বৃহস্পতিবার ● ২৬ মে ২০২২
প্রথম পাতা » খুলনা বিভাগ » ঝিনাইদহ জেলা বিএনপি’র সম্মলন : বিনা প্রতিদ্বন্দিতায় সভাপতি মজিদ, সম্পাদক পদে ৩ জনের লড়াই
ঝিনাইদহ জেলা বিএনপি’র সম্মলন : বিনা প্রতিদ্বন্দিতায় সভাপতি মজিদ, সম্পাদক পদে ৩ জনের লড়াই
ঝিনাইদহ প্রতিনিধি :: আগামী শনিবার ঝিনাইদহ জেলা বিএনপির সন্মেলন হতে যাচ্ছে। জেলার ৫টি উপজেলা ও ৫টি পৌরসভার মোট ১০১০ জন কাউনসিলরের প্রকাশ্য ভোটে নির্বাচিত হবেন জেলা নেতৃত্ব। জেলা সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ লক্ষ্য করা যাচ্ছে। শহর থেকে গ্রাম পর্যন্ত এই আমেজ ছড়িয়ে পড়েছে। দলীয় অফিসে নেতাকর্মীদের পদাচারণা বেড়েছে। সকাল থেকে রাত অবধি শত শত নেতা কর্মীর আনাগোনায় মুখরিত। তথ্য নিয়ে জানা গেছে, আগামী ২৮ মে ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটী ইউনিয়নের ডাকবাংলা বাজার আব্দুর রউফ ডিগ্রী কলেজ মাঠে জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ঝিনাইদহ জেলা বিএনপি’র সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন ধানের শীষ প্রতিকের প্রার্থী জেলা সদস্য সচিব এ্যাডভোকেট এম এ মজিদ। এর আগে ১৯৯১ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত টানা ২৮ বছর দলের সভাপতির দায়িত্ব পালন করেন ঝিনাইদহ-২ আসন থেকে একাধিকবার বিএনপি দলীয় সংসদ সদস্য মসিউর রহমান। এরপর ২০১৯ সালের ২০ আগষ্ট পুরাতন কমিটি ভেঙ্গে দিয়ে এডঃ এসএম মশিয়ূর রহমানকে আহবায়ক ও এড এমএ মজিদকে সদস্য সচিব করে আহবায়ক কমিটি গঠন করা হয়। বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা মসিউর রহমানের চাচাতো ভাই এম এ মজিদ বিনা প্রত্বিদন্দিতায় সভাপতি হওয়ার ঘোষনায় জেলা কমিটিতে নতুন নেতৃত্বের চমক সৃষ্টি হজতে পারে। জানা গেছে, আগামী ২৮মে জেলা বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলনে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দিতা করার জন্য দলীয় মনোনায়ন সংগ্রহের সময় ছিল ২৩ মে রাত ৮ টা পর্যন্ত। এ সময়ে সভাপতি পদে একজন, সাধারণ সম্পাদক পদে ৪ জন ও সাংগঠনিক সম্পাদক পদে ৫ জন মনোনয়ন পত্র সংগ্রহ করেন। তবে বুধবার ২৫ মে রাত ৮টা পর্যন্ত মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিকে সাধারণ সম্পাদক পদে মুন্সি কামাল আজাদ পান্নু মনোয়ন পত্র প্রত্যাহার করলে প্রতিদ্বন্দিতায় থাকছেন জাজিদুজ্জামান মনা, আব্দুল মজিদ বিশ্বাস ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল আলীম। অন্যদিকে সাংগঠনিক সম্পাদক পদে ৫জন মনোনয়ন পত্র সংগ্রহ করলেও বর্তমান টিকে আছেন সাজেদুর রহমান পাপপু ও শাহাজাহান