বৃহস্পতিবার ● ১৫ ডিসেম্বর ২০২২
প্রথম পাতা » খাগড়াছড়ি » পানছড়িতে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে পুনাক
পানছড়িতে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে পুনাক
মো. হেলাল উদ্দিন, পানছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ি পুলিশ নারী কল্যাণ সমিতি পুনাক এর উদ্যাগে পানছড়িতে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন।
বুধবার ১৪ ডিসেম্বর বেলা ৩টার সময় পানছড়ি থানার কম্পাউন্ডে পুনাক সভানেত্রী রেহানা ফেরদৌসীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি পুলিশ সুপার মো. নাইমুল হক পিপিএম উপস্থিত ছিলেন।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল জিনিয়া চাকমা,র সঞ্চালনায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার রামগড় সার্কেল মো. নাজিম উদ্দিন, পানছড়ি উপজেলা নির্বাহি অফিসার রুবাইয়া আফরোজ, মানিকছড়ি সার্কেল সিনিয়র সহকারি পুলিশ সুপার একে এম কামরুজ্জামান, থানার অফিসার ইনচার্জ মো. আনচারুল করিম। পুনাক এর সহ-সভানেত্রী নুসরাত আলম,রামগড় থানার অফিসার ইনচার্জ এর সহধর্মীনি নাহিদ আক্তার, ট্রাফিক ইন্সপেক্টর সহধর্মীনি পুনাক সদস্য শ্রাবনী পাল, সহ পুনাকের সকল সদস্য ও জেলার সকল থানার অফিসার ইনচার্জ বৃন্দ উপস্থিত ছিলেন।
শতাধিক কম্বল বিতরণ অনুষ্ঠানের বক্তব্যে খাগড়াছড়ি পুলিশ নারী কল্যাণ সমিতি পুনাক সভানেত্রী রেহানা ফেরদৌসী বলেন,আমরা খাগড়াছড়ি পুলিশ সুপার মো. নাইমুল হক পিপিএম এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি পুনাকের প্রতিটি কাজে আন্তরিকতার সহিত সহযোগিতা করায়। সব সময় পুনাক আত্মমানবতার সেবায় কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় পাহাড়ের পিছিয়ে পড়া জন গোষ্ঠীদের কষ্ট কিছুটা লাগবে এর জন্য অসহায় দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে এই কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
পানছড়িতে শহীদ বুদ্ধিজীবী দিবসে উপজেলা ছাত্রলীগের মোমবাতি প্রজ্বলন
পানছড়ি ::১৯৭১ সালের ১৪ ডিসেম্বর মহান শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে মোমবাতি প্রজ্বলন কর্মসূচী পালন করেছে খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা।
বুধবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যা ৬ টায় পানছড়ি বঙ্গবন্ধু স্কোয়ারে এ কর্মসূচি পালন করা হয়।
মোমবাতি প্রজ্বলন কর্মসূচিতে উপস্থিত ছিলেন পানছড়ি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিজয় কুমার দেব,দপ্তর সম্পাদক নিখিল চৌধুরী,প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক উজ্জ্বল চৌধুরী, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মোমিন,সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ওবায়দুল হক আবাদ, মৎস্যজীবী লীগের সভাপতি অরুণ শীল, ছাত্রলীগের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক নাজমুল হোসেনসহ কর্মসূচিতে উপজেলা ছাত্রলীগের বিভিন্ন ইউনিয়ন এর নেতা-কর্মী উপস্থিত ছিলেন।