শিরোনাম:
●   ঈশান তালুকদার মহামুনি বৌদ্ধ বিহারে গুরু আচারিয পূজা ও সংঘদান অনুষ্ঠান সম্পন্ন ●   নবীগঞ্জে মোবাইল চুরির হিড়িক ●   বাংলাদেশ রেলওয়ে কেন্দ্রীয় লোকোমোটিক কারখানায় জনবল সংকট ●   সালাউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যু বার্ষিকীতে মানুষের ঢল ●   মিরসরাইয়ে শান্তিনীড় বৃত্তি পেলো ১১৫ জন শিক্ষার্থী ●   বাংলাদেশের সকল সম্প্রদায়ের সাথে আমাদের সংযোগ বাড়াতে চাই : পার্বত্য উপদেষ্টা ●   বিনা প্রয়োজনে রেললাইন স্টেশন স্থাপনে অর্থ লুটপাট : রেল উপদেষ্টা ●   ভোটের অধিকার প্রতিষ্ঠা করা নির্বাচন কমিশনের পবিত্র দায়িত্ব ●   গাজীপুরে ঝুঁকিপূর্ণ রেলক্রসিংয়ে ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন ●   ঘোড়াঘাটে কারাবরণকৃত নেতাকর্মীদের সাথে বিএনপির মতবিনিময় ●   নবীগঞ্জে পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার ●   নতুন নির্বাচন কমিশন নাসির উদ্দীন ●   আত্রাইয়ে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে দন্ত চিকিৎসকের ভুল চিকিৎসায় গুরুতর অসুস্থ রোগী ●   যমুনা রেলওয়ে সেতুর দ্বার উন্মোচন হতে যাচ্ছে : নির্মাণে ৫০ কোটি টাকা সাশ্রয় ●   ঘুষ-দুর্নীতির অভিযোগে পুলিশ পরিদর্শক শামছুল আলমের বিরুদ্ধে মামলা ●   মিরসরাইয়ে বিশ্ব শিশু দিবস উদযাপন ●   চুয়েটে রিসার্চ বেজড টিচিং-লার্নিং ফর ইঞ্জিনিয়ারিং এডুকেশন ইন বাংলাদেশ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত ●   আঞ্চলিক পরিষদ পুনর্গঠনের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ ●   ঈশ্বরগঞ্জে মাদক ব্যাবসায়ী সহ গ্রেফতার-৫ ●   বঞ্চিত ৪ উপজেলার প্রতিনিধি অন্তর্ভুক্তির দাবিতে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি ●   রাউজানে যে হাটে বিক্রি হয় মানুষ ●   ছাত্র-জনতার সংগ্রাম পরিষদের ৪৭ সদস্যের কেন্দ্রীয় সংগ্রাম কমিটি গঠিত ●   নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে ‘দ্য হিন্দু’কে ড. ইউনূস ●   মুক্তিপণ আদায়ের পর মিথ্যা মামলা, দিশেহারা প্রবাসী পরিবার ●   পাইন্দং সংঘারাম বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান অনুষ্ঠান সম্পন্ন ●   ঈশ্বরগঞ্জে গণধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার ●   চুয়েটে ‘উচ্চশিক্ষা ও গবেষণা কমিটি’র ৪৬তম সভা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে ব্রি ধান ৮৭ সম্প্রসারণে মাঠ দিবস অনুষ্ঠিত ●   কুষ্টিয়ায় ছাত্রীর সাথে অনৈতিক কাজে লিপ্ত থাকায় ধরা খেল শিক্ষক হেলাল ১১ লাখে দফারফা
রাঙামাটি, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩১



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২৮ মার্চ ২০২২
প্রথম পাতা » কৃষি » বিশ্বনাথে পানির জন্য কৃষকের হাহাকার
প্রথম পাতা » কৃষি » বিশ্বনাথে পানির জন্য কৃষকের হাহাকার
সোমবার ● ২৮ মার্চ ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্বনাথে পানির জন্য কৃষকের হাহাকার

--- বিশ্বনাথ প্রতিনিধি :: প্রবাদ আছে- কৃষক বাঁচলে, বাঁচবে দেশ। কিন্তু পানি দিবস চলে গেলেও পানির জন্য হাহাকার করছেন সিলেটের বিশ্বনাথ উপজেলার হাজারও কৃষক।

