শুক্রবার ● ৯ ডিসেম্বর ২০২২
প্রথম পাতা » খাগড়াছড়ি » পানছড়িতে বেগম রোকেয়া দিবস পালিত
পানছড়িতে বেগম রোকেয়া দিবস পালিত
মো. হেলাল উদ্দিন, পানছড়ি প্রতিনিধি :: পার্বত্য খাগড়াছড়ি জেলা পানছড়ি উপজেলা আজ ৯ ডিসেম্বর শুক্রবার সকাল ৯ টায় উপজেলা পরিষদের সামনে মানববন্ধন ও মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মহিলা বিষয়ক কর্মকর্তা মনিতা বড়ুয়ার সভাপতিত্বে প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহি অফিসার রুবাইয়া আফরোজ, যুব উন্নয়ন কর্মকর্তা ঊষা মগ সাবেক উপজেলা চেয়ারম্যান বকুল চন্দ্র চাকমা,মুক্তিযোদ্ধা আলী আহাম্মদ, প্রেস ক্লাবের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি জয়নাথ দেব সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান গন উপস্থিত ছিলেন। একই দিনে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২২ উৎযাপিত হয়।
মানবসেবা ও শিক্ষা কল্যাণ ফাউন্ডেশনের মাসিক সভা অনুষ্ঠিত
পানছড়ি :: পানছড়ি উপজেলায় সামাজিক ও মানবিক সংগঠন মানবসেবা ও শিক্ষা কল্যাণ ফাউন্ডেশন ডিসেম্বর মাসের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ৯ ডিসেম্বর সকাল সাড়ে ৯ টার সময় পানছড়ি সদর ইউনিয়ন পরিষদের হলরুমে এই মাসিক সভা অনুষ্ঠিত হয়।
এতে সংগঠন এর সাধারণ সম্পাদক মিঠুন সাহার সঞ্চালনায় ও সভাপতি মতিউর রহমান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন পানছড়ি উপজেলা সংগঠন এর সহ-সভাপতি মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান,হারুনর রশীদ, অরুণ শীল,যুগ্ন সম্পাদক নজর ত্রিপুরা, অর্থ সম্পাদক গিয়াস উদ্দিন,সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম, প্রচার সম্পাদক নিখিল চাকমা,উপদেষ্টা মন্ডলির সদস্য নিমাই দেবনাথ
এই সময় উপস্থিত ছিলেন সংগঠন এর ,যুগ্ন সম্পাদক অনুরুপা ত্রিপুরাসহ,সদস্য মানিক সাঁওতাল, সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় নবেম্বর মাসের সকল প্রাপ্তি ও খরচ এর হিসাব তুলে ধরা হয়।এবং পরবর্তীতে সকল সদস্যদের মাসিক টাকা স্ব উদ্যোগে নিয়মিত পরিষদের জন্য বলা হয়।এবং এসএসসি ২০২২ পরীক্ষায় জিপিএ ফাইভ অর্জন কারী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়েছে ।