মঙ্গলবার ● ৯ আগস্ট ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে তিন চোর আটক
রাউজানে তিন চোর আটক
আমির হামজা, রাউজান প্রতিনিধি :: ওরা তিন কিশোর বন্ধু মিলে কর্মের ফাঁকে ফাঁকে মানুষের ঘরে ডুকে চুরি করতো। আবার কখনো কখনো চোরের মাল কিনে অপরের কাছে বিক্রিও করতো। সর্বশেষ ফাঁদ পেতে এই কিশোর চোরচক্রকে আটক করল রাউজান থানা পুলিশ। তাদের স্বীকারোক্তি নিয়ে উদ্ধার করল চুরি করা টিভি,ফ্রিজ,পাখাসহ বেশ কিছু জিনিষ। রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুণ জানিয়েছেন তিন কিশোর চোর গত ৩ আগষ্ট রাউজানের নন্দিপাড়ার প্রয়াত শ্যামল ভট্টচার্য্য এর বাড়িতে জানালা কেটে প্রবেশ করে নিয়েছিল টিভি-ফ্রিজ, পাখা, কম্প্রোসার মেশিন, গ্যাস সিলিন্ডারসহ নিত্যপ্রয়োজনীয় জিনিষপত্র। চুরি ঘটনার আগে পরিবারের সদস্যরা ঘরে তালা দিয়ে বাইরে বেড়াতে গিয়েছিলেন। গৃহস্থের অনুস্থিতিতে তারা চুরি করার কৌশল নেয়। চুরি এই অভিযোগ পেয়ে পুলিশ চোর চক্রটিকে ধরার কৌশল নিয়ে এতদিন কাজ করেছে। সর্বশেষ ৮ আগস্ট ভোরে চোর চক্রটিকে সনাক্তের পর তাদের আটক করে চুরির ঘটনা উদঘাটন করা হয়েছে। পরে তাদের স্বীকারোক্তি অনুসরণ করে বিভিন্ন বাড়ি থেকে তাদের বিক্রিকরা জিনিষপত্র উদ্ধার করেছে। উদ্ধার করা জিনিষপত্র সনাক্ত করেছেন এসব জিনিষের মালিক প্রয়াত শ্যামল ভট্টচার্যের স্ত্রী ইলা ভট্টচার্য্য। তিনি গতকাল সোমবার এই চুরির ঘটনায় তিন চোরের বিরুদ্ধে মামলা দায়ের করে। দুপুরে আটক তিন চোরকে মামলার আসামী হিসাবে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। আটক তিন চোর হচ্ছে রাউজান পৌরসভার ৫নম্বর ওয়ার্ডের আবদুল গাফফার সুলালের ছেলে মোফচ্ছেল হোসেন ওরফে আরিফ চৌধুরী (২০) , একই এলাকার মো. সুলতানের ছেলে মো. তাহের হোসেন ওরফে রিয়াদ ( ২১) ও নোয়াখালি জেলার হাতিয়া থানার দিদার হোসেনের ছেলে ও রাউজান বাঘপুকুর পাড়ে বসবাসকারি মো. হাসান (১৯)।
রাউজান পৌরসভায় বঙ্গমাতার জম্মদিনে সেলাই মেশিন বিতরণ
রাউজান :: বঙ্গমাতা ফজিলতুনেছা মুজিবের ৯২ তম জম্মদিনে রাউজান পৌরসভা আলোচনা সভা ও দুঃস্থ নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেছে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন মেয়র জমির উদ্দিন পারভেজ। পৌরসভার কর্মকর্তা আরফানুল ইসলাম আবিরের সঞ্চলনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন রাউজান কাউন্সিলর জানে আলম জনি, মহিলা কাউন্সিলর জানাতুল ফেরদৌস ডালি, জেবু নেসা, রাউজান প্রেস ক্লাবের সভাপতি শফিউল আলম, রাউজান প্রেস ক্লাবের সাবেক সভাপতি মীর আসলাম, প্রদীপ শীল, জাহেদুল আলম, তৈয়ব চৌধুরী, রাউজান পৌরসভার সচিব অনিল চন্দ্র ত্রিপুরা, সহকারী প্রকৌশলী ওয়াসিম আকরাম, আওয়ামী লীগ নেতা নাঈম উদ্দিন চৌধুরী, হারুনুর রশিদ চৌধুরী টিপু, যুবলীগ নেতা কাজী রাশেদ, আবু সালেক, সাবের উদ্দিন, ছাত্রলীগ নেতা নাসির উদ্দিন প্রমুখআলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন রাউজান প্রেস ক্লাবের অর্থ সম্পাদক হাবিবুর রহমান, সদস্য শাহাদাৎ হোসেন সাজ্জাদ। আলোচনা সভা শেষে পৌর এলাকার দুঃস্থ অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন মেয়র জমির উদ্দিন পারভেজ।