শুক্রবার ● ২৫ মার্চ ২০১৬
প্রথম পাতা » অপরাধ » ঝিনাইদহের দুধর্ষ সন্ত্রাসী মিঠু মেম্বার গ্রেফতার
ঝিনাইদহের দুধর্ষ সন্ত্রাসী মিঠু মেম্বার গ্রেফতার
ঝিনাইদহ প্রতিনিধি :: ঝিনাইদহের হরিণাকুন্ডুর মহারাজপুর ইউনিয়নের চেয়ারম্যান বিএনপির উপজেলা সভাপতি আবুল হোসেনসহ একাধিক হত্যা মামলার আসামী এলাকার দুধর্ষ সন্ত্রাসী মিঠু মেম্বারকে ডিবি পুলিশ গ্রেফতার করেছে৷ ২৫ মার্চ শুক্রবার সকাল ৯টার দিকে হরিণাকুন্ডু উপজেলার দখলপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করে৷ মিঠু মেম্বর একই গ্রামের আবু বকরের ছেলে৷ ঝিনাইদহ গোয়েন্দা (ওসি ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এ হাসেম খান জানান, গোপন সুত্রে খবর পেয়ে ডিবির এসআই রইচ উদ্দীন তাকে গ্রেফতার করে৷ মিঠু মেম্বারের অত্যাচার, চাঁদাবাজী ও সমাজ বিরোধী মুলক কর্মকান্ডে এলাকার মানুষ অতিষ্ঠ ছিল বলেও তিনি যোগ করেন৷ গ্রেফতারকৃত মিঠু আবুল হোসেন হত্যা মামলার ৮ নং এজাহারি ভুক্ত আসামী হয়েও প্রকাশ্যে ঘুরে বেড়াতো৷ এক এমপি ও এলাকার ইউপি চেয়ারম্যানের ছত্রচায়ায় মিঠু মেম্বার দাপিয়ে বেড়াতো বলে এলাকাবাসি অভিযোগ করেছে৷ এ জন্য তাকে পুলিশ ধরতে সাহস পেতো না৷ অবশেষে ডিবির খাচায় বন্দি হলো মিঠু৷ হরিণাকুন্ডু থানা সুত্রে জানা গেছে, ২০০৫ সালে ৪ এপ্রিল দখলপুর বাজারে সকাল ১০টার সময় বালস্নক নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করে এই মিঠু মেম্বার৷ এই মামলায় ( মামলা নং ১৭৩) মিঠু হিটের আসামী বলে হরিণাকুন্ডু পুলিশ জানায়৷ মামলাটি বর্তমানে আদালতে বিচারাধীন আছে৷ এদিকে মিঠুকে ছাড়িয়ে নিতে একটি মহল নানা তদ্বীর করছে এমন অভিযোগ উঠেছে৷ তবে ডিবির ওসি হাসেম খান জানান, জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে৷