শনিবার ● ১৯ নভেম্বর ২০২২
প্রথম পাতা » খাগড়াছড়ি » নিখোঁজের ৭দিন পর মাটিরাঙ্গায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
নিখোঁজের ৭দিন পর মাটিরাঙ্গায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাঙ্গায় পাহাড়ের ঝোপের ভেতর থেকে গোলাপ ফুল ত্রিপুরা (৪০) নামে এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় মাটিরাঙ্গা পৌরসভার ১নং ওয়ার্ডের ইছাছড়া এলাকায় একটি পাহাড়ে ঝোপ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত গোলাপ ফুল ত্রিপুরা মাটিরাঙ্গার ১০নং মুসলিমপুর গ্রামের মনের কুমার ত্রিপুরার স্ত্রী। সে খাগড়াছড়ি সদরের ঠাকুরছড়া এলাকার বিন্নজয় ত্রিপুরার মেয়ে।
নিহতের স্বামী মনের কুমার ত্রিপুরা জানান, গত শুক্রবার বিকেলের দিকে সবজি খুঁজতে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি তা স্ত্রী। পরে আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজাখুজি করেও তাকে পাওয়া যায়নি। বাড়ি থেকে বের হওয়ার ৭দিনের মাথায় বিকালে স্থানীয়রা জমি থেকে বানর তাড়াতে গিয়ে পাহাড়ের ঝোপের ভেতর তার মরদেহ পড়ে থাকতে দেখে খবর দিলে তার স্বামী মরদেহ শনাক্ত করে।
পরে মাটিরাঙ্গা থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
এ ব্যাপারে মাটিরাঙ্গা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আমজাদ হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।