চাষাবাদে আগ্রহ থাকলেও পানির অভাবে অনেক কৃষকরা কৃষিকাজ ছেড়ে জমি বর্গা দিয়েছেন। তবে বর্গা চাষিরাও জমি চাষাবাদে চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

শুধু চাষাবাদের জন্য নয়, খাবার পানিরও সংকট দেখা দিয়েছে। বর্তমানে জলাশয়ে পানি না থাকায় অনেক নলকুপেও পর্যাপ্ত পানি পাওয়া যাচ্ছে না।

কৃষকদের অভিযোগ- চাষি জমির সঙ্গে সংযোগ অনেক নদী-নালা ও খাল-বিল দখল, দূষণ আর কালেরগর্ভে বিলীন হওয়ায় চাষাবাদ অনেকটা ব্যাহত হচ্ছে।

উপজেলার সর্ববৃহৎ বাসিয়া নদী আজ দখল আর দূষণে বিলীন হয়ে পড়েছে। প্রশাসনের চোখের সামনেই নদীটি ঘিলে খাচ্ছে দখলবাজরা। এছাড়া দখল আর দূষণে বিলীন হচ্ছে মাকুন্দা নদী আর চরচন্ডি নদী।

এ নদীগুলো থেকে বিভিন্ন হাওরের সঙ্গে সংযোগ খালগুলোও বিলীন হয়ে পড়েছে। তাই খালের সঙ্গে সংশ্লিষ্ট বোরো জমি গুলোতে চাষাবাদ অনেকটা ব্যাহত হচ্ছে।

চান্দবরাং গ্রামের কৃষক শিহাব আহমদ জানান, কাঠাকালি নামের খালে পানি না থাকায় বোরো চাষিরা বিপাকে রয়েছেন। বৃষ্টি না হলে জমি ফেটে চাষকৃত ধান নষ্ট হবে।

কৃষক মোহাম্মদ আলী শিপন বলেন, আঙ্গরুকা হাওরে বেশ কয়েক একর জমিতে বোরো চাষাবাদ করি। কিন্তু পানির জন্য দুশ্চিন্তায় রয়েছি। বাসিয়া নদীর সঙ্গে আঙ্গারুকা নামের খালটি খনন করা হলে অনেকটা উপকৃত হতেন কৃষকরা।

জানতে চাইলে উপজেলা কৃষি কর্মকর্তা কনক চন্দ্র রায় বলেন, নদী থেকে হাওরের সঙ্গে সংযোগ বরাট হওয়ায় খালগুলো খনন করা হলে এই উপজেলায় কৃষি খাতে অনেক বেশি সাফল্য আসত।

বিশ্বনাথে পল্লী বিদ্যুৎ অফিস থেকে দুই ড্রাম তার চুরি

বিশ্বনাথ :: সিলেটের বিশ্বনাথে পল্লী বিদ্যুৎ জোনাল অফিস থেকে ১লাখ ৩০ হাজার টাকার তার চুরির ঘটনা ঘটেছে। গত ২৫ মার্চ দিবাগত গভীর রাতে বিশ্বনাথ রশিদপুর জনবহুল সড়কের পাশে কারিকোনা নামক স্থানে অবস্থিত পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের স্টোর রুমের দরজার তালা ভেঙ্গে মেইন লাইনের ডি-১ ও ডি-২ নাম্বারের দুই ড্রাম তার নিয়ে যায় চোরেরা।

তারের মূল্য ১লাখ ৩০ হাজার টাকা বলে ডেপুডি জেনারেল ম্যানেজার জানান।

পরদিন সকালে অফিস খোলার পর চুরির ঘটনাটি স্টাফদের নজরে পড়ে। এঘটনায় ২৬ মার্চ জোনাল অফিসের ডেপুডি জেনারেল ম্যানেজার সাইফুল ইসলাম বাদি হয়ে অজ্ঞাতানামা আসামি করে থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলা নং-(১৪)।

এব্যাপারে কথা হলে থানার তদন্তকারি কর্মকর্তা এসআই রুমেন আহমেদ বলেন, সিসি ক্যামেরার ফুটেজ দেখে আসামি সনাক্তের জন্য আপ্রাণ চেষ্ঠা চালিয়ে যাচ্ছেন বলে তিনি জানান।

বিশ্বনাথে তাহির আলী মিলিটারি স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে খাদ্য বিতরণ

