বুধবার ● ৩০ নভেম্বর ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে ১০ ব্যবসা প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরি
মিরসরাইয়ে ১০ ব্যবসা প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরি
আকতার হোসেন, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: মিরসরাইয়ে এক বাজারেই ১০ ব্যবসা প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৯ নভেম্বর) রাত আনুমানিক ২টা থেকে ৩ টার মধ্যে উপজেলার ৬ নং ইছাখালী ইউনিয়নের ঝুলনপুল বাজারে এই চুরির ঘটনা ঘটেছে।
চুরির ঘটনায় ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলো হলো মো. সেলিমের ঝর্ণা হার্ডওয়্যার, মো. পারভেজ এর (পারভেজ ষ্টোর) ৩ টি প্রতিষ্ঠান - মুদি দোকান, মুরগির দোকান, কাঁচামাল( সবজির) দোকান, মো. বাবলু’র বিসমিল্লাহ ক্লথ স্টোর, হারুনুর রশিদের সাব্বির টেলিকম, হাজী মো. এমদাদের- তারেক বাহারাজ (মুদি দোকান), নুর নবী’র নবী হার্ডওয়্যার, সামছুদ্দিনের কাঁচামালের দোকান ও মো. আলমের আলম স্টোর (মুদি দোকান)।
ক্ষতিগ্রস্ত দোকানদার মো. পারভেজ জানান, প্রতিদিনের মতো দোকান বন্ধ করে বাড়িতে চলে যাই। শেষ রাতের দিকে দোকান চুরির খবর পেয়ে বাজারে এসে দোকানের চার্টারের তালা ভাঙা ও ক্যাশের লক ভাঙা দেখতে পাই এবং ক্যাশে কোন টাকা নেই। আমার ৩ টি দোকান ছাড়াও চুরি হওয়া অন্যান্য ৭ টি দোকানের একই অবস্থা ছিলো। মোট দশটি প্রতিষ্ঠান থেকে নগদ প্রায় ২ লক্ষ টাকা চুরি হয়েছে বলে জানান ব্যবসয়ীরা। তবে একসাথে এতোগুলা ব্যবসা প্রতিষ্ঠানে চুরির ঘটনায় স্থানীয়দের মধ্যে আতংক বিরাজ করছে।
এসময় চোরের দল ঝুলনপুল বেনি মাধব উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটকের তালা ভাঙার চেষ্টা চালায় বলে স্কুলের সিসি টিভি ফুটেজ থেকে নিশ্চিত হওয়া যায়।
নাম প্রকাশ না করার শর্তে ঝুলনপুল বাজারের একাধিক ব্যবসায়ী দেড় বছর ধরে নৈশ প্রহরী না থাকা ও বাজার কমিটির অব্যবস্থাপনাকে দায়ী করে ক্ষোভ প্রকাশ করেন।
ড্রিম ক্লাব থেকে বিশ্বকাপ ফুটবলের ম্যাচ দেখে ফেরার পথে রিয়াজ উদ্দিন নামে এক ব্যক্তি মুখোশধারী চোরদের সামনে পড়লে তাকেও বেঁধে রাখা হয় এবং তার সাথে থাকা মাল্টিমিডিয়া মোবাইল সেট ছিনিয়ে নেয়।
ইছাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল মোস্তফা জানান, চুরির খবর পেয়ে ঝুলনপুল বাজার পরিদর্শন করেছি, আগামী আইনশৃঙ্খলা কমিটির মিটিংয়ে বিষয়টি উপস্থাপন করবো এবং ব্যবসায়ীদের সাথে মিটিং করে একটা প্রদক্ষেপ নেওয়া হবে।
ঝুলনপুল বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ডাঃ মনসুর আহমেদ চুরির ঘটনায় দুঃখ প্রকাশ করেন এবং চেয়ারম্যান, স্থানীয় ইউপি সদস্য, বাজারের দায়িত্বশীল ব্যবসায়ীদের সাথে বৈঠক করে ঘটনার রহস্য উদঘাটন ও বাজারে এরকম ঘটনা যাতে না ঘটে সেবিষয়ে উদ্যোগ নেওয়া হবে বলে জানান।
জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর হোসেন মামুন জানান, ঝুলনপুল বাজারে চুরির খবর পেয়ে ফোর্স পাঠানো হয়েছে এবং তদন্ত অব্যাহত রয়েছে তবে এবিষয়ে কেউ অভিযোগ দায়ের করেনি।





মিরসরাইয়ে ভাষা প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে ৬৩৩ জন শিক্ষার্থী
ভবিষ্যৎ উন্নয়ন যাত্রায় কম্পিউটার ইঞ্জিনিয়াররাই হবে অন্যতম শক্তি : চুয়েট ভিসি
ইন্টারন্যাসনাল পীস চট্টগ্রাম শাখার আয়োজনে বিশ্ব মানবধিকার দিবস পালন
চট্টগ্রাম পুস্তক ব্যবসায়ী ঐক্য পরিযদ নির্বাচনে অধ্যাপক প্রদীপ কুমার দত্ত বিপুল ভোটে নির্বাচিত
মিরসরাই কলেজে অভিবাবক সমাবেশ অনুষ্ঠিত
চুয়েটে শুরু হতে যাচ্ছে স্থাপত্য বিভাগের দুইদিনব্যাপী আর্ন্তজাতিক কনফারেন্স
জননিরাপত্তা নিশ্চিতকরণের দাবিতে মিরসরাইয়ে মানববন্ধন
মিরসরাইয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
ইগনাইট মিরসরাই’র নতুন কমিটি গঠন