মঙ্গলবার ● ১৪ জুন ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম » চুয়েটে ছাত্রলীগের দু’গ্রুপ মুখোমুখী অবস্থান : ক্লাস বর্জন
চুয়েটে ছাত্রলীগের দু’গ্রুপ মুখোমুখী অবস্থান : ক্লাস বর্জন
আমির হামজা, স্টাফ রিপোর্টার :: গত ১১ জুন শনিবার রাতে চট্টগ্রাম শহরে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফলের একটি অনুষ্ঠানে চুয়েটের শিক্ষার্থীদের একটি গ্রুপ যোগ দেয়। অনুষ্ঠান শেষ করে নওফেল সমর্থক গ্রুপ ৯টায় বাস ছাড়ার কথা থাকলেও ৩০মিনিট দেরীতে বাস ছাড়ে। এনিয়ে বাসে থাকা চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আ.জ.ম নাছির উদ্দিন সমর্থক গ্রুপের সাখে বাকবিতান্ডা হয়। পরে তা ক্য্যম্পাসে মামারমারিতে রুপ নেয়। দুই পক্ষ হাতে লাঠি, রামদা নিয়ে সংর্ঘষে জড়িয়ে পড়ে। এসময় কিউকে হলের ছাদ থেকে ছোঁড়া ইটের আঘাতে যন্ত্রকৌশল বিভাগের তৌহিদুর রহমান তামিম নামে চতুর্থ বর্ষের (১৭ ব্যাচ) এক সাধারণ শিক্ষার্থী ও রামসান নামের আরেক সাধারণ শিক্ষার্থী আহত হয়। ল্যাব থেকে ফেরার পথে রাম দা দিয়ে কুপিয়ে রক্তাক্ত করা হয় তড়িৎ কৌশল বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র রাফসানকে। দুই সাধারন শিক্ষার্থী আহত হওয়ার ঘটনায় রবিবার দুপুরের শেষে আবারো ও দু’পক্ষ একে অপরের বিরুদ্ধে শ্লোগান ও পাল্টা শ্লোগান দিতে থাকে। এক গ্রুপ শেখ রাসেল হলে একে অপর পক্ষের রুমের তালা ভেঙ্গে ফেলে। এরপর রুমে প্রবেশ করে তাদের বিছানাপত্র রুমের বাইরে ছুঁড়ে ফেলে দিয়ে স্লোগান দিতে থাকে।
গত শনিবার রাতের ঘটনার সূত্র ধরে শেখ রাসেল হল, শহীদ তারেক হুদা হল ও শাহ হলের কিছু শিক্ষার্থী একত্রিত হয়ে ড. কিউকে হলের দিকে যায় এবং বিভিন্ন শ্লোগান দিতে থাকে।
এ ঘটনার পর থেকে চুয়েটে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। ঘটনার বিষয়ে জানতে চাইলে ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক ডা. মো. রেজাউল করিম বলেন, ক্যাম্পাস বন্ধের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। ক্যাম্পাসে আসার সময় দু’ছাত্রের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে তা কম্প্যাস পর্যন্ত ছড়িয়ে পড়ে। চুযেটে শিক্ষার্থীদের দু’গ্রুপের সংঘর্ষের ঘটনার দু’সাধারন শিক্ষার্থী আহত হওয়ার প্রতিবাদে গতকাল ১৩ জুন সোমাবার চুয়েটে সাধারন শিক্ষার্থীরা ক্লাস বর্জন করেন।
এ রির্পোট লেখা পষর্ন্ত চুয়েটে দু’গ্রুপ মুখোমুখী অবস্থান নিয়েছে।
এব্যাপারে রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুনের কাছে জানতে চাইলে তিনি বলেন, দু’গ্রুপের সংর্ঘষের ঘটনার পর চুয়েটে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সোমবার চুয়েটে সাধারন শিক্ষার্থীরা ঘটনার প্রতিবাদে ক্লাস বর্জন করেছেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে।