শনিবার ● ২ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » অপরাধ » খাগড়াছড়ির মানিকছড়িতে ৫ অপহরণকারী আটক
খাগড়াছড়ির মানিকছড়িতে ৫ অপহরণকারী আটক
খাগড়াছড়ি প্রতিনিধি :: (১ এপ্রিল ২০১৬ : বাংলাদেশ সময় রাত ১০.৪০মিঃ) খাগড়াছড়ি পার্বত্য জেলার মানিকছড়িতে ৫০শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণকাজের রাজমিস্ত্রী মো. রেজাউল করিম (৩২) কে অপহরণের অভিযোগে ৫জনকে আটক করেছে মানিকছড়ি থানা পুলিশ। ১ এপ্রিল শুক্রবার বিকাল পৌনে ৫ টার দিকে জালিয়াপাড়া পুলিশ বিটে অপহকারীদের ব্যবহৃত মাইক্রোবাস গতিরোধ করে ৫জনকে আটক করে পুলিশ। এসময় উদ্ধার করা হয় রাজমিস্ত্রী রেজাউল করিমকেও। আটককৃতরা হলেন-কাউছার হোসেন(২০), মাঈন উদ্দীন(২৪), বদরুল আলম(২৮), মো. আলমগীর হোসেন (৩০) ও মাইক্রোবাস চালক জেলা শহরের গোলাবাড়ি এলাকার মংচাই মারমা (৩৫)কে। আটককৃতরা খাগড়াছড়ি জেলা শহরের শালবন এলাকার বাসিন্দা বলে জানা গেছে । মানিকছড়ি থানার অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। ।
পুলিশ জানায়, মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫০শয্যা বিশিষ্ট নতুন ভবন নির্মাণ কাজ সম্প্রতি শুরু করেন ঢাকার এম.মাহামুদুল নবী, বশির উদ্দীন রোড, কলাবাগান, ঠিকাদার প্রতিষ্ঠান। বিকাল পৌনে ৫টার দিকে রাজমিস্ত্রী মো. রেজাউল করিম(৩২)কে দুর্বৃত্তরা মাইক্রোবাস (চট্টমেট্রো-চ- ১১-২৮২৩) যোগে অপহরণের খবর পেয়ে পুলিশের একাধিক টিম অপহরণকারীদের ধরতে ধাওয়া করে। এক পর্যায়ে বিকাল সাড়ে ৫টার দিকে জালিয়াপাড়াস্থ পুলিশ বিটের মাইক্রোবাসটি সহ ৫জনকে আটক করে।
রামগড় সার্কেল এ.এস.পি কাজী হুমায়ুন কবির জানান,ঠিকাদারের প্রতিনিধিকে অপহরণের খবর পেয়ে পুলিশের একাধিক টিম অভিযান চালিয়ে অপহৃতসহ ৫ অপহরণকারীকে আটক করে। ঠিকাদারী সংক্রান্ত মতবিরোধকে কেন্দ্র করে এ ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।