রবিবার ● ২৭ মার্চ ২০১৬
প্রথম পাতা » অপরাধ » বিশ্বনাথে দুই উপজেলাবাসীর সংঘর্ষ : আহত অর্ধশতাধিক
বিশ্বনাথে দুই উপজেলাবাসীর সংঘর্ষ : আহত অর্ধশতাধিক
বিশ্বনাথ ( সিলেট ) প্রতিনিধি ::(২৭ মার্চ ২০১৬ : বাংলাদেশ সময় রাত ৯.২০মিঃ) বিজয় মিছিল করাকে কেন্দ্র করে সিলেটের বিশ্বনাথ উপজেলার খাইয়া-খাইড় বাজারে দুই উপজেলাবাসীর সংঘর্ষে সাবেক ইউপি চেয়ারম্যানসহ প্রায় অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছে ৷ রোববার বিকেলে খাইয়া-খাইড় বাজারের পার্শবর্তি মাঠে অনুষ্ঠিত ‘৪র্থ আবু-আল রশিদ ফুটবল টুর্নামেন্ট’র কোয়াটার ফাইনাল খেলা ট্রাইবেকারে বিশ্বনাথ উপজেলার সোনালী সংঘ দক্ষিণ বিশ্বনাথ ৩-০ গোলের ব্যবধানে ওসমানী নগর উপজেলার পশ্চিম খাইয়া-খাইড় ফুটবল একাদ্বশ পরাজিত করে৷
খেলা শেষে বিশ্বনাথ উপজেলার লোকজন আনন্দ মিছিল বের করেন৷ এসময় আনন্দ মিছিল করতে আপত্তি করেন ওসমানী নগরের ফুটবল দলের সদস্যরা ৷ এনিয়ে উভয় উপজেলার লোকজন বাগবিতন্ডা শুরু করেন ৷ বাগবিতন্ডার এক পর্যায়ে দুই উপজেলাবাসীর লোকজন দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন ৷ প্রায় আধা ঘন্টা চলে এই সংঘর্ষ৷ সংঘর্ষে বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছয়ফুল হক’সহ দুই উপজেলার প্রায় অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন ৷ সংঘর্ষে অন্যান্য আহতরা হলেন- কবির মিয়া, তকু মিয়া, হুমিয়ার আলী, সন্টু মিয়া, বাচ্চু মিয়া প্রমুখসহ আহতরা চিকিত্সাধীন রয়েছেন ৷
সংঘর্ষের সত্যতা স্বীকার করেন বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল হাই বলেন, ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করা হয়েছে ৷ বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে বলে তিনি জানান ৷