সোমবার ● ১৮ এপ্রিল ২০২২
প্রথম পাতা » খুলনা বিভাগ » পবিত্র রমজান মাসেও ঝিনাইদহে চার দিনে চার খুন
পবিত্র রমজান মাসেও ঝিনাইদহে চার দিনে চার খুন
ঝিনাইদহ প্রতিনিধি :: পবিত্র রমজান মাসেও ঝিনাইদহ, হরিণাকুন্ডু ও কোটাচাঁদপুরে চার দিনে চার খুনের ঘটনা ঘটেছে। তথ্য নিয়ে জানা গেছে, গত বৃহস্পতিবার (১৪ এপ্রিল) কোটচাঁদপুরে দলীয় কোন্দলে আক্তার ও জীবন নামে দুই যুবলীগ কর্মী খুন হন। এই খুনের ঘটনায় এজাহার নামীয় একজনকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। মেইন কিলাররা এখনো অধরা রয়ে গেছে। গত শুক্রবার মধ্যরাতে ঝিনাইদহ সদর উপজেলার ভগবাননগর গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই মকবুল হোসেন মোল্লা খুন হন। গত বৃহস্পতিবার ৮ শতক জমির দখল নিয়ে ছোট ভাই মনিরুল ইসলাম ও বোন পারভিনা খাতুনের সঙ্গে তর্কবিতর্ক হলে ছোট ভাই, বোন ও দুই ভাগ্নের নেতৃত্বে হামলা করে। এতে বড় ভাই মকবুল হোসেন মোল্লা গুরুতর আহত হন। ঘটনার দিন (বৃহস্পতিবার ১৪ এপ্রিল) বিকালে তাকে ঝিনাইদহ সদর হাসপাতাল থেকে ঢাকার আলহেলাল প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে শুক্রবার মধ্যরাতে চিকিৎসাধীন অবস্থায় মকবুল মৃত্যু বরণ করেন। এ ঘটনায় পুলিশ ভাগ্নে রাশিদুল ও ছোট ভাইয়ের স্ত্রীকে গ্রেফতার করেছে। সর্বশেষ গতকাল রোববরার হরিণাকুন্ডুর শেখপাড়া বিন্নি গ্রামে সামাজিক কোন্দলে নিহত হয়েছেন আলতাফ হোসেন বিশ্বাস। পুলিশ ও গ্রামবাসী জানায়, রাজু আহম্মেদ নামে স্থানীয় এক প্রাইভেট শিক্ষকের কাছে পড়ে টাকা না দেওয়া নিয়ে বিরোধের সুত্রপাত। ৫ দিন কম পড়িয়ে শিক্ষক রাজু আহম্মেদ টাকা দাবী করলে অষ্টম শ্রেনীর ছাত্র হাবিবুর রহমানের পিতা শেখপাড়া বিন্নি গ্রামের নজরুল মুন্সি প্রতিবাদ করেন। তিনি ৫ দিনের টাকা কম দিতে চাইলে শিক্ষক রাজু আহম্মেদ ছাত্রকে মারধর করেন। নজরুল সামাজিক ভাবে সিরাজুলের সমর্থক। গত এক সপ্তাহ আগে বেড়বিন্নি বাজারে শহিদুলের সমর্থক শিক্ষক রাজুু আহমেদ ও বকুল হোসেনকে মারধর করে সিরাজুলের লোকজন। এ ঘটনার জের ধরে রোববার শেখপাড়া বিন্নি গ্রামে মারামারিতে লিপ্ত হয় দুইটি সামাজিক দল।
যুবলীগ নেতার উপর হামলাকারীদের গ্রেফতারের দাবীতে প্রতিবাদ সভা
ঝিনাইদহ :: ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটি ইউনিয়ন যুবলীগ সভাপতির উপর হামলাকারীদের গ্রেফতারের দাবীতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকালে সদর উপজেলার সিমান্ত বদরগঞ্জ বাজার (১০মাইল) এলাকায় সাধুহাটি ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এসময় সাধুহাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চেয়াাম্যান কাজী নাজির উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঝিনাইদহ জেলা আওয়ামী যুবলীগের যুগ্ন আহবায়ক রাজু আহমেদ, সদর উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক ইব্রাহীম খলিল রাজা, দৌগাছি ইউনিয়নের চেয়াম্যান কাজল আহমেদ, ৫ নং কুমড়াবাড়িয়া ইউনিয়ন যুবলীগ সভাপতি আশিকুর রহমান লিন্টুসহ আরো অনেকে। প্রতিবাদ সভায় বক্তরা জানান, সাধুহাটি ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি ওবায়দুল রহমান শাকুর আলীর উপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার না করলে আগামীতে আরো কঠোর আন্দোলের কর্মসুচি দেওয়া হবে।
