শনিবার ● ২৬ মার্চ ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিশ্বনাথে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা
বিশ্বনাথে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা
বিশ্বনাথ ( সিলেট ) প্রতিনিধি :: (২৬ মার্চ ২০১৬ : বাংলাদেশ সময় রাত ১১.৪০মিঃ) সিলেট-২ আসনের সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগে সাধারণ সম্পাদক আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী বলেছেন, মুক্তিযোদ্ধারা জাতির সূর্য সন্তান৷ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘোষণায় নিজেদের জীবন বাজি রেখে মুক্তিযোদ্ধারা মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে ছিলেন বলেই আমরা আজ স্বাধীন হয়েছি৷ মুক্তিযোদ্ধদের ঋন কোন কিছুর মাধ্যমে শোধ করা সম্ভব হবে না৷ তিনি আরও বলেন, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে শিক্ষা, স্বাস্থ্য, চিকিত্সা, বিদ্যুত্, যোগাযোগসহ সকল ক্ষেত্রে সমভাবে উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়িত হচ্ছে ৷ আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের আমলেই যুদ্ধাপরাধীদের বিচার কার্যক্রম ও রায় বাস্তবায়ন হওয়ার ফলে জাতি হচ্ছে কলঙ্কমুক্ত৷
তিনি ২৬ মার্চ শনিবার মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সিলেটের বিশ্বনাথে উপজেলা প্রশাসন আয়োজিত ‘বীরমুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারবর্গের’ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথাগুলো বলেন৷ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মাশহুদুর কবীর’র সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সোলায়েমান হোসাইন’র সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল আখতার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ওয়াহিদ আলী, বিশ্বনাথ থানার ওসি (তদন্ত) মাসুদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আমির আলী চেয়ারম্যান, আওয়ামী লীগ নেতা নূরম্নল ইসলাম৷ অনুষ্ঠানের শুরম্নতে কোরআন তেলাওয়াত করেন মুক্তিযোদ্ধা আজিজুর রহমান ও স্বাগত বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা ছৈফ উল্লাহ ৷
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার তৈয়ব আলী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বিভাষ চন্দ্র মাণী, উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক নিখিল পাল, আইন সম্পাদক শফিক উদ্দিন স্বপন, প্রবাসী আওয়ামী লীগ নেতা মাহবুব মিয়া, রফিক মিয়া, বিশ্বনাথ সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুফি শামছুল ইসলাম, সাধারণ সম্পাদক মহব্বত আলী, খাজাঞ্চী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শংকর চন্দ্র ধর, আওয়ামী লীগ নেতা শাখাওয়াত হোসেন, মিজানুর রহমান মিজান, আবদুল জলিল জালাল, আবু-বক্কর ফয়ছল, উপজেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক আরান দেব, উপজেলা যুবলীগের আহবায়ক মকদ্দছ আলী, যুগ্ম আহবায়ক আলতাব হোসেন, যুবলীগ নেতা হাবিবুর রহমান মিনু, আবদুর রুপ, তাজুল ইসলাম, উপজেলা সেচ্ছাসেবক লীগের অর্থ সম্পাদক সেলিম আহমদ, উপজেলা ছাত্রলীগের আহবায়ক ফয়জুল ইসলাম জয়, ছাত্রলীগ নেতা সায়েদ আহমদ, বিশ্বনাথ ডিগ্রি কলেজ ছাত্রলীগ নেতা মিয়াদ আহমদ ও উপজেলা তরুণ লীগের সাধারণ সম্পাদক আবদুল বাতিন প্রমুখ৷