শনিবার ● ২২ অক্টোবর ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাঙামাটি জেলা সম্মেলনে সভাপতি হাশেম ও সম্পাদক জগৎমিত্র
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাঙামাটি জেলা সম্মেলনে সভাপতি হাশেম ও সম্পাদক জগৎমিত্র
সংবাদ বিজ্ঞপ্তি :: আজ ২২ অক্টোবর-২০২২ শনিবার বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাঙামাটি পার্বত্য জেলা কমিটির সম্মেলন পার্টির অস্থায়ী কার্যালয় রাঙামাটি জেনারেল হাসপাতাল এলাকায় সকাল ১০টায় অনুষ্ঠিত হয়।
কমরেড আবুল হাশেমের সভাপতিত্বে অনুষ্ঠিতব্য এ সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর সদস্য আকবর খান।
প্রধান অতিথির বক্তব্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর সদস্য আকবর খান বলেন, গায়ের জোরে ক্ষমতায় টিকে থাকা এ কর্তৃত্ববাদী সরকারের দুঃশাসন ও নিপীড়নমূলক ব্যবস্থা থেকে রেহায় পেতে হলে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। জনগণের ভোটের এবং ভাতের অধিকার ফিরে পেতে রাজপথে আন্দোলন সংগ্রামের মাধ্যমে এ ভোট ডাকাত সরকারকে পদত্যাগে বাধ্য করার বিকল্প নাই। তিনি আওয়ামীলীগ সরকারকে অন্তর্বতীকালিন সরকারের কাছে রাষ্ট্রিয় ক্ষমতা হস্তান্তর আহবান জানান। অন্তর্বতীকালিন সরকার নিরপেক্ষ নিবার্চন কমিশন দ্বারা স্বচ্ছ ব্যালটের মাধ্যমে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত করবে।
এসময় বক্তব্য রাখেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সদস্য নির্মল বড়ুয়া মিলন, জুঁই চাকমা, রাজস্থলী উপজেলার রেজাউল আলম, বরকল উপজেলার নিউটন চাকমা, লংগদু উপজেলার শিখা চাকমা, সদর উপজলার তাসলিমা আক্তার, রাঙামাটি পৌর কমিটির জগৎমিত্র চাকমাসহ পার্টির জেলা ও উপজেলা নেতৃবৃন্দ।
বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির দশম কংগ্রেস উপলক্ষে রাঙামাটি পার্বত্য জেলার ৪র্থ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এবারের রাঙামাটি পার্বত্য জেলার ৪র্থ সম্মেলন রাঙামাটি সদর, কাউখালী, লংগদু , বরকল, রাজস্থলী উপজেলা ও রাঙামাটি পৌরসভা (শহর শাখা) এর প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গঠনতন্ত্রের ধারা-১৭ মোতাবেক সর্বসম্মতি ক্রমে রাঙামাটি পার্বত্য জেলার ১৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা ।
২য় পর্বে গঠিত রাঙামাটি পার্বত্য জেলা কমিটি নিন্ম রুপ :
সভাপতি কমরেড আবুল হাশেম, সাধারন সম্পাদক জগৎমিত্র চাকমা, সম্পাদক মন্ডলীর সদস্য নির্মল বড়ুয়া মিলন, বীর মুক্তিযোদ্ধা ডা. বাদল বরণ বড়ুয়া, কমরেড জুঁই চাকমা, এডভোকেট গফুর বাদশা ও শিখা চাকমা।
সদস্য তাসলিমা আক্তার (সদর), আব্দুল মান্নান রানা (শহর/পৌরসভা), হেলাল উদ্দীন (লংগদু), নিউটন চাকমা (বরকল), ছায়া রানী চাকমা (সদর), প্রনব চাকমা (লংগদু), বকুল আক্তার আখি (রাজস্থলী), বিরোহিনী চাকমা (শহর/পৌরসভা), রেজাউল আলম, শিবু মল্লিক (রাজস্থলী), আদর্শ রাণী চাকমা ও আব্দুল হালিম (সদর) ১৯ সদস্য বিশিষ্ট কমিটি পার্টির গঠনতন্ত্রের ধারা-১৭ এর উপধারা-৪ মোতাবেক আগামী ৩ বছর মেয়াদের জন্য গঠন করা হয়।