শুক্রবার ● ২ ডিসেম্বর ২০২২
প্রথম পাতা » খাগড়াছড়ি » পানছড়িতে ১২ শিক্ষার্থীর জিপিএ ৫ পেয়েছে
পানছড়িতে ১২ শিক্ষার্থীর জিপিএ ৫ পেয়েছে
মো. হেলাল উদ্দিন, পানছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলা বছরের বেশির ভাগ সময় কেটেছে ঘরবন্দি। করোনার প্রভাব,বাকিটা অনলাইন ক্লাস এবং অ্যাসাইনমেন্ট। এমন সব কার্যক্রমের মধ্য দিয়ে এসএসসি ২০২২ পরীক্ষায় মেধার স্বাক্ষর রেখেছে খাগড়াছড়ির পানছড়ি উপজেলার মাধ্যমিক স্তরের শিক্ষার্থীরা।
এবার পানছড়ি উপজেলায় মাদ্রাসাসহ ১০টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের ৪টি শিক্ষা প্রতিষ্ঠানের ১২ জন শিক্ষার্থী জিপিএ ৫ অর্জন করে প্রত্যন্ত পানছড়িকে আনন্দে ভাসিয়ে তুলেছে।যার বেশির ভাগ আসে বিজ্ঞান বিভাগ থেকে,আর কয়েকটি আসে ব্যবসা ও মানবিক বিভাগ থেকে।এইছাড়া গত বছরের চাইতে এবছর পাশের হার ও জিপিএ ফাইভ দুই বেড়েছে।
এর মধ্যে পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয় জিপিএ ফাইভ এর দিকে এগিয়ে রয়েছে যার মধ্যে সাতজন আসে বিজ্ঞান বিভাগ থেকে আর একজন আসে ব্যবসা বিভাগ থেকে।
বিজ্ঞান বিভাগ থেকে রয়েছে শ্রাবন্তী দে ( টিনা) প্রতিভা চাকমা,রুমানা আক্তার, মাহফুজুর রহমান সিফাত,অনিক চাকমা,সুকীর্তি চাকমা,নুসরাত নাদিয়া এবং ব্যবসা বিভাগ থেকে লতিফা আক্তার টুম্পা।গতবছর এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে জিপিএ ফাইভ পেয়েছিল ৬ জন শিক্ষার্থী।
এবার পানছড়ি মডেল সরকারি উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ ৫ অর্জন করে দুজন শিক্ষার্থী। যার মধ্যে মানবিক বিভাগ থেকে সুদেব চাকমা আর বিজ্ঞান বিভাগ থেকে অনুরণ চাকমা।গতবছরও এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২ জন শিক্ষার্থী জিপিএ ৫ পেয়েছিল।
এবার দীর্ঘ বছর পর লোগাং বাজার উচ্চ বিদ্যালয়ের ব্যবসা বিভাগ থেকে জিপিএ ফাইভ অর্জন করে জান্নাতুল ফেরদৌস।
পূজগাং মুখ উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে অডিথ চাকমা জিপিএ ফাইভ পায়।গতবছর এই প্রতিষ্ঠান থেকে জিপিএ ফাইভ পেয়েছিল ২ জন শিক্ষার্থী।
এই কৃতী শিক্ষার্থীদের সাথে আলাপ কালে তারা জানান, বাবা, মা ও শিক্ষকদের অনুপ্রেরণায় এই ফলাফল অর্জন করেছি আমরা।আগামী দিন গুলোতে আমরা আরও ভালো ফলাফল করে সমাজ ও দেশের মুখ উজ্জ্বল করতে চাই।
পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অলি আহমেদ জানান, ‘বরাবরের মতই পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ের সাফল্য দেখিয়েছে।মূলত ঘরে ঘরে গিয়ে শিক্ষার্থীদের লেখাপড়ার খোঁজ খবর নেয়া, ক্লাসে পড়া বুঝে নেয়াসহ শিক্ষক-অভিভাবকদের চেষ্টার কারণে এমন সাফল্য এসেছে।’তিনি কৃতকার্য শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
পানছড়ি পূঁজগাঙ মুখ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিজয় কুমার দেব জানান,পূঁজগাঙ মুখ উচ্চ বিদ্যালয়ের একজন ছাত্র জিপিএ ফাইভ অর্জন করায় আমরা খুবই আনন্দিত।এই ছাড়া আমাদের বাজার উচ্চ বিদ্যালয় ও সরকারি মডেল উচ্চ বিদ্যালয়,লোগাং বাজার উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ ফাইভ অর্জন করায় আমরা অনেক অনেক বেশি আনন্দিত ও গর্বিত।এসএসসি ২০২২ পরীক্ষায় কৃতকার্য সব শিক্ষার্থীদের আমি অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।
এইছাড়া খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ ও টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ থেকে পানছড়ি উপজেলার দুইজন শিক্ষার্থী জিপিএ ফাইভ পায়।তারা হলো বিজ্ঞান বিভাগ থেকে জেনুইন চাকমা ও রিফাত আলবার।
এবার পানছড়িতে এসএসসি পরীক্ষায় ফলাফলে শতকরা পাশের হার ছিলো ৭০.৬৬%।