আলী। জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব এ্যাডভোকেট এম এ মজিদ ছাড়া সভাপতি পদে আর কেউ মনোনায়ন সংগ্রহ না করায় ৩১ বছর পর জেলা বিএনপির সভাপতি পদে দায়িত্ব নিতে যাচ্ছেন তিনি। অন্যদিকে ১৫ বছর পর সাধারণ সম্পাদক পদেও আসছে পরিবর্তন। ২০০৭ ও ২০১৬ সালে অনুষ্ঠিত জেলা বিএনপির সম্মেলনে নির্বাচিত সাবেক জেলা কমিটির সাধারণ সম্পাদক ও বর্তমান আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক আব্দুল মালেক ওই পদে প্রতিদন্দিতা করেননি। জানা গেছে জেলা সম্মেলনে এই দুইটি পদে নির্বাচন হবে এবং বাকি পদগুলিতে পরে সমাঝোতার ভিত্তিতে পদ প্রদান করা হবে। এর আগে ২০১৮ সালে মসিউর রহমান দুদকের দায়ের করা দুর্ণীতি মামলায় ১০ বছরের দন্ডাদেশ প্রাপ্ত হন এবং কারাগারে আটক ছিলেন। পরে আপিলে জামিন পান। সাজা প্রাপ্ত হওয়ায় ২০১৮ সালে তিনি সংসদ নির্বাচনে প্রার্থী হতে পারেননি। ওই নির্বাচনে দলিয় প্রার্থী হন তার চাচাতো ভাই ও নব নির্বাচিত জেলা সভাপতি এ্যড. এম এ মজিদ। অভিযোগ আছে জেলা বিএনপির আহবায়ক কমিটি গঠন হওয়ার পর থেকে মসিউর রহমান জেলা ছাত্র দল ও যুবদল নিয়ন্ত্রনের চেষ্টা করতে থাকে এবং বেশ কিছু অনুসারী নিয়ে দলের কেন্দ্রীয় কর্মসুচী আলাদা ভাবে পালন করে আসছিলেন। অন্যদিকে এমএ মজিদের নেতৃত্বে বিএনপি ও অন্যান্য অঙ্গ সংগঠন সু সংঘঠিত হতে থাকে। জাতীয় দিবস গুলিতে বিশাল মিছিল করে মজিদ প্রমান করেন তার নেতৃত্বে দল সুসংগঠিত এবং শক্ত অবস্থানে আছে। তৃনমুলের নেতা-কর্মীদের চাওয়া পুর্নাঙ্গ কমিটি গঠনের পর মসিউর রহমান ও এমএ মজিদের মাঝে সৃষ্ট দুরত্ব কমিয়ে এক কাতারে রাজনীতি করা। এ বিষয়ে জেলা বিএনপির নব নির্বাচিত সভাপতি এড.এমএ মজিদ বলেন, আমি বিএনপি করি এবং দলের সিদ্ধান্তে কাজ করি। সেই ক্ষেত্রে আমি মনে করি ব্যাক্তিগত রেশারেশীর কোন সুযোগ নেই। জেলা কমিটি গঠনে দলীয় স্বার্থে যদি কারো কোন চাওয়া-পাওয়া থাকে সেটা নেতাকর্মী সকলকে এক সাথে নিয়ে কাজ করার মানুষিকতা আমার আছে। আশা করি দলীয় নিয়ম কানুন অনুসরণ করলে নেতা কর্মীদের মাঝে কোন দ্বিধা-দন্দ থাকবেনা। এ বিষয়ে জেলা বিএনপির সাবেক সভাপতি মসিউর রহমান বলেন দলের প্রয়োজনে প্রবীনদের সরে গিয়ে তরুনদের জন্য জায়গা ছেড়ে দিতে হবে এটাই নিয়ম। তিনি বলেন জিয়ার আদর্শের সৈনিক হিসাবে তিনি বিএনপি করেন। যতদিন বেচে আছি ততদিন বিএনপির সাথেই থাকবো ইনশাআল্লাহ। আমার সাথে কারো কোন দন্দ নেই। ঝিনাইদহ বিএনপি আমার হাতে গড়া দল। এদলের নেতা কর্মীরা আমার সন্তানের মতো। তাই আমি চাইনা যে নেতৃত্ব নিয়ে তাদের মাঝে কোন দ্বিধা দ্বন্দ থাকুক। দলের কর্মসুচিতে যখন আমাকে ডাকা হয় তখনই আমি সেখানে উপস্থিত হই। জেলা সম্মেলনেও আমি উপস্থিত থাকবো। এর আগেও দলের কেন্দ্রিয় সকল কমূসুচিতে আমি উপস্থিত থেকেই পালন করেছি।
