শিরোনাম:
●   বিনা প্রয়োজনে রেললাইন স্টেশন স্থাপনে অর্থ লুটপাট : রেল উপদেষ্টা ●   ভোটের অধিকার প্রতিষ্ঠা করা নির্বাচন কমিশনের পবিত্র দায়িত্ব ●   গাজীপুরে ঝুঁকিপূর্ণ রেলক্রসিংয়ে ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন ●   ঘোড়াঘাটে কারাবরণকৃত নেতাকর্মীদের সাথে বিএনপির মতবিনিময় ●   নবীগঞ্জে পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার ●   নতুন নির্বাচন কমিশন নাসির উদ্দীন ●   আত্রাইয়ে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে দন্ত চিকিৎসকের ভুল চিকিৎসায় গুরুতর অসুস্থ রোগী ●   যমুনা রেলওয়ে সেতুর দ্বার উন্মোচন হতে যাচ্ছে : নির্মাণে ৫০ কোটি টাকা সাশ্রয় ●   ঘুষ-দুর্নীতির অভিযোগে পুলিশ পরিদর্শক শামছুল আলমের বিরুদ্ধে মামলা ●   মিরসরাইয়ে বিশ্ব শিশু দিবস উদযাপন ●   চুয়েটে রিসার্চ বেজড টিচিং-লার্নিং ফর ইঞ্জিনিয়ারিং এডুকেশন ইন বাংলাদেশ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত ●   আঞ্চলিক পরিষদ পুনর্গঠনের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ ●   ঈশ্বরগঞ্জে মাদক ব্যাবসায়ী সহ গ্রেফতার-৫ ●   বঞ্চিত ৪ উপজেলার প্রতিনিধি অন্তর্ভুক্তির দাবিতে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি ●   রাউজানে যে হাটে বিক্রি হয় মানুষ ●   ছাত্র-জনতার সংগ্রাম পরিষদের ৪৭ সদস্যের কেন্দ্রীয় সংগ্রাম কমিটি গঠিত ●   নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে ‘দ্য হিন্দু’কে ড. ইউনূস ●   মুক্তিপণ আদায়ের পর মিথ্যা মামলা, দিশেহারা প্রবাসী পরিবার ●   পাইন্দং সংঘারাম বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান অনুষ্ঠান সম্পন্ন ●   ঈশ্বরগঞ্জে গণধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার ●   চুয়েটে ‘উচ্চশিক্ষা ও গবেষণা কমিটি’র ৪৬তম সভা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে ব্রি ধান ৮৭ সম্প্রসারণে মাঠ দিবস অনুষ্ঠিত ●   কুষ্টিয়ায় ছাত্রীর সাথে অনৈতিক কাজে লিপ্ত থাকায় ধরা খেল শিক্ষক হেলাল ১১ লাখে দফারফা ●   শ্রেষ্ঠ যুব সংগঠন সম্মাননা অর্জন করলো মিরসরাইয়ের দুর্বার প্রগতি সংগঠন ●   চুয়েটে শিমুল স্মৃতি আন্তঃঅনুষদ ফুটবল টুর্নামেন্ট শুরু ●   ঈশ্বরগঞ্জে চোরাই মোটরসাইকেলসহ দুই চোর আটক ●   নবীগঞ্জে মুক্তিযোদ্ধা ক্ষিতিশ চন্দ্র দাসের পরলোকগম রাষ্ট্রীয় মর্যাদা প্রদান ●   বাজার নিয়ন্ত্রণে সমন্বিত পদক্ষেপ গ্রহণের আহবান ●   রত্ন সাংবাদিকে ভূষিত হওয়াতে একেএম মকছুদ আহমেদকে সিএইচটি মিডিয়া পরিবারের অভিনন্দন
রাঙামাটি, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩১



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২২ মার্চ ২০১৬
প্রথম পাতা » অপরাধ » রাঙামাটিতে হাসপাতালের জায়গা অবৈধভাবে দখল করে দোকান নির্মাণ
প্রথম পাতা » অপরাধ » রাঙামাটিতে হাসপাতালের জায়গা অবৈধভাবে দখল করে দোকান নির্মাণ
মঙ্গলবার ● ২২ মার্চ ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাঙামাটিতে হাসপাতালের জায়গা অবৈধভাবে দখল করে দোকান নির্মাণ

---

