শনিবার ● ২ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » সুন্দরগঞ্জে আ’লীগের ৫, বিএনপির ২ প্রার্থী জয়ী
সুন্দরগঞ্জে আ’লীগের ৫, বিএনপির ২ প্রার্থী জয়ী
রাজেশ বাসফোর, গাইবন্ধা প্রতিনিধি :: গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার ১২ ইঊপি নির্বাচনে ক্ষমতাসীন দল আ’লীগের ৫, জামায়াত ৩, বিএনপির ২ ও আ’লীগ (বিদ্রোহী) ১ এবং জাপার (বিদ্রোহী) ১ প্রার্থী চেয়ারম্যান বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন৷
বৃহস্পতিবার গভীর রাতে সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত (ইউএনও) মো. হাবিবুল আলম বে-সরকারীভাবে এ ফলাফল ঘোষনা করেন৷
এর মধ্যে, সুন্দরগঞ্জ উপজেলার দহবন্দ ইউনিয়নে বিজয়ী হয়েছেন আ’লীগ মনোনীত প্রার্থী গোলাম কবীর মকুল (নৌকা)৷ তিনি পেয়েছেন ৩ হাজার ৩২৭ ভোট৷ তার নিকটতম প্রতিদ্ধন্ধী প্রার্থী আমিনুল ইসলাম রাজু (চশমা) পেয়েছেন ৩ হাজার ২৪৩ ভোট৷
ছাপড়হাটি ইউনিয়নে বিজয়ী হয়েছেন আ’লীগ মনোনীত প্রার্থী কনক কুমার গোস্বামী (নৌকা)৷ তিনি পেয়েছেন ৫ হাজার ৯৩৫ ভোট৷ তার নিকটতম প্রতিদ্ধন্ধী প্রার্থী ইয়াছিন আলী পেয়েছেন ৩ হাজার ৬৯৪ ভোট৷
শানত্মিরাম ইউনিয়নে বিজয়ী হয়েছেন জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা মো. ছামিউল ইসলাম (মোটরসাইকেল)৷ তিনি পেয়েছেন ৪ হাজার ৩৬৪ ভোট৷ তার নিকটতম প্রতিদ্ধন্ধী স্বতন্ত্র প্রার্থী এস এম মমিনুর রহমান (আনারস)৷
বেলকা ইউনিয়নে বিজয়ী হয়েছেন জামায়াত মনোনীত প্রার্থী মো. ইব্রাহিম খলিলউল্যা (দু’টিপাতা)৷ তিনি পেয়েছেন ৩ হাজার ৫০৩ ভোট৷ তার নিকটতম প্রতিদ্ধন্ধী প্রার্থী মো. আশরাফুল আলম সরকার (আনারস) পেয়েছেন ৩ হাজার ৩১৩ ভোট৷
কঞ্চিবাড়ী ইউনিয়নে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী মো. মোনোয়ারম্নল ইসলাম (ধানের শীষ)৷ তিনি পেয়েছেন ৫ হাজার ৯৮ ভোট৷ তার নিকটতম প্রার্থী (জাপা) মো. আশরাফুল আলম চাকলাদার (লাঙ্গল) পেয়েছেন ৩ হাজার ৩৪৯ ভোট৷
বামনডাঙ্গা ইউনিয়নে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী মো. নজমুল হুদা (ধানের শীষ)৷ তিনি পেয়েছেন ৭ হাজার ২৪৮ ভোট৷ তার নিকটতম প্রতিদ্বনিন্দ্বী প্রার্থী (জাপা) মো. রেজাউল হক রেজা (নৌকা) পেয়েছেন ৩ হাজার ৩৪৯ ভোট৷
ধোপাডাঙ্গা ইউনিয়নে বিজয়ী হয়েছেন আ’লীগ মনোনীত প্রার্থী অ্যাড. মোখলেছুর রহমান (নৌকা)৷ তিনি পেয়েছেন ৩ হাজার ৪৬৯ ভোট৷ তার নিকটতম প্রতিদ্ধন্ধী প্রার্থী (জাপা) ইঞ্জিনিয়ার এটিএম মাহবুব আলম (লাঙ্গল) পেয়েছেন ৩ হাজার ৪৭ ভোট৷
তারাপুর ইউনিয়নে জাতীয় পার্টি (জাপা) বিদ্রোহী প্রার্থী মো. আমিরম্নল ইসলাম (মোটরসাইকেল) বিজয়ী হয়েছেন৷ তিনি পেয়েছেন ৮ হাজার ৬৩৯ ভোট৷ তার নিকটতম প্রতিদ্ধন্ধী প্রার্থী (আ’লীগ) মো. আব্দুস সামাদ (নৌকা) পেয়েছেন ৫ হাজার ৬২৯ ভোট৷
শ্রীপুর ইউনিয়নে বিজয়ী হয়েছেন আ’লীগ মনোনীত প্রার্থী মো. শহিদুল ইসলাম (নৌকা)৷ তিনি পেয়েছেন ৮ হাজার ৬১৮ ভোট৷ তার নিকটতম প্রতিদ্ধন্ধী প্রার্থী আজাহারম্নল ইসলাম (আনারস)৷
রামজীবন ইউনিয়নে বিজয়ী হয়েছেন জামায়াত মনোনীত প্রার্থী মো. মিজানুর রহমান (চশমা)৷ তিনি পেয়েছেন ৩ হাজার ৫২০ ভোট৷ তার নিকটতম প্রতিদ্ধন্ধী প্রার্থী (আ’লীগ) সলিল কুমার (নৌকা) পেয়েছেন ২ হাজার ৯৮ ভোট৷
অপরদিকে সর্বানন্দ ইউনিয়নে (আ’লীগ) বিদ্রোহী প্রার্থী মো. মাহবুবুর রহমান (চশমা) বিজয়ী হয়েছেন৷ তিনি পেয়েছেন ৫ হাজার ৬৪ ভোট৷ তার নিকটতম প্রতিদ্ধন্ধী প্রার্থী (জামায়াত) মো. শাহজাহান (ঘোড়া) পেয়েছেন ৩ হাজার ৮৮৭ ভোট৷
এছাড়া সোনারায় ইউনিয়নে বিজয়ী হয়েছেন আ’লীগ মনোনীত প্রার্থী সৈয়দ বদরম্নল আহসান সেলিম (নৌকা)৷ তিনি পেয়েছেন ৫ হাজার ১৫৮ ভোট৷ তার নিকটতম প্রতিদ্ধন্ধী প্রার্থী জাতীয় পার্টির মো. আনছার আলী সরকার (লাঙ্গল) পেয়েছেন ৪ হাজার ৭৩৯ ভোট৷