শনিবার ● ১৬ এপ্রিল ২০২২
প্রথম পাতা » রাজনীতি » কোন অপশক্তিই বাংলাদেশ ও আ’লীগের কোন ক্ষতি করতে পারবে না : শফিকুর রহমান চৌধুরী
কোন অপশক্তিই বাংলাদেশ ও আ’লীগের কোন ক্ষতি করতে পারবে না : শফিকুর রহমান চৌধুরী
বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা বাংলার সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নেতৃত্বে ‘বাংলাদেশ ও আওয়ামী লীগ’ চলছে, আর চলবে।
প্রধানমন্ত্রী দেশ ও দলের নেতৃত্বে থাকলে কোন অপশক্তিই বাংলাদেশ ও আওয়ামী লীগের কোন ক্ষতি করতে পারবে না। অপশক্তির শত চেষ্টাও দেশের উন্নয়ন বাঁধাগ্রস্থ করতে পারবে না। আওয়ামী লীগের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে থাকলে দল শক্তিশালী থাকবে।
তিনি শনিবার (১৬ এপ্রিল) বিকেলে সিলেটের বিশ্বনাথে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন।
অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান বলেন, আওয়ামী লীগ হচ্ছে অভিভাবক সংগঠন। তাই অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদেরকে আওয়ামী লীগের নির্দেশনা মতোই চলতে হবে।
এর বাইরে যাওয়ার কোন সুযোগ নেই। আওয়ামী লীগের নেতৃত্বে দল পরিচালিত করে দলকে শক্তিশালী করতে হবে। আর দল শক্তিশালী হলে সকল অপশক্তিকে সহযেই মোকাবেলা করা যাবে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব পংকি খানের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদ ও যুগ্ম সম্পাদক আমির আলী চেয়ারম্যানের যৌথ পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাডভোকেট শাহ ফরিদ আহমদ, অ্যাডভোকেট শাহ মোশাহিদ আলী, বেগম নাজনীন হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক অ্যাডভোকেট আব্বাস উদ্দিন, বাণিজ্য বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ইস্তিয়াক আহমদ চৌধুরী,।
ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য ও রামপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মহব্বত আলী জাহান, দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী আরিফ উল্লাহ সিতাব, অলংকারী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তফজ্জুল আলী, বিশ্বনাথ ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক শাহনেওয়াজ চৌধুরী সেলিম, উপজেলা কৃষক লীগের সভাপতি ছুরাব আলী, যুবলীগ নেতা ফয়জুল ইসলাম জয়, মুহিবুর রহমান সুইট, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক।
আলোচনা সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন দশঘর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন ও শেষে দোয়া পরিচালনা করেন পৌর শহরের পুরাণ বাজার বায়তুল আমান জামে মসজিদের ইমাম মাওলানা ফখর উদ্দিন।
বিশ্বনাথে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে ছাত্রলীগকর্মী খুন
বিশ্বনাথ :: পূর্ব বিরোধের জের ধরে সিলেটের বিশ্বনাথে ছুরিকাঘাত করে আব্দুল বাছিত (২৫) নামের এক ছাত্রলীগ কর্মীকে খুন করা হয়েছে। নিহত ছাত্রলীগ কর্মী উপজেলার অলংকারী ইউনিয়নের টেংরা গ্রামে মৃত আফতাব মিয়ার পুত্র।
শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ছুরিকাঘাত করে নির্মম ভাবে খুন করেন বাছিতের আপন চাচাত ভাই একই বাড়ির সুমন আহমদ (২৫)। তার পিতার নাম মৃত নামর আলীর।
নিহতের মা আনোয়ারা খাতুন জানিয়েছেন, দীর্ঘদিন ধরে উভয় পক্ষের মধ্যে তাদের বাড়ির পাশে একটি কাঁচা রাস্তা নিয়ে বিরোধ চলছিল। যেহেতু এই রাস্তা নিয়ে বিরোধ তাই স্থানীয়ভাবে ওই রাস্তায় গাড়ি চলাচল বন্ধ করে রাখা হয়েছে। শুক্রবার দিবাগত রাতে বাছিতের চাচাত ভাই সুমন পিকআপে করে গাছের টুকরো নিয়ে ওই রাস্তায় দিয়ে আসে।
এসময় বাছিত তাকে নিষেধ করে গাড়ি নিয়ে না আসার জন্য। এনিয়ে দুজনের মধ্যে বাকবিতন্ডা শুরু হয়। এক পর্যায়ে সুমন বাছিতকে চাকু দিয়ে স্টেপ করে। স্থানীয়রা আহত অবস্থায় বাছিতকে উদ্ধার করে সিলেট ওসমানী হাসপতালে নেয়ার পথে সে মারা যায়।
এ বিষয়ে কথা হলে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী আতাউর রহমান বলেন, বাড়ির রাস্তা নিয়ে বিরোধের জেরে বাছিতকে চাকু দিয়ে সুমন ঘাই দেয়। হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়। ময়না তদন্তের জন্য লাশ ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে এবং আসামি গ্রেফতারে পুলিশ কাজ করছে বলে তিনি জানান।