প্রেমে বাঁধা দেওয়ায় দশম শ্রেণীর শিক্ষার্থীর আত্মহত্যা
ঝিনাইদহ :: ঝিনাইদহের কোটচাঁদপুরে সাদিয়া সুলতানা নুপুর (১৫) নামে দশম শ্রেণীর এক শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। বুধবার সকালে উন্নত চিকিৎসার জন্য যশোরে নেওয়ার পথে সে মারা যায়। তবে কি কারনে ওই শিক্ষার্থী আত্মহত্যার পথ বেছে নিয়েছে! তা, এখনো জানা না গেলেও প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রেম ঘটিত কারণে নুপুর আত্মহত্যা করেছে। কোটচাঁদপুর থানার উপ- পরিদর্শক এসআই জাহিদ হোসেন জানান, উপজেলার বলুহর গ্রামের বকুলতলা পাড়ার বিল্লাল হোসেনের মেয়ে ও স্থানীয় শেখ মোজাফফর হোসেন মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী সাদিয়া সুলতানা নুপুর গত (২৩ মে) সোমবার স্কুলে যাওয়ার পথে বিষপান করেন। পরিবারের লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। পরে চিকিৎসা নিয়ে বাড়ি ফেরার পর (২৫ মে) বুধবার সকালে আবারো অসুস্থ্য হয়ে পড়লে তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে রেফার্ড করেন। সেখানে নেওয়ার পথেই সে মারা যায়। স্থানীয় সূত্রে জানা যায়, পার্শ্ববর্তী রামচন্দ্রপুর গ্রামের শরিফুল ইসলামের ছেলে ট্রাকচালক শাকিলের সঙ্গে নুপুরের প্রেমের সম্পর্ক ছিল। বিষয়টি জানাজানি হলে, পরিবারের লোকজন তাকে বাধা দেয়। এতে সে আত্মহত্যার পথ বেছে নিয়েছে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মৃতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালে পাঠায়। এঘটনায় কোটচাঁদপুর থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
ঝিনাইদহে আওয়ামী লীগ প্রার্থীকে বিজয়ী করতে কর্মী সভা
ঝিনাইদহ :: ঝিনাইদহ ওয়াজির আলী স্কুল মাঠে ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের তৃনমুল পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় জনসাধারণের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাংসদ আব্দুল হাই। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু। উক্ত সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সহ সভাপতি- এ্যাড আজিজুর রহমান। এছাড়া সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সেসময় উপস্থিত ছিলেন। সভায় সকলে মিলে শেখ হাসিনার মনোনীত মেয়র প্রার্থীকে নৌকায় ভোট দিয়ে বিজয়ী করার অঙ্গীকার ব্যাক্ত করেন।
ঝিনাইদহে স্বামীর মৃত্যুর ৪০ মিনিট পর স্ত্রীর মৃত্যু