ষ্টাফ রিপোর্টার :: (২২ মার্চ ২০১৬ :বাংলাদেশ সময় রাত ৮.২০মিঃ) পর্যটন শহর হিসেবে খ্যাত পার্বত্য জেলা রাঙামাটির নাম শুনলে যেকোন সৌন্দর্য প্রিয় মানুষকে কাছে টানে৷ ছিমছাম ছোট শহর, চারদিকে ঘিরে আছে এশিয়ার বৃহত্তম লেক কাপ্তাই লেক ৷ কিন্তু এই শহরের ঐতিহ্য আর আগের মত নেই৷ একদিকে রাজনৈতিক সঙ্কট অন্যদিকে সৌন্দর্য রক্ষায় প্রশাসনের বিমাতা সুলভ আচরন আর অবৈধ স্থাপনায় ভরে গেছে পুরো শহর৷ কয়েকবছর আগেও শোনা যেত অমুকের জায়গা তমুক দখল করেছে, জায়গা দখলকে কেন্দ্র করে সংঘর্ষ ইত্যাদি ইত্যাদি৷ যেন জায়গা দখলের হিড়িক পড়েছে৷ ব্যক্তি মালিকানাধীন জায়গা থেকে শুরু করে সরকারী জায়গায় পর্যন্ত খলদারদেরই দৌড়াত্য৷ কিন্তু এই কয়েক বছরে সেইসব দখলদারদের বিরুদ্ধে কোন প্রকার কঠোর পদক্ষেপ গ্রহণ না করাতে দখলবাজি একটা ভয়ানক ছোঁয়াসে রোগ হয়ে গেছে, তাই হয়তো বর্তমানে প্রশাসন বা কর্তৃপক্ষও পর্যন্ত তাদের কীর্তিকান্ডে ঘুমের ভান করে থাকে৷
কিছু দিন আগে আমরা বলেছিলাম রাঙামাটির ভেদভেদী ও কলেজ গেইট এলাকার সড়ক ও জনপথ বিভাগের সরকারী জায়গা দখল এবং কাপ্তাই লেকের জায়গা দখল নিয়ে৷ এবার বলতে হচ্ছে রাঙামাটি পার্বত্য জেলার একমাত্র হাসপাতাল রাঙামাটি সদর হাসপাতালের চলাচলে রাস্তা সরকারী জায়গা দখল নিয়ে৷
রাঙামাটি সদর হাসপাতালের সড়কটি জরুরী রোগীবাহী গাড়ি চলাচলের জন্য প্রসস্থ থাকা অত্যান্ত প্রয়োজন কিন্তু অবৈধ দখলদারদের সড়কের জায়গা দখলের কারনে হাসপাতাল সড়কটি সরু হয়ে গেছে৷
চট্টগ্রাম - রাঙামাটি প্রধান ডাকঘর থেকে ক্ষুদ্র ও কুটির শিল্প (বিসিক)পর্যন্ত মাঝখানে হাসপাতাল গেইট থেকে হাসপাতাল পর্যন্ত জায়গাটি হাসপাতালের কর্তৃপক্ষের৷ যা গণপুর্ত বিভাগ হাসপাতাল কর্তৃপক্ষের জন্য হুকুম দখল করে আজ থেকে ৩০ বছর আগে৷ চট্টগ্রাম - রাঙামাটি প্রধান সড়ক থেকে হাসপাতালে প্রবেশের যে সড়কটি রয়েছে তার দুই দিকে অবৈধ স্থাপনা তো আছেই, এখন নতুন করে শুরু হয়েছে অবৈধ স্থাপনা গড়ে তোলার জায়গা দখলদারি৷ হাসপাতালে আসার পথে বাম দিকে মিনতি ফার্মেসীর বিপরীতে যে নতুন করে বহুতল ভবন নির্মান করা হচ্ছে বিল্ডিংয়ের সাথে লাগোয়াভাবে রাস্তার জায়গা দখল করে গড়ে তোলা হচ্ছে নতুন ভাবে দোকানপাট৷
এই জায়গার পূর্বের মালিক ঠিকাদার মিজানুর রহমান জানান, যেখানে দোকান ঘর নির্মান করা হচ্ছে সেই জায়গাটি আমি বিক্রি করি নাই এবং জায়গাটি আমার সীমানা প্রাচীরের ভিতরে কখনো ছিলনা, জায়গাটি হাসপাতাল কর্তৃপক্ষের৷ কেউ বেআইনীভাবে হাসপাতালের জায়গা অবৈধবাবে দখল করলে তারা আইনী ব্যবস্থা নিতে পারেন, এতে আমার বলার বা করার কিছু নেই৷
এসব অবৈধ দোকান গড়ে ওঠা বিষয়ে হাসপাতালের আবাসিক চিকিত্‍সক (আরএমও) ডা. মং ক্যা শিং বলেন, আমি খেয়াল করি নাই, একটু সরেজমিনে দেখতে হবে৷
গণপুর্ত বিভাগ কোন জায়গা বা স্থাপনা করে দেয়ার পরবর্তী যদি কোন বেআইনী বা অবৈধ দখলদার জায়গা দখল করে সেক্ষেত্রে গণপুর্ত বিভাগের কোন ভুমিকা আছে কিনা এবিষয়ে জানতে রাঙামাটি গণপুর্ত বিভাগের উপ বিভাগীয় প্রকৌশলী জহির রায়হানের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, আমাদের গণপুর্ত বিভাগের জায়গা হলে অবশ্যই আইনী ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে৷ উচ্ছেদ অভিযান পরিচালনা করে আমরা জায়গা অবৈধ দখলমুক্ত করতে পারি৷
হাসপাতালে আসার পথে বাম দিকে মিনতি ফার্মেসীর বিপরীতে যে নতুন করে বহুতল ভবন নির্মান করা হচ্ছে বিল্ডিংয়ের সাথে লাগোয়াভাবে রাস্তার জায়গা দখল করে নির্মানাধীন দোকান ঘরের বিষয়ে জহির রায়হান বলেন, অতিসম্প্রতি আমি ওখানে যায়নি তাই বিষয়টি জানিনা, তবে আমি কালকেই সরেজমিনে গিয়ে দেখবো৷ আমাদের গণপুর্ত বিভাগের জায়গা যদি কেউ অবৈধভাবে দখল করে আমরা অবশ্যই আইনী ব্যবস্থা নেবো৷
বিভিন্ন সময় আমরা বিভিন্ন কর্তা ব্যক্তিদের এমন “দেখবো” জাতীয় আশ্বাস পাই ঠিক, কিন্তু বাস্তবে রুপদানে কোন যথাযত পদক্ষেপ না থাকার কারণে আজ রাঙামাটিতে এত অবৈধ জায়গা দখলদারিত্ব প্রথা গড়ে তোলা হয়েছে৷ আর এইসব অবৈধ দখলদারিত্বের সব বিষয়ে জ্ঞাত থাকার পরও স্থানীয় রাজনৈতিক নেতাদের ভুমিকা নিয়েও জনমনে প্রশ্ন৷
পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে বিশেষ করে জেলা শহর গুলিতে প্রত্যেকদিন প্রশাসনের নাকের ডগায় অবৈধ স্থাপনা গড়ে উঠছে৷ নিরপেক্ষ থেকে প্রশাসনের পক্ষ থেকে কোন তড়িত্‍ পদক্ষেপ না থাকার কারণে এই দখলদারেদের দুঃসাহস এতদুর গড়িয়েছে৷ যেকোন অবৈধ স্থাপনা গড়ে তুলতে সময় লাগে, উপযুক্ত সময়ের মধ্যে প্রশাসন যদি তাত্‍ক্ষনিক পদক্ষেপ নিতো দখলদারেরা অবৈধ স্থাপনা গড়ে তুলতে পারতো না৷ অবৈধ স্থাপনা গড়া হয়ে গেলে অবৈধ দখলদারেরা জায়গার মালিক হয়ে যায়৷ আমরা অবৈধ দখলদারির বিষয়ে সমতলের উদাহরণ দিতে পারি , সমতলে অবৈধভাবে জায়গা দখলের সাহস তো অনেক দুরের কথা, একটা ইটও অথবা অবৈধভাবে কেউ খুটি স্থাপন করে তার অবস্থা কি হবে সেটা কারোরই অজানা নয়৷ আর স্থানীয় রাজনৈতিক নেতারা সবকিছু জেনেও মুখে কুলুপ এটে বসে থাকেন আর নাকে তেল দিয়ে ঘুমান৷
রাঙামাটি শহরের ম্যাজিষ্ট্রেট কলেনীর সামনে থেকে প্রাইমারী টিচার্স ট্রেনিং ইনষ্টিটিউট(পিটিআই) এর রাস্তার দুই পাশে গড়ে তোলা অবৈধ স্থাপনার কারণে গুরুত্বপুর্ণ এই রাস্তাটি বন্ধ হওয়ার উপক্রম৷ প্রাইমারী টিচার্স ট্রেনিং ইনষ্টিটিউট এলাকার পরিবেশ দেখে মনে হয় অবৈধ স্থাপনা গড়ে তোলার প্রতিযোগীতায় নেমেছে অবৈধ দখলদারেরা৷ তবুও প্রশাসনের কর্তারা প্রশ্ন করেন কোথায় হচ্ছে অবৈধ দখল? নির্দিষ্ট করে দেখিয়ে দেন৷ দেখিয়ে দিলে “ধন্যবাদ” দেন৷
বিষয়টি নিয়ে স্থানীয় একজন সাংবাদিক ক্ষুব্ধ হয়ে বলেন, প্রশাসনের কর্তা ব্যক্তিদের উচিত্‍ বেশি করে কচু শাক খাওয়া, এতে চোখের জ্যোতি বাড়বে, চোখের সামনে সব পরিষ্কার দেখবেন৷
উল্লেখ্য, সেতু ও সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের গত ১৬ মার্চ থেকে দেশব্যাপী জেলা, আন্তঃজেলা সড়ক ও মহাসড়কের দুই পাশে যত অবৈধ দোকানপাট ও স্থাপনা রয়েছে সেগুলো উচ্ছেদের ঘোষণা দেন৷ রাঙামাটিতে এ কার্যক্রম পরিচালনা বা রাস্তার দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদের কোন উদ্যোগ গ্রহণ করে নাই সড়ক ও জনপথ বিভাগ ৷
এব্যাপারে রাঙামাটি সড়ক বিভাগের উচ্চমান সহকারী আমির হোসেন বলেন, এবিষয়ে আমি কিছুই জানিনা৷





আর্কাইভ