বৃহস্পতিবার ● ১৫ ডিসেম্বর ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে আইন ও মানবাধিকার বিষয়ক সচেতনতা সভা
রাঙামাটিতে আইন ও মানবাধিকার বিষয়ক সচেতনতা সভা
রাঙামাটি :: আজ ১৫ ডিসেম্বর বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট(ব্লাস্ট) রাঙামাটি ইউনিট এর উদ্যোগে রাঙামাটি সদরের রাজদ্বীপ এলাকায় আইন ও মানবাধিকার বিষয়ক সচেতনতা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ব্লাস্ট, রাঙামাটি ইউনিট এর সমন্বয়কারী এ্যাড. জুয়েল দেওয়ান।
মূলত সাধারন জনগণকে আইন ও মানবাধিকার বিষয়ে ধারণা দেওয়ার জন্য ব্লাস্ট রাঙামাটি ইউনিট এই সভার আয়োজন করেছে।
সভায় এ্যাড. জুয়েল দেওয়ান তার বক্তব্যে বলেন, আইন সকল শ্রেণীর মানুষের জন্য সমান। তিনি বলেন, আইনগত অধিকার একটি নাগরিক অধিকার। বাংলাদেশের প্রত্যেক নাগরিক আইনগত অধিকার প্রাপ্তির অধিকারী। এছাড়া তিনি সভায় উপস্থিত শিশু, কিশোর-কিশোরী, যুবক-যুবতী ও নারী-পুরুষ সর্বোপরি সকলকে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ফৌজদারি আইন, তথ্য প্রযুক্তি আইনসহ আরও বিভিন্ন ধরণের আইন সম্পর্কে মূল্যবান ধারণা প্রদান করেন।
তিনি আরও বলেন, ব্লাস্ট পার্বত্য চট্টগ্রামে ২০০৫ সাল থেকে কার্যক্রম পরিচালনা করে আসছে। ব্লাস্ট গরীব ও অসহায় মানুষদের ন্যায় বিচার প্রাপ্তির জন্য কাজ করে চলেছে। তিনি সকলকে আশ^স্ত করে বলেন যে, যে কোন ধরণের আইনী সহায়তার জন্য আপনারা ব্লাস্টে আসুন। ব্লাস্ট সব সময় গরীব ও অসহায় মানুষের পাশে আছে এবং থাকবে।
সভায় উপস্থিত এলাকাবাসী ও সমাজকর্মী যুবন বিকাশ চাকমা তার মতামত তুলে ধরে বলেন যে, ব্লাস্ট রাঙামাটি ইউনিট কর্তৃক আয়োজিত আইন ও মানবাধিকার বিষয়ক সচেতনতা সভার মাধ্যমে ব্লাস্টের কার্যক্রম সম্পর্কে এবং বিভিন্ন ধরনের আইনগত প্রক্রিয়া সম্পর্কে ধারণা লাভ করেন। এছাড়া তিনি বলেন ব্লাস্ট কর্তৃক আয়োজিত এ সভার মাধ্যমে এ এলাকার জনগণ বিভিন্ন ধরণের আইন সম্পর্কে জ্ঞান লাভ করেছে। এজন্য তিনি ব্লাস্ট রাঙামাটি ইউনিট কর্তৃপক্ষকে আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
পরবর্তীতে সমন্বয়কারী এ্যাড. জুয়েল দেওয়ান সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এবং সকলের সুস্থতা কামনা করে সভার সমাপ্তি ঘোষণা করেন।