শনিবার ● ১৯ নভেম্বর ২০২২
প্রথম পাতা » ঢাকা » ভাসানীর জন্ম ও মৃত্যু দিবস জাতীয় মর্যাদায় পালনের আহবান
ভাসানীর জন্ম ও মৃত্যু দিবস জাতীয় মর্যাদায় পালনের আহবান
মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৬ তম মৃত্যুবার্ষিকীতে আজ সকালে টাংগাইলের সন্তোষে মওলানা ভাসানীর মাজারে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করে মহান নেতার সংগ্রামী জীবনের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান, কেন্দ্রীয় কমিটির সদস্য কামরুজ্জামান ফিরোজ, সংগঠক মীর রেজাউল আলম, মোহাম্মদ তারেকসহ টাংগাইলের স্থানীয় নেতৃবৃন্দ।
পুষ্পস্তবক অর্পণ করার পর উপস্থিত নেতা কর্মীদের উদ্দেশ্য পার্টির নেতা আকবর খান ভাসানীকে স্বাধীনতার স্বপ্নপুরুষ হিসাবে আখ্যায়িত করেন এবং বলেন মওলানা ভাসানী ও বাংলাদেশ এক অবিচ্ছিন্ন স্বত্বা।তিনি ছিলেন এই দেশের নিপীড়িত মজলুম মানুষের কন্ঠস্বর।তাঁর রাজনৈতিক উত্তরাধিকার এগিয়ে নিতে জুলুমের বিরুদ্ধে দেশের জনগণকে ঐক্যবদ্ধ গণসংগ্রাম জোরদার করতে হবে।
তিনি মওলানা ভাসানী জন্মদিন ও মৃত্যুদিন রাষ্টীয় মর্যাদায় পালনের আহবান জানান।