মঙ্গলবার ● ২২ নভেম্বর ২০২২
প্রথম পাতা » প্রধান সংবাদ » ত্রিশালে বালুবোঝাই ট্রাক-সিএনজি অটোরিকশার সংঘর্ষে নিহত ৫জনের পরিচয় মিলেছে
ত্রিশালে বালুবোঝাই ট্রাক-সিএনজি অটোরিকশার সংঘর্ষে নিহত ৫জনের পরিচয় মিলেছে
ময়মনসিংহ প্রতিনিধি :: ময়মনসিংহের ত্রিশালে বালুবোঝাই ট্রাকের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে পাঁচ যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় পুলিশ জানাতে না পারলেও পরবর্তীতে অটোরিকশার নিহত পাঁচ যাত্রীর পরিচয় পাওয়া গছে।
নিহতরা হলেন-ঈশ্বরগঞ্জ উপজেলার উঁচাখিলা গ্রামের নিজাম উদ্দিন (৪৫), তার স্ত্রী হোসনে আরা বেগম (৩৫), ফুলবাড়িয়া উপজেলার রাধাকানাই ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের নূরুল আমিনের ছেলে নির্মাণ শ্রমিক জাকির হোসেন (৩০) ও তার স্ত্রী খাইরুন নেছা (২২)। এছাড়াও নিহত সিএনজি অটোরিকশা চালক আনারুল ইসলাম (২৫) ঈশ্বরগঞ্জ উপজেলার গোল্লা গ্রামের বাসিন্দা।
রবিবার (২০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ময়মনসিংহ-গফরগাঁও সড়কের ত্রিশাল উপজেলার বালিপাড়া ইউনিয়নের ছোটপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ত্রিশাল থানার ওসি মাঈন উদ্দিন।
পুলিশ ও ফায়ার সার্ভিস জানান, সন্ধ্যার পর নিজাম উদ্দিন তার স্ত্রী হোসনে আরাকে নিয়ে নিজ বাড়ি ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা থেকে সিএনজি অটোরিকশায় ত্রিশাল যাচ্ছিলেন। পথে অপর দম্পতি জাকির হোসেন ও খাইরুন নেছা একই সিএনজিতে ওঠেন। সিএনজি বালিপাড়া থেকে ত্রিশালের উদ্দেশ্যে রওনা হলে পথে বালিপাড়ার ছোটপুল এলাকায় আসতেই বিপরীত দিক থেকে আসা একটি বালুবোঝাই ট্রাক সিএনজি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সিএনজি চালকসহ ৫জন নিহত হন।
ত্রিশাল থানার ওসি মঈন উদ্দিন এ সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রাক চালক ত্রিশালের বালিপাড়া ইউনিয়নের দক্ষিণ বিয়ারা গ্রামের মৃত রজব আলীর ছেলে তোফাজ্জল হোসেনকে আটক করা হয়েছে। ট্রাকটিকে জব্দ করা হয়েছে।