শনিবার ● ২০ আগস্ট ২০২২
প্রথম পাতা » অপরাধ » আত্রাইয়ে ভাই ভাই হোটেল মালিককে জরিমানা
আত্রাইয়ে ভাই ভাই হোটেল মালিককে জরিমানা
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাইয়ে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন করায় ভাই ভাই হোটেল এন্ড রেস্টুরেন্ট মালিককে ১৫হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার দুপুরে উপজেলার সাব-রেজিস্ট্রি অফিস সংলগ্ন এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি ও এক্সকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজী মোহাম্মদ অনিক ইসলাম।
এ বিষয়ে বিচারক বলেন, বাইরে চাকচিক্য সাজিয়ে ভিতরে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার পরিবেশন হচ্ছিল এমন অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১৫হাজার টাকা জরিমানা করা হয়।
আত্রাইয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে র্যালী
আত্রাই :: নওগাঁর আত্রাইয়ে ভগবান শ্রীকৃষ্ণের ৫২৪৮ তম জন্মাষ্টমী তিথি উদযাপন করা হয়েছে।
শুক্রবার ১৯ আগষ্ট সকালে উপজেলা সদর সাহেবগঞ্জ কেন্দ্রীয় মন্দিরে উপজেলা সকল সনাতন ধর্মাবলম্বী (হিন্দু সম্প্রদায়) এর ব্যানারে উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ এর তত্ত্বাবধানে আলোচনা সভা ও মঙ্গল শোভাযাত্রা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে মঙ্গল শোভাযাত্রার উদ্বোধন করেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন হেলাল। জন্মাষ্টমী উদযাপন কমিটির সভাপতি বীরেন্দ্রনাথ পালের সভাপতিত্বে উপজেলা পরিষদ চেয়ারম্যান এবাদুর রহমান প্রামানিক, ইউএনও ইকতেখারুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) কাজী মোহাম্মদ অনিক ইসলাম, ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম ও হাফিজুল ইসলাম, ওসি তদন্ত লুৎফর রহমান, উপজেলা আ’লীগ সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল, সম্পাদক আক্কাছ আলী, সহসভাপতি চৌধুরী গোলাম মোস্তফা বাদল, আজিজুর রহমান পলাশ, সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বি জুয়েল, ইউপি চেয়ারম্যান নাজিম উদ্দিন মন্ডল, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ সভাপতি স্বপন কুমার দত্ত, সম্পাদক অমরেন্দ্র নাথ সাহা প্রমুখ বক্তব্য রাখেন।
আলোচনা শেষে সংসদ সদস্য আনোয়ার হোসেন হেলাল এর নেতৃত্বে মঙ্গল শোভাযাত্রা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে সাহেবগঞ্জ সার্বজনীন কেন্দ্রীয় মন্দিরে গিয়ে শেষ হয়।
এছারা উপজেলা পূজা উদযাপন পরিষদ ও শ্রী শ্রী গীতা সংঘ আলাদা আলাদা ব্যানারে অনুষ্ঠান পালন করেন।
আত্রাইয়ে বৃক্ষ রোপন ও দোয়া মাহফিল
আত্রাই :: নওগাঁর আত্রাইয়ে নবাবের তাম্বু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষ রোপন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার দুপুরে উপজেলার নবাবের তাম্বু সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ১ শত কুড়ি বছর পূর্তীতে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব, যুব লীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনিসহ ১৯৭৫ এর ১৫ আগষ্টে শাহাদত বরণকারী সকল শহীদের স্মরনে বৃক্ষ রোপন ও দোয়া করা হয়। এতে প্রধান অতিথি হিসাবে নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন হেলাল উপস্থিত থেকে ফলজ ও বনজ বৃক্ষের চারা রোপণ করেন। এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান এবাদুর রহমান প্রামানিক, ভাইস চেয়ারম্যান হাফিজুল ইসলাম, ওসি তদন্ত লুৎফর রহমান, ইউপি আ’লীগ সভাপতি আবুল হোসেন, যুবলীগ ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ও বিদ্যালয় সভাপতি রাফিউল ইসলাম,ছাত্রলীগ সভাপতি মাহদি মসনদ স্বরুপ, সম্পাদক হুমুয়ন কবির সোহাগ, ডিএসবি ওয়াজেদ হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক, গ্রামবাসী প্রমুখ উপস্থিত ছিলেন।