদলে যাচ্ছে ঝালকাঠি সদর হাসপাতাল : রোগীর প্রেসক্রিবশনের ছবি তোলা বন্ধ
গাজী মো.গিয়াস উদ্দিন বশির,ঝালকাঠি :: ঝালকাঠি সদর হাসপাতালে অপরিচ্ছন্ন পরিবেশ,ব্যবহার অনুপযোগী টয়েলেট,বেড সংখ্যা অপ্রতুল,বিশুদ্ধ পানির অভাব এমনই অবস্থা ছিলো ঝালকাঠি সরকারি সদর হাসপাতালের। তবে হাসপাতালের নতুন তত্ত্বাবধায়ক ডা: এইচ এম জহিরুল ইসলামের প্রচেষ্টায় বদলে যাচ্ছে হাসপাতালের এ চিত্র। সেবার মান বৃদ্ধি পাওয়ায় সন্তুষ্ট রোগী ও তাদের স্বজনরা। ফলে রোগী ও স্থানীয়দের মধ্যে দেখা দিয়েছে আশার আলো।
সরেজমিনে দেখা যায়,জনবল কম থাকলেও হাসপাতালে নিযুক্ত চিকিৎসক,নার্সসহ-কর্মচারীদের দায়িত্ব পালনের মাধ্যমে রোগীদের সেবার কার্যক্রম বৃদ্ধি পাচ্ছে।
হাসপাতালের ভেতরে-বাইরে ঝকঝকে-তকতকে। কোথাও ময়লা-আবর্জনা নেই। নেই কোন দুর্গন্ধ। চিকিৎসক,কর্মকর্তা-কর্মচারীরা সবাই সময়মতো হাসপাতালে আসেন। সরকারি হাসপাতাল নিয়ে রোগীদের যে বিস্তর অভিযোগ,তা এখন কমে এসেছে। নতুন বছরের শুরুতেই হাসপাতালটিতে আমূল পরিবর্তন এসেছে।
ডা: এইচ এম জহিরুল ইসলাম উক্ত হাসপাতালে একমাস হলো যোগদান করেছেন। যোগদানের পর থেকে হাসপাতালে সার্বিক চিকিৎসা ব্যবস্থায় পরিবর্তন এনেছেন। চিকিৎসক-নার্স ওয়ার্ড-বয়-আয়াসহ হাসপাতালের সকল বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালনের জন্য তদারকি করছেন।
ঝালকাঠি সদর হাসপাতালের সদ্য যোগদানকৃত ডা: এইচ এম জহিরুল ইসলাম এই প্রতিবেদককে বলেন,জেলা হাসপাতালে চিকিৎসাসেবা কার্যক্রমে শৃঙ্খলা ফিরিয়ে আনাই আমার প্রধান লক্ষ্য। সেই মোতাবেক কাজ করে যাচিছ। চিকিৎসক-কর্মকর্তা-কর্মচারী যাতে সময়মতো হাসপাতালে আসেন এবং সময়মতো কর্মস্থলে উপস্থিত থাকেন তা নিশ্চিত করার উদ্যোগ নিয়েছি। এ ব্যাপারে তিনি জিরো টলারেন্স নীতি নিয়ে কাজ করছেন বলে জানান। হাসপাতালে কোনো অনিয়ম পরিলক্ষিত হলে ব্যবস্থা নেবেন। হাসপাতালের শীর্ষ কর্মকর্তা এ চিকিৎসক আরো বলেন,হাসপাতালে স্যানিটেশন ব্যবস্থা, পয়নিস্কাশন ব্যবস্থাসহ সার্বিক বিষয় নিয়ে উর্ধ্বতণ কর্তৃপক্ষের সাথে আলোচনা করেছেন। কীভাবে ঝালকাঠি সদর হাসপাতালকে উন্নত মডেল হাসপাতালে রুপান্ত করাযায় এসব বিষয় নিয়ে রবিবার সকাল ৯টায় হাসপাতালের বার্হিবিভাগের ড্রেনেজসহ সার্বিক বিষয়ে পরিদর্শন করেন।
এ সময় সাংবাদিকদের সাথে আলাপকালে ঝালকাঠি হাসপাতালের সাধারণ রোগীদের অনেক দিনের দাবি। বিভিন্ন ওষুধ কোম্পানির প্রতিনিধিরা রোগীদের প্রেসক্রিবশনের ছবি মোবাইলে ধারণ করেন উক্ত ছবি তোলার কথা জানালে। ডা: এইচ এম জহিরুল ইসলাম বলেন,এটা অবশ্যই বন্ধ করতে হবে। আমি এ ব্যাপারে নোটিস বোর্ডে একটি নোটিস দিয়ে দেব। আমার হাসপাতালে কোন অনিয়ম চলবে না। তিনি আরো বলেন,মা বোন সকলের আছে? মহিলারা চিকিৎসার জন্য গোপন বিষয় নিয়ে ডাক্তারের কাছে আসে,সেই প্রেসক্রিবশনের ছবি তুলে বিভিন্ন কোম্পানির লোকের হাতে যায়, তাই ছবি তোলা বন্ধ করতে হবে। কোম্পানির প্রতিনিধিদের একটি নির্দিষ্ট সময় দেওয়া হবে সেই সময়ের মধ্যে তারা ডাক্তারদের সাথে সাক্ষাত করবেন। তিনি আরো বলেন,হাসপাতালের চিকিৎসাসেবাকে আরো উন্নত করার জন্য আমি চেষ্টা করছি। এক্ষেত্রে আন্তরিকতার কোন কমতি নেই।