মঙ্গলবার ● ১৮ অক্টোবর ২০২২
প্রথম পাতা » ঢাকা » পার্বত্য কমপ্লেক্সে শেখ রাসেল দিবস উদযাপিত
পার্বত্য কমপ্লেক্সে শেখ রাসেল দিবস উদযাপিত
ঢাকা :: আজ ঢাকার বেইলি রোডস্থ পার্বত্য কমপ্লেক্সে শেখ রাসেল দিবস-২০২২ উদযাপিত হয়। সকাল ৮ টায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে শেখ রাসেল স্মৃতি প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
শেখ রাসেল দিবস-২০২২ উদযাপন অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এসময় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সত্যেন্দ্র কুমার সরকার, যুগ্ম সচিব (প্রশাসন) আলেয়া আক্তার, যুগ্ম সচিব (পরিষদ) মো. জাহাঙ্গীর আলম এনডিসি, যুগ্মসচিব (উন্নয়ন) মো. হুজুর আলী, উপসচিব (প্রশাসন-১) সজল কান্তি বড়ুয়া, উপসচিব (সমন্বয়) আশীষ কুমার সাহা, উপসচিব ও মন্ত্রীর একান্ত সচিব মো. লিয়াকত আলী খান উপস্থিত ছিলেন।
শেখ রাসেল দিবস-২০২২ উপলক্ষে আজ দুপুর ১২ টায় মন্ত্রণালয়ের সভাকক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।