শুক্রবার ● ২৫ মার্চ ২০১৬
প্রথম পাতা » খুলনা বিভাগ » ঝিনাইদহে মুক্তিযুদ্ধ ভিত্তিক চিত্রাংকন দেশাত্মবোধক সংগীত ও আলোচনা
ঝিনাইদহে মুক্তিযুদ্ধ ভিত্তিক চিত্রাংকন দেশাত্মবোধক সংগীত ও আলোচনা
ঝিনাইদহ প্রতিনিধি :: ২৫ মার্চ শুক্রবার সকালে বাংলাদেশ শিশু একাডেমী ঝিনাইদহে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধ ভিত্তিক চিত্রাংকন দেশাত্মবোধক সংগীত,মানচিত্র চেনা,বাংলাদেশকে জানো কুইজ প্রতিযোগিতা ও শিশুবিকাশ ও প্রাক প্রাথঃ ছাত্র-ছাত্রীদের আনন্দ অনুষ্ঠান ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে৷ অনুষ্ঠানে জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ আইয়ুব হোসেন এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ মাহবুব আলম তালুকদার৷ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার জুলকার নায়ন,সরকারী নুরন্নাহার মহিলা কলেজের প্রাক্তন উপাধ্যক্ষ এন এম শাহজালাল,জেলা তথ্য অফিসার এ এস এম কবির৷ বাংলাদেশ শিশু একাডেমীর আয়োজনে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক জাহিদুর রহমান তারিক ও সাজ্জাদ আহাম্মেদ৷ প্রাক প্রাথঃ শিক্ষক রহিমা খাতুন রিনা, শিশুবিকাশ শিক্ষক মুক্তা নাজমীন,অভিভাবক ময়না খাতুন,মলি পারভীন প্রমূখ৷ আলোচনার আগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধ ভিত্তিক টিত্রাংকন দেশাত্মবোধক সংগীত,মানচিত্র চেনা,বাংলাদেশকে জানো কুইজ প্রতিযোগিতা ও শিশুবিকাশ ও প্রাক প্রাথঃ ছাত্র-ছাত্রীদের আনন্দ অনুষ্ঠান ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়৷ আলোচনা শেষে প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ মাহবুব আলম তালুকদার বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন৷