বুধবার ● ৯ মার্চ ২০২২
প্রথম পাতা » খাগড়াছড়ি » পানছড়িতে বিদেশী পিস্তলসহ ইউপিডিএফ’র সদস্য আটক
পানছড়িতে বিদেশী পিস্তলসহ ইউপিডিএফ’র সদস্য আটক
খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ির পানছড়িতে সেনাবাহিনী অভিযান চালিয়ে বিদেশী তৈরী পিস্তল, বুলেটসহ ‘ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ-মুল) এর চাঁদা কালেক্টর স্বপন চাকমা (৪০) কে আটক করেছে।
বুধবার ৯ মার্চ দুপুরে পানছড়ি সড়কের গিরিফুল এলাকায় ৩০বীর খাগড়াছড়ি সেনা বাহিনীর টহল দল গোপন সংবাদের ভিত্তিতে ক্যাপ্টেন রাফিদ-ই-মাওলা সাকিব এর নেতৃত্বে হাতে নাতে তাকে আটক করে।
এ সময় তারা কাছ থেকে বিদেশী তৈরী ১টি পিস্তল, ৩রাউন্ড বুলেট, ১টি ম্যাগজিন, নেশা জাতীয় ঔষধ ও আদায়কৃত চাঁদার ৩’শ ৭৫টাকা উদ্ধার করা হয়।
সে খাগড়াছড়ি জেলা সদরের সাত ভাইয়াপাড়া এলাকার সন্তুষ বিকাশ চাকমার ছেলে।
আটককৃত ব্যক্তি ২০১৬সাল থেকে পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন মুলের সাথে জড়িত বলে জানা গেছে।
মানিকছড়িতে যুবককে কুপিয়ে জখম
খাগড়াছড়ি :: খাগড়াছড়ির মানিকছড়ি বাজার থেকে বাড়ি ফেরার পথে সন্ত্রাসী হামলায় এক যুবক রক্তাক্ত হয়েছেন।
জানা যায়, মঙ্গলবার (৮ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার হাফছড়ি, নতুন পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহত রিপ্রুচাই মারমা(৩৫) ওই এলাকার মৃত রেম্রাচাই মারমার ছেলে। বাজার থেকে বাড়ি ফেরার পথে পিছন দিক থেকে তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপ দিয়ে পালিয়ে যায় অজ্ঞাত ২/৩ জন স্ব-গোত্রীয় যুবক। এতে রিপ্রুচাই এর আত্মচিৎকারে লোকজন এগিয়ে এসে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
চিকিৎসক ডা. মহি উদ্দীন আহতের পিঠে একাধিক সেলাই দিয়ে জানান, আহত যুবকের পিঠে বড় আকারে কেটে গেছে। তাকে পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।
মানিকছড়ি থানার ওসি মোহাম্মদ শাহনূর আলম জানান, ঘটনার বিষয়ে জানতে পুলিশ হাসপাতালে আহত যুবকের নিকট গিয়েছে।
মানিকছড়িতে জীপ গাড়ীর চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু
খাগড়াছড়ি :: খাগড়াছড়ির মানিকছড়িতে চাঁদের গাড়ীর চাকায় পিষ্ট হয়ে রাব্বি (৬) নামে এক শিশুর মৃত্যু ঘটেছে। শিশুটির
অকাল মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছাঁয়া।
বুধবার ৯ মার্চ বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার যোগ্যাছোলা ইউনিয়নের খাড়িছড়া মাস্টারপাড়া এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে।
জানা যায়, মো. ইদ্রিস মিয়ার কনিষ্ঠ পুত্র মো. রাব্বি হোসেন (৬) প্রতিবেশী দিদার মিয়ার বাড়িতে থেমে থাকা চাঁদের (জীপ) গাড়ীতে উঠে অন্য শিশুদের সাথে খেলা করছিল। এসময় দিদার মিয়া জীপ গাড়িটি চালানোর সময় অসাবধানতায় শিশুটি লাফিয়ে পড়ে চাকায় পিষ্ট হলে ঘটনাস্থলেই মৃত্যু ঘটে।
মানিকছড়ি থানার ওসি মোহাম্মদ শাহনূর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গাড়ীর চাকায় শিশু পিষ্ট হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে পারিবারিক অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।