মঙ্গলবার ● ২৯ মার্চ ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে শ্রমিক অসন্তোষ : মহাসড়ক অবরোধ
গাজীপুরে শ্রমিক অসন্তোষ : মহাসড়ক অবরোধ
গাজীপুর জেলা প্রতিনিধি :: গাজীপুরের টঙ্গীতে বকেয়া বেতন-ভাতার পরিশোধের দাবি ও নানা অনিয়মের প্রতিবাদে একটি পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন ৷ এতে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় ৷ পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করলে আধাঘন্টা পর যানবাহন চলাচল শুরু হয় ৷ ২৭ মার্চ রবিবার দুপুরে টঙ্গীর বাস্তুহারা এলাকায় মার্ক স্টিচ নামের পোশাক কারখানার শ্রমিকরা এ বিক্ষোভ কর্মসূচি পালন করেন ৷
টঙ্গী থানার ওসি মো. আমিনুল ইসলাম আমাদের গাজীপুর জেলা প্রতিনিধি মুহাম্মদ আতিকুর রহমান আতিককে জানান, বাস্তুহারা এলাকার মার্ক স্টিচ পোশাক কারখানার শ্রমিকরা বকেয়া বেতন-ভাতার দাবিতে এবং কারখানা কর্তৃপক্ষের নানা অনিয়মের প্রতিবাদে বেলা দেড়টার দিকে বিক্ষোভ শুরু করেন ৷ পরে শ্রমিকরা সোয়া দুইটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাস্তুহারা এলাকায় অবস্থান নেন ৷ এতে মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় এবং তীব্র যানজটের সৃষ্টি হয়৷ যাত্রীরা পড়েন চরম ভোগান্তিতে ৷ খবর পেয়ে টঙ্গী পুলিশ ঘটনাস্থলে পৌছে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দিলে পৌনে ৩টার দিকে যানবাহন চলাচল শুরু হয় ৷ পরে শ্রমিকদের দাবি নিয়ে কারখানা কর্তৃপক্ষ আলোচনায় বসেন ৷