সোমবার ● ১১ এপ্রিল ২০২২
প্রথম পাতা » সকল বিভাগ » বিশ্বনাথে সকল ব্যবসায়ী প্রতিষ্ঠানে নিত্যপণ্যের মূল্য তালিকা প্রদর্শনের আহবান
বিশ্বনাথে সকল ব্যবসায়ী প্রতিষ্ঠানে নিত্যপণ্যের মূল্য তালিকা প্রদর্শনের আহবান
বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথ উপজেলার সকল নিত্যপন্যের ব্যবসায়ী প্রতিষ্ঠানে সকল পণ্যের মূল্য তালিকা প্রদর্শন করে রাখার আহবান জানানো হয়। সোমবার (১১ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ ভবন মিলনায়তনে উপজেলা মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা এ আহবান জানানো হয়।
অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম নুনু মিয়া।
উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক নুসরাত জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলার বিভিন্ন বিষয়াদী নিয়ে আলোচনা করা হয়। বিশেষ করে রমজান মাসে বাজার মনিটরিং বিষয়ে আলোচনা করা হয়। এসময় বক্তারা মাকুন্দা নদীতে খননে অনিয়ম, বিদ্যুতের লোডশেডিং বৃদ্ধি, আশ্রয়নের প্রকল্পে সেবা গ্রহিতাদের অনিহা, পৌর শহরে কিশোর অপরাধ, অপরিকল্পিত স্ট্যান্ড স্থাপন করে যানজট সৃষ্টি, মটর সাইকেল চুরি বৃদ্ধিসহ নানা বিষয়ে আলোচনা করা হয় এবং এসব বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশনা দেয়া হয়।
সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আসমা জাহান সরকার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব পংকি খান, উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান, থানার অফিসার ইন-চার্জ গাজী আতাউর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাক, পল্লিবিদ্যুৎ বিশ্বনাথ জোনাল অফিসের ডিজিএম মো. ছাইফুল ইসলাম, লামাকাজি ইউনিয়ন চেয়ারম্যান করিব হোসেন ধলা মিয়া, মহিলা বিষয়ক কর্মকর্তা বদরুন নাহার, বিশ্বনাথ কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা নোমান আহমদ, বিশ্বনাথ প্রেসক্লাবের সহ-সভাপতি কামাল মুন্না, সাধারণ সম্পাদক নবীন সোহেল, সাংবাদিক প্রনঞ্জয় বৈদ্য অপু, আনসার ভিডিপি কর্মকর্তা আমির হোসেন, ইসলামী ফাউন্ডেশনের এফএস জামাল উদ্দিন, সমাজসেবা অফিস সহকারি শামিম আহমদ প্রমূখ।