শনিবার ● ১৫ অক্টোবর ২০২২
প্রথম পাতা » ঢাকা » এ সরকারের অধীনে বিশ্বাসযোগ্য কোন নির্বাচনের সুযোগ নেই গাইবান্ধার উপনির্বাচন তা প্রমাণ করেছে : সাইফুল হক
এ সরকারের অধীনে বিশ্বাসযোগ্য কোন নির্বাচনের সুযোগ নেই গাইবান্ধার উপনির্বাচন তা প্রমাণ করেছে : সাইফুল হক
ঢাকা :: বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক জননেতা সাইফুল হক বলেছেন, দলীয় সরকারের অধীনে ইভিএম - ব্যালট কোন ব্যবস্থাতেই যে সুষ্ঠু, অবাধ ও বিশ্বাসযোগ্য নির্বাচন সম্ভব নয় গাইবান্ধার উপনির্বাচনে তা আরও একবার প্রমানিত হয়েছে। একটা আগ্রাসী সরকারের অধীনে যে নিরপেক্ষ নির্বাচনের কোন সুযোগ নেই তাও আরও একবার ধরা পড়ল।তিনি বলেন, যে নির্বাচন কমিশন সুষ্ঠুভাবে একটা উপনির্বাচন করার ক্ষমতা রাখে না তাদের পক্ষে তিনশত আসনে নিরপেক্ষ ও অবাধ নির্বাচন অনুষ্ঠানের কোন অবকাশ নেই।
তিনি বলেন, গত দুইটি নির্বাচনের মত বাংলাদেশে আর একটি জবরদস্তিমূলক তামাশার নির্বাচনের কোন অবকাশ নেই।তিনি বলেন,আন্দোলনে জিততে না পারলে ভোটের অধিকার, অবাধ নির্বাচনসহ কোন গণদাবিই অর্জন করা যাবে না।তিনি বলেন মানুষ ভয়কে জয় করে রাজপথে নামতে শুরু করেছে।
তিনি বলেন, সরকার থেকে যেভাবে খাদ্যসঙ্কট আর দূর্ভিক্ষের কথা বলা হচ্ছে তা জনমনে আতংক তৈরী করেছে।তিনি বলেন,সরকারের চুরি, দূর্নীতি,লুটপাট আর অব্যবস্থাপনার জন্য দেশ আজ বিপর্যয়ের মুখে। তিনি দূর্ভিক্ষের আগেই এই সরকারকে বিদায় দিতে দেশবাসীর প্রতি আহবান জানান। তিনি দেশ ও জনগণকে রক্ষায় রাজপথে ঐক্যবদ্ধ আন্দোলন জোরদার করার ডাক দেন।
পার্টির মহানগর কমিটির সভাপতি আকবর খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে বক্তব্য রাখেন পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য নারীনেত্রী বহ্নিশিখা জামালী,কৃষক জননেতা আনছার আলী দুলাল, মহানগর নেতা মোফাজ্জল হোসেন মোশতাক কামরুজ্জামান ফিরোজ, মোঃ সালাউদ্দিন,সংহতি বক্তব্য রাখেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব এপোলো জামালী, শ্রমিক নেতা অরবিন্দু বেপারি বিন্দু, গণতন্ত্র মঞ্চ ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের নেতা ইমরান ঈমন, গণতান্ত্রিক বাম ঐক্যের সমন্বয়ক আবুল কালাম আজাদ, কৃষক নেতা সিকদার হারুন মাহমুদ, শ্রমিক নেতা অরবিন্দু বেপারি বিন্দু,, মোহাম্মদ রিয়েল প্রমুখ।
উদ্বোধনী সমাবেশের পর লাল পতাকা সম্বলিত মহানগর পার্টির একটি বর্নাঢ্য মিছিল তোপখানা রোড বিজয়নগর,সেগুনবাগিচা প্রদক্ষিণ করে পার্টি অফিসে এসে শেষ হয়।
বিকালে সেগুনবাগিচায় সংহতি মিলনায়তনে সম্মেলনের কাউন্সিল অধিবেশন শুরু হয়েছে।