রবিবার ● ৬ মার্চ ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » আঞ্চলিক দলের গোলাগুলির ঘটনায় সাঙ্গু নদীর চরে ৪ জনের গুলিবিদ্ধ লাশ
আঞ্চলিক দলের গোলাগুলির ঘটনায় সাঙ্গু নদীর চরে ৪ জনের গুলিবিদ্ধ লাশ
বান্দরবান প্রতিনিধি :: বান্দরবানে রুমা-রোয়াংছড়ি উপজেলা সীমানার নিকটবর্তী এলাকায় গত শনিবার রাতে পাহাড়ের অস্ত্রধারী সন্ত্রাসী গ্রুপের মধ্যে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় রবিবার ৬ মার্চ সকাল ১১ টায় রোয়াংছড়ি উপজেলার ঘেরাও মুখ এলাকার সাঙ্গু নদীর তীরে চার জলের গুলিবিদ্ধ লাশ পাওয়া যায়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গত শনিবার রোয়াংছড়ির তালুকদার পাড়ার কাছে নোয়াপাড়া এলাকায় পাহাড়ের আঞ্চলিক সংগঠন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (পিসিজেএসএস-মূল) দলের সদস্য অনুমং মারমা (৪৫) কে হত্যা করে লাশ নিয়ে যায় প্রতিপক্ষ সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ। পরে এ ঘটনায় পিসিজেএসএস মূল দলের সশস্ত্র গ্রুপ শনিবার রাতে রুমার পাইন্দু এলাকায় অপর গ্রুপে উপর হামলা চালিয়ে তাদের লাশ নৌকায় করে এনে রোয়াংছড়ির ঘেরাও মুখ এলাকার নদীর পাড়ে ফেলে যায়।
ঘটনার বিষয়টি নিশ্চিত করে বান্দরবানের পুলিশ সুপার জেরিন আখতার বলেন, রুমার পাইন্দু ইউনিয়নে সশস্ত্র সন্ত্রাসীর দুই পক্ষের মধ্যে গোলাগুলির খবর শুনেছি। তবে কারা এই গোলাগুলির ঘটনায় জড়িত এটি জানা যায়নি। পরে সকালে রোয়াংছড়ির ঘেরাও মুখের নদীর চরে ৪ জনের গুলিবিদ্ধ লাশ পড়ে আছে এমন তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানা যাবে বলে তিনি জানান।