বৃহস্পতিবার ● ৩১ মার্চ ২০১৬
প্রথম পাতা » খাগড়াছড়ি » মাটিরাঙ্গা কাঠ ব্যাবসায়ী সমবায় সমিতি নির্বাচন-২০১৬ সম্পন্ন
মাটিরাঙ্গা কাঠ ব্যাবসায়ী সমবায় সমিতি নির্বাচন-২০১৬ সম্পন্ন
মাটিরাঙ্গা প্রতিনিধি :: উত্সাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মাটিরাঙ্গা ব্যাবসায়ীদের শীর্ষ সংগঠন মাটিরাঙ্গা কাঠ ব্যাবসায়ী সমবায় সমিতি’র নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ৷ নির্বাচনে সভাপতি পদে মাটিরাঙ্গা উপজেলা যুবলীগের সভাপতি ও মাটিরাঙ্গা কাঠ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো: রফিকুল ইসলাম ৬০ ভোট পেয়ে সভাপতি পদের আরেক হেবিওয়েট প্রার্থী মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মো: শামছুল হক’কে হারিয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন৷ গননা শেষে ভোটের হালচিত্রে জানা গেছে সভাপতি পদে রফিুল ইসলাম-৬০ আর মো: শামছুল হক পেয়েছেন ৪২ ভোট ৷
গত বুধবার সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত টানা ভোট গ্রহণ শেষে নির্বাচন কমিশনার মাটিরাঙ্গা উপজেলা সমবায় অফিসার প্রভাকর চৌধুরী নির্বাচনের ফলাফল ঘোষণা করেন৷ এ নির্বাচনে সমিতির ১শত ১২জন সদস্য তাদের নতুন নেতৃত্ব নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করেছে ৷
অন্যদিকে সাধারণ সম্পাদক পদে মাটিরাঙ্গা পৌর আওয়ামী লীগের সভাপতি মো: হারুনুর রশিদ ফরাজীকে হারিয়ে ৭৫ ভোট পেয়ে কাঠ ব্যবসায়ীদের সংগঠনের বিশিষ্ট সংগঠক ডা: মো: আবদুল মুনাফ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ৷ হারুনুর রশিদ ফরাজী পেয়েছেন ৩২ ভোট ৷
সহ-সভাপতি পদে মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. সোহরাব হোসেনকে পরাজিত করে রেকর্ড ৯৩ ভোট পেয়ে মো: মনির হোসেন সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন ৷ সোহরাব হোসেন পেয়েছেন মাত্র ১৬ ভোট ৷
এর আগে সকাল ১০টার দিকে ভোট গ্রহণ কার্যক্রম পরিদর্শন করেন সহকারী কমিশনার (ভূমি) ইমরুল কায়েস ৷ এ সময় তিনি ভোট গ্রহণ কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে বলেন, গণতান্ত্রিক পদ্ধতিতে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনেই যথাযথ নেতৃত্ব তৈরী সম্ভব ৷