বুধবার ● ৮ জুন ২০২২
প্রথম পাতা » খাগড়াছড়ি » বিএনপি’র নেতা ওয়াদুদ ভূঁইয়ার বাসভবনে হামলা ও মামলার প্রতিবাদে খাগড়াছড়িতে অবরোধ সফল
বিএনপি’র নেতা ওয়াদুদ ভূঁইয়ার বাসভবনে হামলা ও মামলার প্রতিবাদে খাগড়াছড়িতে অবরোধ সফল
খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ি জেলা বিএনপি’র সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়ার বাসভবনে হামলা ও পুলিশ মামলা গ্রহন না করার প্রতিবাদে খাগড়াছড়ি জেলায় ২৪ঘন্টার সড়ক অবরোধ চলছে।
মঙ্গলবার(০৭ জুন) ভোর ৬টা থেকে শুরু হয়ে বুধবার(৮ জুন) সকাল ৬টা পর্যন্ত চলবে বিএনপি’র ডাকা এই অবরোধ।
অবরোধের শুরুতে জেলা শহরের মহাজনপাড়া এলাকার প্রধান সড়কে টায়ারে আগুন দিয়েছে পিকেটাররা। এছাড়া ভোরে মাটিরাঙা উপজেলার বাইল্যাছড়ি এলাকায় খাগড়াছড়ি-ঢাকা ও খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে গাছ ফেলে প্রতিবন্ধকতা তৈরি করেছে অবরোধকারীরা।
এ অবরোধে সকালে জেলা শহরের স্বনির্ভর এলাকা, বাস স্টেশন, চেঙ্গী স্কয়ার, অন্যান্য স্থানে পাবলিক বাস, বিভিন্ন ধরণের যানবাহন চলাচল তেমন দেখা যায় নি। তবে সকাল সাড়ে ৮টা থেকে কিছু সংখ্যক টমটম(অটো) ও বিভিন্ন স্কুলের পরীক্ষার্থীদের বহন করা ছোটখাটো যানবাহন যাতায়াত করতে দেখা যায়। এ চলমান অবরোধের মাঝেও কর্মস্থল খোলা থাকায় কর্মজীবী মানুষদের পায়ে হেঁটে নিজ নিজ কর্মস্থলে যেতে দেখা গেছে।
জেলা শহরে হালকা যান, ব্যাটারিচালিত ইজিবাইক চলাচল করলেও ছেড়ে যায়নি দুরপাল্লার কোনো পরিবহন। অবরোধের কারণে জেলার আভ্যন্তীরণ সড়কগুলোতেও সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। এতে করে চরম দুর্ভোগে পড়েছে খাগড়াছড়ি ও সাজেক ভ্রমণে আসা পর্যটকরা। খাগড়াছড়ি জেলা সদরে আটকা পড়েছে কয়েক ‘শ পর্যটক। পর্যটকদের অভিযোগ, প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের সহযোগিতা পাচ্ছেন না তারা।