বুধবার ● ৮ জুন ২০২২
প্রথম পাতা » দিনাজপুর » ঘোড়াঘাটে আন্তঃজেলা গরু চোর চক্রের ৪ সদস্যকে আটক
ঘোড়াঘাটে আন্তঃজেলা গরু চোর চক্রের ৪ সদস্যকে আটক
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি :: দিনাজপুরের ঘোড়াঘাটে আন্তঃজেলা গরু চোর চক্রের ৪ সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় উদ্ধার করা হয়েছে ৩টি চোরাই গরু ও জব্দ করা হয়েছে চুরির কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান।
আটককৃতরা হলেন, দিনাজপুরের পার্বতীপুর উপজেলার মৃতঃ আঃ ছাত্তারের ছেলে অব্দুল কাদের (৫০) ও নবাবগঞ্জ উপজেলার মৃতঃ ফসির উদ্দিনের ছেলে মজিদুল ওরফে মইদুল (৩৫)। অপর দুজন হলো বগুড়া জেলা সদর এলাকার মৃতঃ সাদেক মন্ডলের ছেলে পিকআপ ড্রাইভার তোফাজ্জল (৪৭), ও মৃতঃ জাহিদুলের ছেলে গড়ীর হেলপার ছমির উদ্দিন ওরফে ডাবলু (২৮)।
জানা যায়, ঘোড়াঘাট থানার উপ-পরিদর্শক জিয়াউর রহমানের নেতৃত্বে সহকারী উপ-পরিদর্শক আমজাদ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে সকালে ঘোড়াঘাট-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে পৌরসভার নিতাই সাহা নামক স্থানে কারিগরি কলেজের সামনে চেকপোস্টে ডিউটি কালীন সময়ে সন্দেহভাজন একটি পিকআপ গাড়িকে থামায়। এ সময় পিকআপ ভ্যানে ৩ টি গরু দেখতে পেয়ে পুলিশ তাদের গরু সহ প্রয়োজনীয় কাগজপত্র দেখতে চাইলে তারা পালানোর চেষ্টা করলে পুলিশ তাদের আটক করে গরুগুলি উদ্ধার পূর্বক পিকআপ ভ্যানটি (যাহার নাম্বার নঁওগা-ড-১১-০০৪০) জব্দ করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে ঘোড়াঘাট থানার ওসি আবু হাসান কবির জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে আটককৃতরা আন্তঃজেলা চোর চক্রের সদস্য। ইতোমধ্যে তাদের বিরুদ্ধে একটি চোরাই মামলা রুজু করা হয়েছে। আজ বুধবার ৮ জুন সকালে তাদের দিনাজপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।