বিশ্বনাথ :: পবিত্র রমজান মাস উপলক্ষে বিশ্বনাথ উপজেলার দেওকলস ইউনিয়নের সদুরগাঁও সৈয়দপুর গ্রামের মিলিটারি বাড়ীতে গতকাল সোমবার ৫৯ পরিবারের সদস্যদের মধ্যে খাদ্য বিতরণ করা হয়েছে। আলহাজ্ব মো. তাহির আলী মিলিটারি স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে ওই খাদ্য বিতরণ করা হয়।

ফাউন্ডেশনের পরিচালক মতিউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এক্সেলসিয়র হোটেল অ্যান্ড রিসোর্টের ম্যানেজিং ডাইরেক্টর, যুক্তরাজ্য প্রবাসী, সমাজসেবক মো. আহমদ আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষক লীগ দেওকলস ইউনিয়নের সভাপতি সৈয়দ শহিদুল ইসলাম, বিশ্বনাথ প্রেসক্লাব সভাপতি তজম্মুল আলী রাজু।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল মানিক, আব্দুল খালিক, ইউসুফ আলী, আব্দুল হক, জাহাঙ্গীর আলম প্রমুখ।

সভায় প্রধান অতিথির বক্তব্যে এক্সেলসিয়র হোটেল অ্যান্ড রিসোর্টের ম্যানেজিং ডাইরেক্টর, যুক্তরাজ্য প্রবাসী, সমাজসেবক আহমদ আলী বলেছেন, প্রতি রজমান মাস উপলক্ষে সব সময় আমাদের পারিবারিক ফাউন্ডেশনে পক্ষ থেকে আমাদের সাধ্যমত মানুষকে সহযোগিতা করার চেষ্ঠা করি। রমজান মাস ছাড়াও মানুষকে সহযোগিতার করার হাত প্রসারিত রাখি।

তিনি বলেন, প্রত্যেক ধনী মানুষের কাছে গরীবের হক রয়েছে। হক হিসেবে সকল ধনীকে আরো এগিয়ে এসে দরিদ্র মানুষের পাশে দাড়ানোর আহবান জানান তিনি।

বিশ্বনাথে বিধবা নারীর মামলায় এক প্রভাবশালী কারাগারে

বিশ্বনাথ :: সিলেটের বিশ্বনাথে বিধবা, ভূমিহীন এক নারীর দায়েরী মামলায় মাফিজ আলী নামের এক প্রভাবশালিকে কারাগারে প্রেরণ করেছে আদালত।

রবিবার সিলেটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রাট ২য় আদালতে হাজিরা দিতে গেলে আদালত জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

আসামি মাফিজ আলী উপজেলার রামপাশা ইউনিয়নের রামপাশা কোনাপাড়া গ্রামের আব্দুস সোবহান তুফানির ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন বাদি পক্ষের আইনজীবি এ্যাডভোকেট প্রসেন কান্তি চক্রবতি।

জানা গেছে, দীর্ঘদিন ধরে রামপাশা কোনাপাড়া গ্রামে সরকারি ভুমিতে দুই ছেলে-মেয়ে নিয়ে বসবাস করে আসছেন বিধবা নারী শিশমা বেগম (৩০)। এই ভুমি থেকে শিশমা বেগমকে উচ্ছেদ করতে নানা নিপিড়ন নির্যাতন করছেন প্রতিপক্ষ।

গত ২২মার্চ মঙ্গলবার সকালে ভুমি সংক্রান্ত বিষয় নিয়ে মাফিজ আলী গংরা বিধবা শিশমা বেগমের উপর হামলা চালায়। এতে ওই নারী গুরুত্বর জখম হলে তাকে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় ওই নারীর ভাসুর মস্তাব আলী বাদি হয়ে বিশ্বনাথ থানায় ৫জনের নাম উল্লেখ করে ও ২/৩ জনকে অজ্ঞাত আসামি করে একটি মামলা দায়ের করেন। (মামলা নং-১৩/২২ইং)।

এই মামলার হাজিরা দিতে সিলেট আদালতে যান ৫আসামির মধ্যে ৪জন। আদালত ৩জনের জামিন মঞ্জুর করেছেন এবং ২নং আসামিকে জেল হাজতে প্রেরণ করেছেন।





আর্কাইভ