ঝিনাইদহ :: ঝিনাইদহে অসুস্থ স্বামী মাহতাফ মন্ডলের (৭২) মৃত্যুর ৪০ মিনিট পর স্ত্রী রেহেনা খাতুনের হার্ট এট্যাকে মৃত্যু হয়েছে। ২৫শে মে বুধবার সকাল ৮টার দিকে সদর উপজেলা রাঙ্গীরপোতা গ্রামে এ ঘটনা ঘটে। জানা গেছে, কৃষক মাহতাফ মন্ডল বেশকিছু দিন ধরে শারীরিক বিভিন্ন সমস্যা নিয়ে অসুস্থ হয়ে নিজ বাড়িতে বিছানায় পড়ে ছিলেন। আজ ভোরে তিনি বেশি অসুস্থ হয়ে পড়েন। এরপর সকাল ৮টার দিকে মারা যায় মাহতাফ মন্ডল । তার মৃত্যুর ৪০ মিনিট পর স্ত্রী রেহেনা খাতুন হার্ট অ্যাটাকে মারা যান। এ তথ্য নিশ্চিত করে সাধুহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী নাজির উদ্দিন জানান, ঘটনাস্থলে এসে তাদের ছেলে-মেয়ে ও প্রতিবেশীর কাছে যেটি জানতে পেরেছি স্বামী-স্ত্রী মধ্যে গভীর ভালবাসা ছিল। সেকারণেই স্বামীর মৃত্যু মেনে নিতে না পেরে স্ত্রী হার্ট অ্যাটাকে মারা গেছেন।
৪ দিন পর উদ্ধার হলো ফসলরক্ষা জালে আটকে থাকা গুইসাপ
ঝিনাইদহ :: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার নাগিরাট গ্রামে এক কৃষকের ক্ষেতের জালে ৪দিন ধরে আটকা একটি গুইসাপ উদ্ধার করে তা নিকটস্থ জঙ্গলে ছেড়ে দিলেন পরিবেশরক্ষায় নিবেদিত কর্মী জহির রায়হান। এ কাজের সহযোগি ছিলেন জহির রায়হানের ছেলে তপু রায়হান ও সহকর্মী কাজি বজলুর রহমান। নাগিরাট গ্রামের সবেদ শাহের ছেলে মেহেদি হাসান জানালেন, শুক্রবার বিকেলে তিনি গুইসাপটি তার বসতঘরের পেছনের ক্ষেতে জালে আটকা দেখে তৎক্ষণাৎ ৯৯৯- এ ফোন দিলে তারা দীর্ঘক্ষণেও তার কথা মনোযোগ দিয়ে না শুনে উল্টো তাদের সেবার মান সম্পর্কে জানতে চাইলে তিনি বিরক্ত হয়ে ফোনটি বিচ্ছিন্ন করে দেন। পরবর্তীতে তিনি রবিবার তাদের ফোন পেয়ে বিস্তারিত আলাপ করেন। পরিবেশ রক্ষাকারি কর্মী জহির রায়হান জানান, গত রবিবার বিভাগীয় বন কর্মকর্তার অফিস খুলনা এবং ৯৯৯ থেকে তাকে ফোন করে জানানো হয় যে, শৈলকুপা উপজেলার নাগিরাট গ্রামে সবেদ শাহের বাড়ির পাশে ফসলরক্ষায় পেতে রাখা জালে ৪দিন ধরে আটকা একটি গুইসাপ আটকে আছে। সোমবার সকালে তিনি তার টিমের সদস্য সহকর্মী কাজী বজলুর রহমান, ছেলে তপু রায়হান এবং একজন প্রবীন সাংবাদিককে নিয়ে উপস্থিত হন নাগিরাট গ্রামে। জালে আটকা গুইসাপটি উদ্ধার করে তিনি অবমুক্ত করেন নিকটস্থ জঙ্গলে। খুলনা বিভাগীয় বণ্যপ্রাণি ব্যবস্থাপনা ও প্রাকৃতিক সংরক্ষণ বিভাগের কর্মর্কতা নির্মল কুমার পালের সাথে মুঠোফোনে আলাপ করলে তিনি জানান, বণ্যপ্রাণি ধরা, নিধন ও এ বিষয়ে করণীয় বিষয়ে বিভিন্ন এলাকায় যুবসমাজের মাঝে প্রশিক্ষণ দেয়া হয়েছে। উল্লিখিত গুইসাপটি উদ্ধারেও একজন প্রশিক্ষিত যুবক জহির রায়হান তা উদ্ধার করে জঙ্গলে অবমুক্ত করেছেন যা সমাজে অনুকরণীয় হয়ে থাকবে বলে মনে করেন নির্মল কুমার পাল।