অবৈধভাবে কপোতাক্ষ নদের মাটি চুরি, ৮টি ট্রাক্টর জব্দ
ঝিনাইদহ :: ঝিনাইদহের মহেশপুরে রাতের আঁধারে কপোতাক্ষ নদের খননকৃত মাটি অবৈধভাবে নিয়ে যাওয়ার সময় ৮টি ট্রাক্টর আটক করেছে মহেশপুর থানা পুলিশ। পুলিশ জানিয়েছে, মহেশপুর শহরের কোল ঘেষে বয়ে যাওয়া কপোতাক্ষ নদটি খননের কাজ চলছে। খননকৃত মাটি দু’পাড়ে জমা করা হচ্ছে। ওই মাটি একটি সিন্ডিকেট শনিবার রাতের আঁধারে গোয়ালহুদা গ্রামের আজব আলী নিয়ে যাচ্ছিল। মাটি নিয়ে যাওয়ার সময় যোগিহুদা গ্রামের রাস্তার পাশে সুরুজ মিয়ার ছেলে বাচ্চু মিয়ার টিনের ঘর তছনছ করে। এ সময় ভুক্তভোগী মহেশপুর থানায় ফোন দিলে পুলিশ গাড়িগুলি জব্দ করে থানায় নিয়ে আসে। এ বিষয়ে মহেশপুর থানার ওসি সেলিম মিয়ার সাথে যোগাযোগ করলে তিনি বলেন, যোগিহুদা গ্রামের মানুষ মাটি চুরির অভিযোগ দিলে গাড়িগুলি আটক করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। অন্য একটি সূত্র থেকে জানা গেছে, স্থানীয় একটি চক্র নদীর পাড়ে খননের পর জমা রাখা মাটি ট্রাকে করে বিক্রি করে দিচ্ছে। এই মাটি বিভিন্ন ভাটায় বিক্রি করা হচ্ছে।
হরিণাকুন্ডুতে দু’পক্ষের সংঘর্ষে ১ জন নিহত, আহত-৯
ঝিনাইদহ :: ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার বেড়বিন্নি গ্রামে সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে আহত আলতাফ হোসেন বিশ্বাস (৬৫) নামের একজন নিহত হয়েছেন। রোববার দুপুরে ঝিনাইদহ সদর হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। নিহত আলতাব হোসেন বিশ্বাস ওই গ্রামের নকিব বিশ্বাসের ছেলে। গ্রামবাসী জানায়, সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বেড়বিন্নি গ্রামের শহিদুলের ও শেখপাড়া বিন্নি গ্রামের সিরাজুল ইসলামের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এক সপ্তাহ আগে দুপুরে বেড়বিন্নি বাজারে শহিদুলের সমর্থক বিজু আহমেদ ও বকুল হোসেনকে মারধর করে সিরাজুলের লোকজন। এরই জের ধরে রবিবার সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-সস্ত্রে সজ্জিত সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের ১০ জন আহত হন। তাদের মধ্যে ৩ জনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। বাকিদের স্থানীয় ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে আলতাফ বিশ^াস মারা যায়। ঝিনাইদহ সদর হাসপাতাল মেডিকেল অফিসার ডাঃ রেজওয়ান আক্তার জানান, হরিণাকুন্ডু উপজেলার বেড়বিন্নি গ্রামে থেকে মারামারিতে আহত হয়ে ৩ জন রোগী হাসপাতালে আসে। এর মধ্যে আলতাফ হোসেন বিশ্বাস মারা যায়। ধারনা করা হচ্ছে মাথায় আঘাতের কারনে তার মৃত্যু হয়েছে। এ ব্যাপারে হরিনাকুন্ডু থানার ওসি মোঃ সাইফুল ইসলাম জানান, সকালে বেড়বিন্নি গ্রামে সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ হয়। এতে কয়েক জন আহত হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় ঝিনাইদহ সদর হাসপাতালে একজন মার যায়। এঘটনায় রায়হান নামের একজনকে আটক করা হয়েছে। এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে লিখির অভিযোগ পেলে মামলা গ্রহন করা হবে।