রবিবার ● ১০ এপ্রিল ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » অগণতান্ত্রিকভাবে কমিটি ঘোষণার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে রাঙামাটি জেলা মহিলা দল এর একাংশ
অগণতান্ত্রিকভাবে কমিটি ঘোষণার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে রাঙামাটি জেলা মহিলা দল এর একাংশ
স্টাফ রিপোর্টার :: গত ৫ এপ্রিল বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটি অগণতান্ত্রিকভাবে ও একপেশে রাঙামাটি জেলা মহিলা দল এর কমিটি ঘোষণার প্রতিবাদে আজ ১০ এপ্রিল রবিবার বেলা ১২টার দিকে শহরের বনরুপা রেইনবো রেষ্টুরেন্ট এ সংবাদ সম্মেলন করেছে রাঙামাটি জেলা মহিলা দল এর একাংশ।
রাঙামাটি জেলা মহিলা দল এর একাংশের বক্তব্য, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল সদ্য বিলুপ্ত কমিটির নেতৃবৃন্দ নানান প্রতিকুলতার মুখোমুখি হয়েও কেন্দ্রীয় সকল কর্মসুচী পালন করে এর পাশাপাশি রাঙামাটি জেলা বিএনপির সকল কর্মসূচিতে সরব উপস্থিতির মাধ্যমে দুর্যোগ ও করোনাকালীন সময়ে মহিলা দলের নেতা কর্মীদের বাড়ীবাড়ী গিয়ে খোজখবর ও আর্থিক ও চিকিৎসা সামগ্রী প্রদানের মাধ্যমে কর্মকান্ড পরিচালনা করে আসছে।
রাঙামাটি জেলা মহিলা দলের বিগত ঘোষিত কমিটি বিগত ৯ নভেম্বর ২০১৯ ই রেজি তারিখ মহিলা দল কেন্দ্রীয় কমিটি কর্তৃক অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদন দেওয়ার পর এমন কোন কেন্দ্রীয় কর্মসূচি নাই যে কর্মসূচি জেলা মহিলা দল পালন করে নাই। কিন্তু অত্যন্ত দুঃখ ও পরিতাপের বিষয় যে বিগত ৫ এপ্রিল ২০২২ তারিখ আকস্মিকভাবে কেন্দ্রীয় মহিলা দল নেতৃবৃন্দ রাঙামাটি জেলা মহিলা দল এর কমিটি মেয়াদ উত্তীর্ণ হওয়ার পূর্বেই ষড়যন্ত্রমূলকভাবে বিশেষ গোষ্ঠী দ্বারা প্রভাবিত হয়ে জেলা সম্মেলনের কোনরুপ সুযোগ না দিয়ে বিলুপ্ত ঘোষণা করেন। তৎপরবর্তীতে কেন্দ্রীয় ও বিভাগীয় মহিলা দলের নেতৃবৃন্দের রাঙামাটি জেলা সফরে এলে জেলা বিএনপির নির্বাচিত সাধারন সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ সিনিয়র নেতৃবৃন্দগণ এর সমন্বয়ে একটি কেন্দ্রীয় কর্মসূচি ও একটি কর্মী সম্মেলন বিলুপ্ত ঘোষিত কমিটির নেতৃবৃন্দের নেতৃত্বে সফলভাবে সমাপ্ত করেন। সর্বশেষ সফল কর্মী সম্মেলনের সমাপ্তির শেষে কেন্দ্রীয় মহিলা দলের সভানেত্রী ও সাধারন সম্পাদকসহ বিভাগীয় নেতৃবৃন্দ অতিশীঘ্র রাঙামাটি জেলা বিএনপি নেতৃবৃন্দের সাথে আলাপ আলোচনা ও পরামর্শ করে জেলা মহিলা দলের নতুন কমিটি ঘোষণার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবেন মর্মে আশ^স্থ করলেও তৎপরবর্তীতে বিগত ৫ এপ্রিল ২০২২ তারিখ আকস্মিকভাবে বিশেষ গোষ্ঠী দ্বারা প্রভাবিত হয়ে জেলা বিএনপির পরামর্শ সম্পূর্ণ উপেক্ষা করে পুরোনো পরিক্ষীত ত্যাগী নেতাকর্মী অবমূল্যায়ন ও কমিটির নেতৃত্ব হতে বাদ দিয়ে নতুন পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। যা সম্পূর্ণ অপ্রত্যাশিত ও অনাকাঙ্খিত।
কেন্দ্রীয় মহিলা দল দ্বারা অপ্রত্যাশিত ও অনাকাঙ্খিত কমিটি ঘোষণার মাধ্যমে দীর্ঘদিনের পরিক্ষীত নির্যাতিত জেলা মহিলা দলের নেতা কর্মীদের চরমভাবে অবহেলা করা হয়েছে। যার কারণে তারা জেলা মহিলা দলের নবগঠিত কমিটিকে প্রত্যাখ্যান করছেন। সদ্য ঘোষিত জেলা মহিলা দলের কমিটি হইতে তাদের বিপুল সংখ্যক পদধারী পদত্যাগের ঘোষণা দেন। বিতর্কিত সদ্য ঘোষিত রাঙামাটি জেলা মহিলা দলের সকল কার্যক্রম স্থগিত করার জন্য কেন্দ্রীয় মহিলা দলের নিকট সাংবাদিকদের মাধ্যমে জোর দাবি জানান।
এসময় বিগত কমিটির রাঙামাটি জেলা মহিলা দলের নেত্রী মিনারা বেগম, সাহিদা আক্তার, মনোয়ারা বেগম, নন্দিতা দাশ, রোকেয়া পারভিন, নাজমা আলী, নাইমা কামাল, লাভলী আক্তার ও আকলিমা আক্তারসহ মহিলা দলের প্রমূখ নেতা-কর্মী উপস্থিত ছিলেন।