বুধবার ● ৬ এপ্রিল ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ের করেরহাটে অস্ত্র ও মাদকসহ আটক-৫
মিরসরাইয়ের করেরহাটে অস্ত্র ও মাদকসহ আটক-৫
আকতার হোসেন, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: মিরসরাইয়ের করেরহাটে জোরারগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে অস্ত্র ও মাদক সহ ৫ জনকে আটক করা হয়। বুধবার (৬ এপ্রিল) রাত দেড়টার দিকে জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নূর হোসেন মামুনের নেতৃত্বে এসআই সাজ্জাদ হোসেন, এসআই মামুনুর রশিদ, এএসআই এনামুল হক, এএসআই হাফিজুর রহমান, এএসআই দেলোয়ার হোসেন ও সংগীয় ফোর্স নিয়ে উপজেলার জোরারগঞ্জ থানাধীন করেরহাট ইউনিয়নের কাটাগাং রাস্তার মাথা এবং ঘেড়ামারা সামনেরখিল (আদর্শ গ্রাম) এলাকায় অভিযান চালিয়ে ১টি পিস্তল, পিস্তলের ভিতর লাগলো ম্যাগাজিন, ২ রাউন্ড কার্তুজ, ১ টি ব্যাটন স্টিক, ৫ বোতল ফেনসিডিল ও ২ বোতল ভারতীয় হুইস্কি, ১৪ বোতল বিয়ার ও ৪০০ গ্রাম গাঁজা সহ ৫ জনকে আটক করা হয়। আটককৃতরা হলো, কাটাগাং এলাকার মোসলেম উদ্দিনের পুত্র মোঃ রুবেল (৩০), মৃত রুবেল মিয়ার পুত্র মোঃ রাজু (২৪), আবুল বাসারের পুত্র মোঃ সুমন (৩৪), মৃত মোঃ হারুনের পুত্র মোঃ রুবেল (১৯) এবং ঘেড়ামারা (সামনের খিল) আদর্শ গ্রামের মামুনের বাড়ির মৃত আহম্মেদ সোবহানের পুত্র মোঃ মামুনের (৩৪) স্ত্রী বিবি খতিজা (২৭)। জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর হোসেন মামুন বলেন, রাত দেড়টার দিকে করেরহাটের কাটাগাং রাস্তার মাথায় অভিযান চালিয়ে ৫ বোতল ফেনসিডিল ও ২ বোতল ভারতীয় তৈরী হুইস্কিসহ ৪ জনকে আটক করা হয়। আটককৃতদের দেয়া তথ্যমতে পরবর্তীতে ঘেড়ামারা সামনের খিল আদর্শ গ্রাম এলাকার মামুনের বাড়িতে তল্লাশী চালিয়ে মামুনের স্ত্রী বিবি খতিজার দেখানোমতে ১৪ বোতল ভারতীয় তৈরী হি-ম্যান বিয়ার, ৪০০ গ্রাম গাঁজা, ১ টি পিস্তল এবং পিস্তলের মধ্যে লাগানো একটি ম্যাগজিন, ২ রাউন্ড কার্তুজ, ০১ টি ব্যাটন স্টিক উদ্ধারপূর্বক জব্দ করা হয়। আটককৃত আসামি, জব্দ কৃত অস্ত্র ও মাদকের বিষয়ে জোরারগঞ্জ থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।