শনিবার ● ১৯ নভেম্বর ২০২২
প্রথম পাতা » অপরাধ » মানিকছড়িতে চোলাই মদসহ আটক-১
মানিকছড়িতে চোলাই মদসহ আটক-১
খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ি পার্বত্য জেলার মানিকছড়িতে যৌথ বাহিনীর অভিযানে ১’শ লিটার চোলাই মদ, ১বোতল ভারতীয় মদ ও মদ তৈরির সরঞ্জামসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
বুধবার(১৬ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার ৩নং যোগ্যাছোলা ইউনিয়নের গাড়িটানা ত্রিপুরা পাড়ায় যৌথ বাহিনীর এ অভিযান পরিচালনা হয়।
আটক ব্যাক্তি মানিকছড়ি উপজেলার উত্তর গাড়ীটানা এলাকার মৃত বরেন্দ্র কুমার ত্রিপুরার ছেলে রাসেল কুমার ত্রিপুরা(৩২)।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার ত্রিপুরা ও মারমা পল্লীগুলোতে নিয়মিত মদ তৈরি ও বিক্রিতে অপরাধ প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। ফলে নিয়মিত অভিযানের অংশ হিসেবে যৌথ বাহিনীর অভিযান পরিচালনা হয়। এ সময় ১’শ লিটার দেশীয় তৈরি চোলাই মদ, ১বোতল ভারতীয় মদ, মদ তৈরির সরঞ্জামাদিসহ রাসেল কুমার ত্রিপুরাকে আটক করা হয়।
মানিকছড়ি থানার ওসি মো. শাহনূর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে।