শনিবার ● ১৬ এপ্রিল ২০২২
প্রথম পাতা » খুলনা বিভাগ » জোড়া খুনের ঘটনায় ২৪ ঘন্টা পার হলেও মামলা হয়নি এখানো
জোড়া খুনের ঘটনায় ২৪ ঘন্টা পার হলেও মামলা হয়নি এখানো
জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ প্রতিনিধি :: ঝিনাইদহের কোটচাঁদপুরে হাটের খাজনা আদায়কে কেন্দ্র করে ডাবল মার্ডারের ঘটনায় আরও ১ জনকে আটক করেছে পুলিশ। সকালে শহরের সলেমানপুর এলাকা থেকে আব্বাস আলী নামের ওই যুবককে আটক করা করা হয়। এনিয়ে আটক করা হলো দুই জনকে। তবে ঘটনার ২৪ ঘন্টা পেরিয়ে গেলেও নিহতের পক্ষ থেকে কোন মামলা দায়ের করা হয়নি। হামলার সঙ্গে জড়িত আমিরুল ও আশরাফুলকে এখনো পুলিশ ধরতে পারেনি। এই সন্ত্রাসী চক্র কোটচাঁদপুরের হাট বাজার নিয়ন্ত্রন করতো। হত্যার পর থেকে তারা চাচা ভাতিজা পলাতক রয়েছে। পুলিশ জানায়, সকালে সলেমানপুর এলাকায় অভিযান চালানো হয়। সেসময় ডাবল মার্ডারের সাথে জড়িত সন্দেহে আব্বাস আলীকে আটক করা হয়। এর আগে বৃহস্পতিবার দুপুরে ডন নামের একজনকে আটক করে পুলিশ। গত বৃহস্পতিবার কোটচাঁদপুরের চৌগাছা বাসস্ট্যান্ডের কাঁচাবাজারের খাজনা আদায়কে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ৬ জন আহত হয়। সেখান থেকে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জীবন হোসেন ও যশোর নেওয়ার পথে আক্তার হোসেনের মৃত্যু হয়।
ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই কৃষকের মুত্যু
ঝিনাইদহ :: ঝিনাইদহে বিদুৎস্পৃষ্ট হয়ে আব্দুর রাজ্জাক (৫৫) ও জাকির হোসেন (২৭) নামে দুই জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে কাল বৈশাখী ঝড়ে ছেড়া তার মেরামত করতে গিয়ে শুক্রবার এই দুই ব্যক্তির মৃত্যু হয় বলে গ্রামবাসি অভিযোগ করেছে। আব্দুর রাজ্জাক জেলার হরিণাকুন্ডু উপজেলার শ্রীরামপুর গ্রামের মৃতঃ আজমত আলীর ছেলে ও জাকির হোসেন ঝিনাইদহ সদর উপজেলার উত্তর নারায়ণ পুর গ্রামের আমজাদ হোসেনের ছেলে বলে জানা গেছে। পুলিশ ও গ্রামবাসি সুত্রে জানা গেছে বৃহস্পতিবার রাতে ঝড়ের পর আব্দুর রাজ্জাক ছেড়া তার গুছিয়ে রাখতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। অন্যদিকে জাকির হোসেন মাঠ থেকে ঘাস কেটে ফেরার পথে বিদ্যুতায়িত হয়ে মৃত্যুবরণ করেন। এলাকাবাসীর অভিযোগ এই মৃত্যুর দায়ভার বিদ্যুৎ বিভাগ এড়াতে পারে না। এ ব্যাপারে ঝিনাইদহ পল্লী বিদ্যুৎ সমিতির জি এম মোঃ ইছাহাক আলী বলেন, আমি মোবাইলে কোন সাক্ষাৎকার দিইনা আপনি আসেন। অফিসে আছেন কি জানতে চাইলে তিনি লাইনটি কেটে দেন।