রবিবার ● ২৭ মার্চ ২০১৬
প্রথম পাতা » খুলনা বিভাগ » ঝিনাইদহে বিএনপি’র স্বাধীনতা দিবস উদযাপন
ঝিনাইদহে বিএনপি’র স্বাধীনতা দিবস উদযাপন
ঝিনাইদহ প্রতিনিধি :: ঝিনাইদহের যথাযথ মর্যাদা বিসত্মারিত কর্মসুচির মধ্য দিয়ে পালিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ৷ এ উপলক্ষে শনিবার সকাল সাড়ে ৬ টায় স্থানীয় শহীদ স্বৃতি সৌধে মুক্তিযুদ্ধে শহীদদের স্মরনে পুষ্প মাল্য অর্পন করা হয়৷ প্রথমে জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার, পুলিশ সুপার আলতাফ হোসেন, জেলা আওয়ামীলীগ, সরকারী কেসি কলেজ এরপর একে একে ঝিনাইদহ প্রেসক্লাব, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, সিভিল সার্জন, উপজেলা প্রশাসন সহ বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান, স্কুল কলেজ ও সাংস্কৃতিক সংগঠন সহ সর্বস্তরের মানুষ পুষ্প মাল্য অর্পন করে ৷ এছাড়া দিনব্যাপী বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে কুচকাওয়াজ, খেলাধুলা সহ বিভিন্ন কর্মসুচি পালিত হবে ৷ শনিবার বেলা ১১ টার দিকে ঝিনাইদহ জেলা বিএনপি স্থানীয় ওয়াজের আলী স্কুল মাঠ থেকে এক বর্নাঢ্য র্যালী বের করে ৷ রং-বেরঙের ব্যানার, ফেষ্টুন নিয়ে বিএনপি শহরে স্বাধীনতা দিবসে শো ডাউন করে ৷ শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে ঝিনাইদহ জেলা বারের সভাপিত এস,এম মশিউর রহমানের সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি মসিউর রহমান, জেলা বিএনপির সাধারন সম্পাদক আব্দুল মালেক, এম এ মজিদ, জাহিদুজ্জামান, আকতারুজ্জামান, আব্দুল মজিদ বিশ্বাস, আব্দুল আলিম, শাহাজাহান আলী, জিয়াউল ইসলাম ফিরোজ, সাইফুল ইসলাম, আনোয়ারুল ইসলাম বাদশা, প্রভাষক জাহাঙ্গীর হোসেন, আশরাফুল ইসলাম পিন্টু, মীর ফজলে ইলাহী শিমুল, আব্দুল কুদ্দুস ও সাংবাদিক জাহিদুর রহমান তারিক ৷