রবিবার ● ২০ মার্চ ২০২২
প্রথম পাতা » খাগড়াছড়ি » শান্তি ও অস্ত্রবাজি একত্রে অসম্ভব : মাহবুব উল আলম হানিফ
শান্তি ও অস্ত্রবাজি একত্রে অসম্ভব : মাহবুব উল আলম হানিফ
খাগড়াছড়ি প্রতিনিধি :: পার্বত্য চট্টগ্রামে সরকারের ধারাবাহিক উন্নয়নের সুফল পেতে সকলের অংশগ্রহণ জরুরী। শান্তি, উন্নয়ন প্রত্যাশা ও অস্ত্রবাজি একসাথে সম্ভব নয় জানিয়ে পাহাড়ের সশস্ত্র সংগঠন গুলোকে অস্ত্র পরিহারের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
তিনি আরোও বলেন, বিএনপি গণতন্ত্রের নামে আন্দোলন করে জনগণকে তাদের দুঃশাসন ভুলানোর চেষ্টা করছে। পদ্মা সেতু, কর্ণফুলী টানেল, পায়রা সমুদ্র বন্দর, মেট্রো রেল সহ মেগা প্রকল্পের মতো উন্নয়নে বর্তমান আওয়ামী লীগ সরকারের কাছে পরাজয় নিশ্চিত জেনে বিএনপি জামায়াতের অস্তিস্ত্ব বিলীন হওয়ার শঙ্কায় নির্বাচন নিয়ে অবান্তর প্রশ্ন তুলছে।
রবিবার ২০ মার্চ দুপুরে খাগড়াছড়ি সরকারি কলেজ মাঠে জেলা আওয়ামীলীগের তৃণমূল প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরার সভাপতিত্বে সমাবেশে বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম, কেন্দ্রীয় সদস্য দীপংকর তালুকদার এমপি বক্তব্য রাখেন।
এর আগে জেলা-উপজেলার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা মিছিলে মিছিলে সভাস্থলে আসতে থাকেন।
মানিকছড়িতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
খাগড়াছড়ি :: খাগড়াছড়ি পার্বত্য জেলার মানিকছড়ির তিনটহরী ইউনিয়নের বড়ডলু এলাকা থেকে ৬৩পিস ইয়াবাসহ মোঃ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে যৌথবাহিনী।
জানা যায়, শনিবার ১৯ মার্চ সকালে পুলিশ ও সেনাবাহিনীর একটি যৌথ টিম গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বড়ডলু এলাকায় অভিযান পরিচালনা করে।
এসময় বড়ডলু এলাকার বাসিন্দা মো. চারু মিয়ার ছেলে মাদক ব্যবসায়ী মো. বিল্লাল হোসেনকে ৬৩পিস ইয়াবাসহ আটক করা হয়।
মানিকছড়ি থানার ওসি মো. শাহনূর আলম জানান, আটককৃত আসামী বিল্লাল হোসেনের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে। তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
শহরবাসীর অভিশাপ অবৈধ টমটম
খাগড়াছড়ি :: খাগড়াছড়ি শহরবাসীর দুর্ভোগের পাশাপাশি মরণ ফাঁদে পরিণত হয়েছে অবৈধ ও ফিটনেসবিহীন টমটম।
লাইসেন্স বিহীন, গাড়ি চলানোয় অনোভিজ্ঞ, অল্প শিক্ষিত ও শিশু চালকদের কারনে খাগড়াছড়ি শহরবাসীর জন্য দিন দিন ভয়ংকর জীবনঘাতী দানব হয়ে উঠছে টমটম। প্রতিদিন কোন না কোন ভাবে টমটম নামক এই ব্যাটারী চালিত গাড়ির ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়ে জীবনহানিসহ পঙ্গুত্বের শিকার হচ্ছে নিরীহ পথচারী।
পৌরসভা দেড় হাজার টমটমকে টোকেন দিলেও বাস্তবে চলছে ৫হাজারের বেশী টমটম। এতে করে সরকারও বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হওয়ার পাশাপাশি শহরে দেখা দিচ্ছে তীব্র যানজট।
খাগড়াছড়ি শহরবাসীর জন্য অভিশাপ হয়ে দাড়িয়ে অবৈধ টমটম।
জানা গেছে, খাগড়াছড়ি শহরে চলাচলরত টমটমের কোন চালকেরই প্রশিক্ষণ নেই। ফলে তারা মানছে না গাড়ি চালানোর নিয়াম কানুন। প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। এখনই টমটম নামক ঘাতকযানের লাগাম টেনে না ধরলে দুর্ঘটনার শিকার হয়ে অকালেই ঝরে পড়বে অসংখ্য তাজা প্রাণ।
টমটম চালক, মো. ফারুক জানান, পৌরসভাকে ট্যাক্স দিয়ে আমরা ১৭শত চালক লাইন্সেস নিয়েছি। কিন্তু এখন দেখা যাচ্ছে পৌর শহরে ৫হাজারের বেশি টমটম চলছে।
ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর সুপ্রিয় দেব বলেন, অদক্ষ ও অপ্রাপ্ত টমটম চালকদের অসুস্থ প্রতিযোগিতার কারণে পৌর শহরে যানজটের পাশাপাশি দুর্ঘটনা ঘটছে।
খাগড়াছড়ি পৌরসভা সূত্রে জানা গেছে, খাগড়াছড়ি পৌরসভা থেকে ১৭শ টমটমকে টোকেন দেওয়া হলেও শহরে চলছে ৫হাজারের বেশি টমটম।
খাগড়াছড়ি পৌরসভার মেয়ার নির্মলেন্দু চৌধুরী টমটমের কারণে জনদুর্ভোগের কথা স্বীকার করে বলেন শহরকে যানজট মুক্ত করতে টমটম চালকদের মধ্যে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সকলের যৌথ উদ্যোগ প্রয়োজন।
জননিরাপত্তার স্বার্থে অবৈধ টমটম চলাচলে শৃঙ্খলা ফিরিয়ে আনার দাবী নাগরিক সমাজের।